![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................................
.................................
..................................
আমাদের তামিম, যদিও আজ বিপক্ষে ছিল।
ভিনসেন্ট ব্যাটিং-এ
আলী ভাই । জানিনা কেন যেন আলী ভাইয়ের বেশ জনপ্রিয়তা দেখলাম।
সেঞ্চুরিয়ানের ১০০ রানের শট।
সেঞ্চুরী করার পর শাহারিয়ার নাফিস
ইঠা কিডা?
লুল-ই লুল।
তামিম
আউট হওয়ার পর তামিম
তামিমকে আউট করার পর উল্লাস
ভিনসেন্ট
আজকের সেঞ্চুরীয়ান
খেলা শেষ
নরমাল ডিজিটাল ক্যামেরা দিয়ে আর ভালো কিছু পারলাম না। প্রথমবারের মতো ডিএসএলআর এর অভাব বোধ করলাম। তাও প্রথম স্টেডিয়ামে খেলা দেখা, শেয়ার করার মজাই আলাদা।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
টিনটিন` বলেছেন: সাইফ ভাই, অনেকদিন পর আসলেন। পোষ্টে আসার জন্য অনেক ধন্যবাদ, ভাইয়া।
আপনিও খুলনার নাকি? হ্যা, উপভোগ করার মতোই একটা ম্যাচ হয়েছে। বিপিএল-এ এই প্রথম ওপেনিং-এই ম্যাচ জিতলাম।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
বিডি আমিনুর বলেছেন: ঐডা কিডা ??
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
টিনটিন` বলেছেন: ঐডা লুল।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
চেরু বলেছেন: উপভোগ করলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
টিনটিন` বলেছেন: আমিও। জমজমাট ম্যাচ। অবশ্য আগেই বলেছিলাম, আমি যখন দেখতে যাচ্ছি, খুলনা জিতবেই।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
শূন্য পথিক বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
টিনটিন` বলেছেন:
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
ঘর কুনো বলেছেন: কিনে ফেলেন
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
টিনটিন` বলেছেন: কেনার জন্য সব ঠিকঠাক হয়ে গেছে ভাই, শুধু টাকাটা এখনও জোগাড় করতে পারিনি।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
সাইফুর রহমান(সাইফ) বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আসলে ব্লগে মাঝে মাঝে আসা হয় তবে কষ্ট করে লগিন করা হয়না।(অলস বলে কথা) আর অনেক দিন লগিন না করার ফলে পাসওয়ার্ডটাও ভূলে যায়। এই পর্যন্ত অনেক ব্লগার দেখেছি যারা নিয়মিত ব্লগিং করতে করতে একটা সময় ছেড়ে দেয়। আমিও মনে হয় তাদের দলেই নাম লেখাতে চলেছি।
হ্যাঁ আমিও খুলনার। আর হ্যাঁ আমি কিন্তু খেলাটা মাঠে গিয়ে দেখিনি বাড়িতে বসে দেখেছিলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
টিনটিন` বলেছেন: আমার চেয়েও বেশী অলস নাকি?
আর যাই করেন, দয়া করে ব্লগ ছেড়েন না।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
রাফি বিন তোফা বলেছেন: ইস আমি যদি স্টেডিয়ামে থাকতাম
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
টিনটিন` বলেছেন: জীবনে প্রথমবার স্টেডিয়ামে খেলা দেখলাম। এরপর থেকে ইনশাআল্লাহ মাঝে মাঝেই দেখবো।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার যে মজা যারা গেছে তারাই বুঝতে পারবে।
আর দর্শকপূর্ণ হলে পুরো আমেজ টা পেতেন।
অনেকবার গেছি।
বিশ্বকাপ, এশিয়া কাপ, ও ইন্ডিজ সিরিজ, জিম্বাবুয়ে সিরিজ, গত বিপিএল এ একাধিক বার গেছি।
ঢাকায় বিপিএল ফিরলে, আর ক্লাশ না থাকলে আর মিস করছি না।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
টিনটিন` বলেছেন: আজকের অনেক জমজমাটপূর্ণ ছিল স্টেডিয়াম। আজকের খেলাটা স্টেডিয়ামে যেয়ে দেখা উচিত ছিল।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১
মহাজাগতিক পাগল বলেছেন: শিনা রে তুলছেন । ক্যামেরার পয়সা উশুল
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
টিনটিন` বলেছেন: অবশ্যই উশুল। শীনা যখন দর্শকদের মাঝ দিয়ে হেটে যাচ্ছে, দর্শক খেলা, খাওয়া, ৬-৪ এর শট সব বাদ দিয়ে খালি শীনারে দেখে। কারনটা কি বুঝে না পেয়ে অন্যদের লগে তাল দিলাম।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: ঐডা কিডা ?
একখান ডিএসএলআর কিনা ফালান । হয়তো খুলনা আসতাছি । ফেবুতে নম্বর দিয়েন ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
টিনটিন` বলেছেন: এডা শীনা।
ওকে। তবে ফেব্রুয়ারীতে আইলে মনেহয় আমাকে পাবেননা। পুরো ফেব্রুয়ারী হয়ত বেড়ানোর উপর থাকবো। আর ঢাকাতেও একবার হলেও যেতে হবে, বইমেলা বলে কথা।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
এক্সপেরিয়া বলেছেন: ডিএসএলআর কিনা ফালাইলেই ঐডা কিডারে চিনা যাইব ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
টিনটিন` বলেছেন: কেন, এমনিতেও তো চিনা যাইতাসে?
