![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে অনেক অনেকদিন আগের কথা। ২০১২ সালের ১৩ই অক্টোবর কমিক্সের বিশাল ভান্ডার নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। সবার বেশ সমর্থনও পেয়েছিলাম। অনেকেই পোষ্টে বলেছিল নন্টে-ফন্টে বাটুল দ্যা গ্রেট ইত্যাদি কমিকসগুলো নেই কেন? আপডেট করার অনুরোধও করেছিলেন। আপডেটই করতাম কিন্তু আপডেট করলে সেটা প্রথম পাতায় আসেনা তাই অনেকে জানতেও পারবেনা, নতুন আপডেটের কথা। তাই আরো বেশ কিছু কমিক্সের ভান্ডার নিয়ে নতুন একটা পোষ্ট দিলাম। নন্টে-ফন্টে, বাটুল দ্যা গ্রেট, ফেলুদাসহ আরো বেশ কিছু কমিক্স থাকলো এই পর্বে। আর টিনটিন, ফ্যান্টমসহ আরো বিশাল কমিক্সের ভান্ডার চাইলে আগের পোষ্টতো আছেই।
সবকয়টা কমিক্সই মিডিয়াফায়ারে আপলোড করা এবং প্রত্যেকটাই কার্যকরী। কোন ডেড লিঙ্ক পাবেনা।
তাহলে শুরু করা যাক কমিক্স ভান্ডারের ২য় পর্ব।
নন্টে-ফন্টে: কমিক্স পড়েন কিন্তু নন্টে-ফন্টের ফাইজলামী আর কেল্টুদার ভিলেনির সাথে পরিচয় নাই এমনকি কেউ আছেন? মনে হয় নাই। থাকার কথাও না। তবে আগে অনেকেই সাদাকালো নন্টে ফন্টে পড়েছেন কিন্তু রঙীন একেবারে নতুন কাহিনীর ভার্সনগুলো অনেকেই পড়েননি। চলেন তাহলে শুরু করা যাক পুরোনো (সাদাকালো) + নতুন (রঙীন) নন্টে ফন্টে কমিক্স ডাউনলোড দিয়ে।
ডাউনলোড:
নন্টে-ফন্টে ভলিউম-১
নন্টে-ফন্টে ভলিউম-২
নন্টে-ফন্টে ভলিউম-৩
নন্টে-ফন্টে ভলিউম-৪
নন্টে_ফন্টে লা জবাব (কালার)
নন্টে-ফন্টে ধুন্দুমার
নন্টে-ফন্টে হৈচৈ
নন্টে-ফন্টে ধামাকা
বাটুল দ্যা গ্রেট: কমিক জগতের আরো একটা বিশাল ক্যারেক্টারের নাম বাটুল। যার শক্তি দানবের মতো আর মনটা একেবারে ছোটদের মতো নরম। তাহার পেটে ছুরি মারতে গেলে ছুরি যায় বেঁকায়ে, গায়ে বোমা মারলে বোমা ফেটে চৌচির কিন্তু বাটুল একেবারেই সুস্থ। অপরের ভালো করতে সদা প্রস্তুত এই বাটুল দ্যা গ্রেট কার্টুন প্রেমীদের অন্যতম পছন্দের ক্যারেক্টার। তাইলে আর কি, শুরু করে দেন ডাউনলোড।
ডাউনলোড:
বাটুল দ্য গ্রেট: ভলিউম ১
বাটুল দ্য গ্রেট: ভলিউম ২
বাটুল আর ভক্কারাসু
ফেলুদা: কিছু বলতে হবে ফেলুদা সম্পর্কে? কে চেনেননা ফেলুদাকে, একটু হাতটা তোলেন তো? তার চাঁদমুখটা একটু দেখি। প্যাচাল বাদ দিলাম, শুরু করেন ডাউনলোড।
ডাউনলোড:
গ্যাংটকে গন্ডোগোল
গোসাইপুর সারগরম
নেপোলিয়নের চিঠি
জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা
রবার্টসনের রুবি
ইন্দ্রজাল কমিকস: বিশ্ববিখ্যাত কমিক্স “ফ্যান্টম” (পূর্বের পোস্টে পাবেন) এই ইন্দ্রজাল সিরিজ থেকেই বের হয়। ইন্দ্রজালের সব কয়টা কমিক্সই একশানে ভরপুর। প্রতিটা পাতায় পাবেন একশান আর জমজমাট রোমাঞ্চ। পড়তে বসলে শেষ না করে উঠতে পারবেন না। তো,শুরু করে দেন ডাউনলোড।
ডাউনলোড:
অদৃশ্য শত্রু
সাপুড়ের টোপ
বাহাদুর ও জোড়া ফাদ
ফ্যান্টম সিরিজের নীলদানব
রত্নাগার
কালো ছায়ার রহস্য
মহাকালের তলোয়ার
শুক্রের বিভীষিকা
মহাকাশের দানব
