নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর হাসান খান

তানভীর হাসান খান › বিস্তারিত পোস্টঃ

একজন জেনারেল এর মন্তব্য

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

বর্তমান সময়ের বাংলাদেশের একজন জেনারেল (তিনি ব্রিগেডিয়ার/ মেজর/লেফটেনেন্ট জেনারেল থেকে একজন) এর কাছ থেকে কিছু তথ্য পেলাম।
আমার ধারনার সাথে মিলে যাওয়ায় শেয়ার করলাম।
কারণ আমারটা হলো ধারণা আর তারটা হলো "হাইলি ইনফর্মড" একটি বিষয়।
১. কল্যাণপুর থেকে বর্তমান পর্যন্ত জঙ্গি হত্যার যে কাহিনী পুলিশ ঘটাচ্ছে, তার সবই নাটক। গুলশান ঘটনায় পুলিশের লজ্জাজনক পিছুহটা ভূমিকার বদনাম থেকে নিজেদের মুক্তির জন্যই এইসব নাটক। এই সমস্ত জঙ্গি নামক ব্যক্তিরা, আগে থেকেই পুলিশের হাতে বন্দী ছিলো। আরো আছে। এমনকি মেজর জিয়াও তাদের হাতে বন্দী। আগামীতে কোন বড় নাটকে তাকে দেখা যাবে।
২. নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায়, র‍্যাবেরই কেউ বিট্রে করেছে। যেভাবে পেট কেটে ইট বেধে লাশ ডুবিয়ে দেয়া হয়, ভাসার প্রশ্নই আসে না। একগ্রুপ ইট বেধে লাশ ডুবিয়েছে, আরেকগ্রুপ দড়ী কেটে দিয়ে ভাসিয়ে দিয়েছে।
আমি একমত। আপনি?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশকে ষড়যন্ত্রের দেশে পরিণত করেছে বিএনপি-জামাত ও আওয়ামী লীগ; আপনি এদেরই একজন। বাংলাদেশের জেনারেলরা মানেগুণে বিদেশের সিপাহির সমান, উনারা কি বলে, কি করে, নিজেরাও জানে না।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

সেলিম৮৩ বলেছেন: চাচা অাপন প্রাণ বাঁচা-এটাই অামাদের অবস্থা।
একমত, সহমত পরে দেখা যাবে। অাগে জঙ্গী হামলার সাথে জড়িতদের সমূলে নির্মুল করা সরকারের ফরজ দায়িত্ব।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

অদৃশ্য যোদ্ধা বলেছেন: আপনার মাথাতেও যা আছে আপনার সেই তথাকথিত জেনারেলের মাথাতেও তাই আছে । আমার মতে হয় না তোন জেনারেল এতটা বোকার মতো মন্তব্য করতে পারে। নিজের মাথাটা খাটান নিজেই বুঝতে পারবেন...

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: এটা সাজান হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান অবৈধ সরকার ব্যার্থতা ঢাকতেও এটা করতে পারে। এটা যে সাজানো, এর সপক্ষেও বেশ কিছু প্রমান রয়েছে। কল্যানপুরে জঙ্গি অভিযানের ছবিতে দেখা গেছে, জানালার পর্দা সরিয়ে আইএস এর পর্দা লাগান। স্পষ্টই বুঝা যায় মিডিয়াকে দেখানোর জন্যই তড়িঘড়ি করে পুলিশ কাজটা করেছে।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

বিলুনী বলেছেন: ভাল তরিকা শুরু হ্‌ইছে একজনে অতি নিন্মমানের একখান মিথ্যা ঘন্টি টানিয়ে যাবে আর সমমনারা এসে তাতে ঘন্টা বাজাবে ।
অহি দিন গুজার গিয়া , বাসন্তিদের গায়ে মিথ্যা জাল পড়ানোর দিন এখনো আছে বলে যারা মনে করে তারা এখন বোকার রাজ্যে বিচরণ করছে । মনে রাখতে হবে মিথ্যের যত জাল ছিল তা একে একে ছিন্ন হয়ে গেছে । কোন কিছু লিখা বা বলা এবং তা জঙ্গী নিয়ন্ত্রের বিপক্ষে গেলে তার পরিনামটা সকলের ভেবে দেখা দরকার । জঙ্গীরা ভাববে তাদের পক্ষে কথা বলার জন্য এখানে সেখানে বহুজন আছে এবং একটি ফোরামও আছে যেখানে অবাধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো যায় । অপরাধ করা, সহা ও তাকে সমর্থন দিয়ে বক্ত্ব্ব্বব্য দেয়া সবকিছুই অতি গর্হিত কাজ বলে বিবেচিত । এটা সকলেই জানে এ দেশে সর্বকালেই পুলিশ ও রেব অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়ে কাজ করে , জজ মিয়া আখ্যানের কথা মানুষ ভুলে যায় নাই কিংবা রেব কে বলা হত :রহমত অফ অাল্লা" যখন তাকে "অপারেশন ক্লীণ হার্ট নামে" ব্যবহার করা হত । এখন তো সে তরিকার লোকদের মুখে এধরনের কাহিনী রচনা হাস্যকর ছাড়া কিছুনা ।
এমতাবস্থায়, দেশের বৃহত্তম ন্বার্থে সকলকেই নীজ নীজ অবস্থান থেকে সঠিকভাবে গঠণমুলক সহযোগীতা করা উচিত । জীবন বাজী রেখে যারা জঙ্গী নিয়ন্ত্রন করে তাদেরকে কটাক্ষ করে নয় । জঙ্গীদেরকে দমন করতে গিয়ে রেব ও পুশিশের জীবন দানকে নিশ্চয় কিছু জ্ঞানী পাপী ছাড়া অন্যরা সাজানো নাটক বলে মনে করবে না ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

বাংলার জামিনদার বলেছেন: আপনি কি জামাতি, ছুপা ছাগু, হেফাচুতিয়া, বামাতি------------ আরে ডাইরেক্ট কাশ্মীর চলে যান। ঐখানে কাম কাজ কিছু মিলতেও পারে।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এসব দেখি পাগলের হাটবাজার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.