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
তামিম ইবনে আমান বলেছেন: ঢাকায় আইলে দেখা কইরেন
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
টিনটিন` বলেছেন: উখে।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
মুনতা বলেছেন: ভাল লাগল ছবিগুলা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
টিনটিন` বলেছেন: ধন্যবাদ, মুনতা।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
লোনলিফাইটার বলেছেন: থ্যান্কস ফর শেয়ার
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
টিনটিন` বলেছেন: থ্যংকস ফর ওয়াচ।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
তুরাগ হাসান বলেছেন: পোস্ট দেওয়া কমায় দিছেন ভাইয়া
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
টিনটিন` বলেছেন: না, আবার লিখবো। কিন্তু অলসতার কারনে তেমন একটা হয়না আরকি।
১৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৭
জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -
মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
টিনটিন` বলেছেন: সে, ল্যাদাচ্ছে তাকে ল্যাদাতে দেন। ব্লগাররা জানে- কে কেমন।
১৭| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১
ৈহমনতী বলেছেন: ভাই আছেন কেমুন?
আমি তো ডিএসএলআর কিন্না ফেলাইচি
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
টিনটিন` বলেছেন: কন কি? ১. তাড়াতাড়ি ছবি তুলে পুষ্ট দেন? ২.পারলে ক্যামেরার ছবি, কনফিগ আর দামটাও জানায়েন। (২য় অংশটুকু আমার পোষ্টেও জানালে চলবে, যেহেতু সামুতে ইনবক্স নাই। )
১৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
ৈহমনতী বলেছেন: হেহেহে।
পাইছিলেন তাইলে।আমি নিজেও ভুইল্লা গেস্লাম
ছবি তুইলা পুষ্ট দিমু কি ।যা ভয়ংকর আইতাছে।এইডি দিতেও শরম করে :#>
D90:
12.9 megapixel DX-format CMOS sensor (effective pixels: 12.3 million)
3.0-inch 920,000 pixel (VGA x 3 colors) TFT-LCD (same as D3 and D300)
Live View with contrast-detect AF, face detection
Image sensor cleaning (sensor shake)
Illuminated focus points
Movie capture at up to 1280 x 720 (720p) 24 fps with mono sound
IS0 200-3200 range (100-6400 expanded)
4.5 frames per second continuous shooting (buffer: 7 RAW, 25 JPEG fine, 100 JPEG Normal)
Expeed image processing engine
3D tracking AF (11 point)
Short startup time, viewfinder blackout and shutter lag
Slightly improved viewfinder (96% frame coverage)
লগে কিনলাম এক খান ইউভি ফিল্টার,আর ১৬জিবি মেমরি কার্ড স্যানডিস্কের।
পুরা৫৮,০০০।( আমার ট্যাকা সব শেষ
)
এখনও আরও জিনিস পাতি কিনতে হবে।সেইগুলার টাকা জোগাড় করতে আমারে এখন থালা হাতে রাস্তায় নামা দরকার
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
টিনটিন` বলেছেন: আমার প্রিয় একটা ক্যামেরা কিনে ফালাইসেন। যাক, দোয়া করেন। ইনশাহআল্লাহ, একদিন কিনে ফেলাবো।
যে সাধারন ক্যামেরায় ঐরকম ছবি তুলে, আমি জানি এই ক্যামেরার সাথে হাত এডজাস্ট হয়ে গেলেই সে কেমন ছবি তুলবে।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
টিনটিন` বলেছেন: পাইছিলেন তাইলে।আমি নিজেও ভুইল্লা গেস্লাম
এই অংশটুকুর মর্ম উদ্ধার করতে পারলাম না।
১৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
শায়েরী বলেছেন: DSLR-এর অভাব বোধ আমি সর্বদাই করি!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
টিনটিন` বলেছেন: আমিও। ডিএসএলআর ছাড়া ছবি তোলার কোন মূল্য নাই রে ভাই। মানুষ ছবি দেখে না, দেখে ক্যামেরা।
২০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৪
শায়েরী বলেছেন: Yah vai kotha sotto!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০১
টিনটিন` বলেছেন: হ, অপছন্দনীয় সত্য।
২১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৬
লিন্কিন পার্ক বলেছেন:
শিনারে দেখলে শিনায় শিনায় টান লাগে :#> :!> :!>
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
টিনটিন` বলেছেন: লিনকিং পার্ক দেখি জেমসের গান গাওয়া শুরু করলো।
২২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
তামিম ইবনে আমান বলেছেন: পোস্ট কই!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮
টিনটিন` বলেছেন: তুমি যেখানে মন্তব্য করলা, সেটাও তো একটা পোষ্ট।
২৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কখনও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখিনি পোষ্ট ভাল লাগল। কেমন আছেন?
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০
টিনটিন` বলেছেন: বুঝতে শেখার পর আমারও এটাই ১ম স্টেডিয়ামে যেয়ে খেলা দেখা।
ভালো আছি, আশা করি আপনিও।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
সাইফুর রহমান(সাইফ) বলেছেন: এই প্রথম সময় করে বিপিএল খেলা পুরো দেখলাম এবং উপভোগ করলাম। নিজের বিভাগ বলে কথা আর এটাতেই জিত!
আজ খুলনা অনেক ভালো খেলেছে।