বনকন্যা: জঙ্গলের মেয়ে। ছোটবেলা থেকেই জঙ্গলে বেড়ে ওঠা বনকন্যার জীবন জঙ্গলের ভয়ংকর সব প্রানীদের সাথে। একটা প্লেন হঠাৎ ধংস হয়ে পড়লো সেই জঙ্গলে। আরোহীরা সব মিডিয়া কর্মী। ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। জমে উঠলো দূর্দান্ত এক জমজমাট কাহিনী।
ডাউনলোড:
বনকন্যা (পার্ট-১)
বনকন্যা (পার্ট-২)
বনকন্যা (পার্ট-৩)
বনকন্যা (পার্ট-৪)
বনকন্যা (পার্ট-৫)
শ্রীমতিজি: সামাজিক কমিক। একজন গৃহিনীর কাহিনী, যার নাম শ্রীমতি। চটপটে এবং বুদ্ধিমতি শ্রীমতিজির জগতে যেতে চাইলে এখনই ডাউনলোড শুরু করেন শ্রীমতিজি।
ডাউনলোড:
শ্রীমতিজির জন্মদিন
শ্রীমতিজি আর ইদুর
শ্রীমতিজির বন্ধু
অন্যান্ন: বিভিন্ন সিরিজ বাদেও আরো অনেক সিঙ্গেল কমিক্স বের হয়েছে। মজাদার এই কমি্সগুলো এখন আর পাওয়াই যায় না। নেটেও খুজে পাওয়াও বেশ কশষ্টকর। কিন্তু আমি তো আছিই। গত পোস্টের মতো এই পোস্টেও থাকছে আপনাদের জন্য বেশ কয়েকটা দুর্লভ কমিক্স কালেকশান।
ডাউনলোডঃ
ডোনাল্ড ডাক: http://www.mediafire.com/?67eyb32qwn6v6ug
টিনকার বেল: http://www.mediafire.com/?hkm3iisy1kzxzxi
কমিক ডাইজেস্ট: http://www.mediafire.com/?31tz8kzde28pp8x
বাহাদুর বিড়াল: http://www.mediafire.com/?gp1amemzt5gm10m
সোনার খোঁজে: http://www.mediafire.com/?1n7n1c94hl0wsdn
টেনিদা আর সিন্ধুঘোটক + টেনিদা ও ইয়েতিঃ http://www.mediafire.com/?4jzp07gw4hnans7
সুপারম্যান: http://www.mediafire.com/?4jvdvux8rxmhhg7
স্পাইডারম্যান: http://www.mediafire.com/?6qbtcne39lavlt5
হী-ম্যান: http://www.mediafire.com/?kdaortj96fweqcd
জাদু মাস্টার: http://www.mediafire.com/?mpxivbi88q0ji5h
মনভূলো পন্ডিত: http://www.mediafire.com/?37omo841jkc65sg
আরো চাই? অপেক্ষা করেন পরের পর্বের জন্য। আর পরের পর্ব নির্ভর করবে আপনাদের সমর্থনের উপর।
আগের পর্ব: কমিকস পাগলরা, চলেন আপনাদের কমিক্সের বিশাল এক রহস্যময় জগৎ থেকে ঘুরিয়ে আনি (আপডেটেড: প্র: শঙ্কু এবং লম্বু-মোটু সিরিজ)
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
টিনটিন` বলেছেন: আপনাকেও।
২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
মমবাতি বলেছেন: ++
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
সেয়ানা বলেছেন: লইয়া গেলাম। শুধু প্লাসটা রাইখা গেলাম
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
টিনটিন` বলেছেন: আপনি যেমন আমার পোস্ট গ্রহন করিলেন তেমনি আমিও আপনার পিলাচ সানন্দে গ্রহন করিলাম।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
মেংগো পিপোল বলেছেন: ভালো পোষ্ট, ধন্যবাদ শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
টিনটিন` বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
ঘুড্ডির পাইলট বলেছেন: পিলাচ সহ প্রিয়তে । জবর খালেক শন , কতা না বারায়া ডাউনলোডে মনোযুগি হই !
