নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এদেশটাকে বড্ড ভালবাসি....... বেশি ভালবাসি এদেশের মেহনতী খেটে খাওয়া মানুষকে....

বাংলার ঈগল

এদেশটাকে বড্ড ভালবাসি....... বেশি ভালবাসি এদেশের মেহনতী খেটে খাওয়া মানুষকে....

বাংলার ঈগল › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন কাষ্টমার কেয়ার থেকে কল দিবে আপনাকে!!!

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭



কাষ্টমার কেয়ার থেকে ফোন দিবে আপনাকে, কি অবাক হচ্ছেন? জানি অবাক হওয়াই কথা। আমাদের নানা প্রয়োজনে ফোন করতে হয় কাস্টামার কেয়ারে। কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করে অপেক্ষা করতে করতে আমাদের ব্যালান্স শেষ হয় কিন্তু কথা হয় না কাষ্টমার ম্যানেজারের সাথে। এবার আপনাকে ফোন করবে কাস্টমার ম্যানেজার কাস্টমার কেয়ার থেকে আপনার সমস্যা জানতে ;)



হ্যাঁ, তাহলে গ্রামীণ এর নিয়মটা জানুন:







আপনার গ্রামীণফোন থেকে ডায়াল করুন ১৫৮ এবং আপনার যে সমস্যা সেটা সিলেক্ট করুন। তারপর আপনাকে একটা ম্যাসেজ দেওয়া হবে তার ২৪ ঘণ্টার মধ্যে কাস্টমার ম্যানেজার আপনাকে ফোন করে আপনার দেয়া সমস্যার সমাধান করবেন। অনেক সমর ১৫৮ নম্বার ব্যস্ত থাকায় আপনি সমস্যা সিলেক্ট করতে ব্যর্থ হতে পারেন ।



এবার তাহলে বাংলালিংক এর নিয়মটা জানুন:







আপনার বাংলালিংক মোবাইলের ম্যাসেজ অপশন থেকে একটা ফাঁকা (blank) ম্যাসেজ (কিছুই লিখবেন না) পাঠিয়ে দিন ১২০ নম্বর এ। ব্যাস হয়ে গেল, অল্পকিছুক্ষনের মধ্যে কাষ্টমার কেয়ার থেকে আপনাকে কল করে সমস্যা জানতে চাওয়া হবে।



এবার তাহলে সিটিসেল এর নিয়মটা জানুন:







আপনার সিটিসেল মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন হেল্প (help) এবং পাঠিয়ে দিন ২২৫৫ নম্বর এ। ব্যাস হয়ে গেল, অল্পকিছুক্ষনের মধ্যে কাষ্টমার কেয়ার থেকে আপনাকে কল করে সমস্যা জানতে চাওয়া হবে।



আল্লাহ আপনাদের সুস্থ্য ও ভালো রাখুন......

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

বেকার সব ০০৭ বলেছেন: পোস্ট যেমন তেমন, ১ম ছবির মেয়েটা সেইরাম

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

বাংলার ঈগল বলেছেন: সুন্দর সব সময় সুন্দর।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

ইউরো-বাংলা বলেছেন: বাংলালিংকে ট্রাই করলাম, কাজ করছে না :(

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

বাংলার ঈগল বলেছেন: ম্যাসেজে কিছু লিখেন না, ফাকা পাঠিয়ে দিন, কাজ হবে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

ভিটামিন সি বলেছেন: টিটি থেকে কপি পেষ্ট কৃত পোষ্ট। যাই হউক। যদি কাজে লাগে, তবে উপকারী পোষ্ট।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

বাংলার ঈগল বলেছেন: পুরোপুরি সঠিক না। কারো সাথে কোথাও কোন মিল থাকলে তা কপি পেস্ট হয় না। যাক সবার উপকার হোক আসা করি।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: জিপি সবক্ষেত্রেই হারামি

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

বাংলার ঈগল বলেছেন: সঠিক কথা।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

নীলতিমি বলেছেন: অসাধারন। ধন্যবাদ। :)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

বাংলার ঈগল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

মোঃ আমিন বলেছেন: ভালো তো ভালো না, খুবই ভালো...............:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদ না ধন্য রাখা._ _ _ _ অনেক অনেক ধন্যবাদ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

রিভানুলো বলেছেন: উপকারী পোষ্ট ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

বাংলার ঈগল বলেছেন: কাজে লাগলেই হল, ধন্যবাদ।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

অথৈ সাগর বলেছেন:
বাংলা লিংক থেকে এমনি এমনি ফোন করে । বড় বিরক্তিকর । এক কথা বার বার বলতে থাকে । ভাবছি কাস্টমার কেয়ারকে ব্লক করে দিব :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

বাংলার ঈগল বলেছেন: যা চাই তা পাই না, যা পাই তা চাই না। ব্যাপারটা আপনার ক্ষেত্রে এইরকম। =p~

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

বাংলার ঈগল বলেছেন: কাস্টমের কেয়ার থেকে কল দিয়ে গান শুনানো আর সাবস্ক্রাইব করতে বলা এটা বিরক্তিকর বাপার, কিন্তু আপনার সমস্যার সমাধান পাওয়া কিন্তু ভাল। B:-/

১০| ১৫ ই মে, ২০১৪ রাত ২:৪০

কল্পনার রাজা বলেছেন: সুন্দর পোষ্ট ++++++++++

১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৮

বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদ

১১| ২৩ শে মে, ২০১৪ সকাল ৭:২১

মোঃ আবদুর রহিম বলেছেন: সুন্দর পোস্ট। ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৪ শে মে, ২০১৪ রাত ১:২৬

বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদসহকারে আপনাকেও: +++++++++ B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.