![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Memories of Murder সিনেমা টা দেখে বুঝতে পারলাম না যে খুনি টা কে? কেও কি জানাবেন? খুনি কি Yong GU?
২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৬
আ ির ফ বলেছেন: Old Boy দেখেছি ভাই। হ্যাঁ মুভি টা বেশ ভালো।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২
অগ্নিপাখি বলেছেন: আমার অনেক প্রিয় একটা কোরিয়ান মুভি। এই মুভিটি সত্য ঘটনার উপর নির্মিত। এখনও জানা যায়নি খুনগুলো আসলে কে করেছিলো। মুভির শেষ দৃশ্য টা দেখলেই এইটা বুঝতে পারবেন যেখানে খুনের তদন্তকারী একজন অফিসারের চোখের দিকে ক্যামেরা জুম করে মুভিটি শেষ করা হয়। অবশ্য এই দৃষ্টিটির ব্যাখ্যাও পাবেন আই এম ডি বি সহ বিভিন্ন মুভি সাইটে।
যাই হোক আরেকটা কোরিয়ান মুভি দেখতে পারেন "ওল্ড বয়" । এই মুভির শেষ টুইস্ট দেখে ১০ মিনিট স্তব্ধ হয়ে বসে ছিলাম। "ওল্ড বয়" মুভিটি সম্পর্কে একটা কথাই বলতে পারি- "রিভেঞ্জ ইজ বেস্ট হোয়েন সারভড কোল্ড "। তাড়াতাড়ি দেখে ফেলুন না হলে দারুন মিস করবেন।