ইয়ে সপিতার কুন কালেকশুন ?
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
টিনটিন` বলেছেন: সবগুলো ডাউনলোড করে ফেলান। আপনারা যত ডাউনলোড করবেন এবং পড়বেন, ততই আমার পোষ্টের সার্থকতা।
মাথা খারাপ? আগেরবার সপিতা সম্পর্কে ২ লাইন লিখ্যাই ব্যান খাইসিলাম। :#>
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
ৃত বলেছেন: thanks..........dost...
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
টিনটিন` বলেছেন: আপনাকেও থেঙ্কু
আপনার আইডিটার উচ্চারন কি হবে?
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
দূলভ বলেছেন: ++++
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
ঘুড্ডির পাইলট বলেছেন: বনকন্যা দিয়া শুরু করলাম ডাউনলোড !
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
টিনটিন` বলেছেন: ছুডুবেলার আকর্ষন আর কি।
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
আমিনুর রহমান বলেছেন: প্রিয়তে +++
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
Kawsar Siddiqui বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
টিনটিন` বলেছেন:
১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
htusar বলেছেন: +++++++++।প্রিয়তে নিলাম। আপাতত নন্টে ফন্টে দিয়া শুরু করসি।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
টিনটিন` বলেছেন: উখে, চালায়া যান।
১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
নষ্ট শয়তান বলেছেন: প্রিয়তে নিলে কি ভাই মাইন্ড খাবেন?
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
টিনটিন` বলেছেন: আমি ডোন্ট মাইন্ড ফামিলি'র পোলা।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: অনেকগুলোই পড়া হয়নি.......
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
টিনটিন` বলেছেন: পড়ে ফেলান।
১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৯
এলে বেলে বলেছেন: সালাম ভাই আপনাকে ইনফিনিটি ধন্যবাদ। দারুন পোষ্ট।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
টিনটিন` বলেছেন: থেংকু থেংকু।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: দারুন পোষ্ট। ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
আমি তুমি আমরা বলেছেন: বম ভাল লাগা। বেশী আর কি করতে পারব কন? প্রিয়তেই নিলাম
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০০
টিনটিন` বলেছেন: থেংকু।
১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০
এক্সপেরিয়া বলেছেন: চাচা চৌধুরীর কালেকশন ?
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
টিনটিন` বলেছেন: কষ্ট করে আগের পোষ্টটা দেখেন।
Click This Link
১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
আমার বন্ধু রাশেদ বলেছেন: আপনি এত জুস ক্যান ভাই!!
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৩
টিনটিন` বলেছেন: কেমনে কই?
১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭
অক্রুর মাঝি বলেছেন: আপনার বয়স কত জানি না, ১৯৮৫-৮৬'র দিকে বাংলায় Wester Comics পড়েছিলাম, never saw any such thing since...
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২২
টিনটিন` বলেছেন: আমি তখন কোলের বাচ্চা। পড়িনি কমিকটা।
২০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: রহস্য ভালো পাই...
রহস্য ছাড়া পানসে কিছু উপভোগ করি না
রহস্যছাড়া প্রেমালাপ ভালো লাগে না
রহস্যছাড়া বন্ধুত্ব ভালো লাগে না।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮
টিনটিন` বলেছেন: ভালোই তো। তবে সব জায়গায় রহস্য?...........কেমন যেন লাগেনা?
২১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনারে একমন ধইন্নাপাতা!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
টিনটিন` বলেছেন: শীতকালে দিয়েন, এখন তো সব শুকনা হয়ে যাবে।
২২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
ডানামনি বলেছেন: এত গুপ্তধনের খনি। +++++++++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
টিনটিন` বলেছেন: বিশাল খনি। আগের আর এই পোষ্ট মিলাইলে সফট কমিক্স পড়ে শেষ করতে পারবেননা, সহজে।
২৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অসাধারণ... প্রিয়তে...
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪
নোবিতা রিফু বলেছেন: অনেক থেঙ্কু ভাই, অনেকদিন ধরে বাটুল দ্যা গ্রেট খুজছিলাম...
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
টিনটিন` বলেছেন: ওয়েলখাম।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
টনি বলেছেন: আসলেই সুন্দর পোস্ট।+
কমিক্স নিয়ে বেশ আগে একটি পোস্ট দিয়েছিলাম।
টিনটিনের অবশ্যই এটা দেখা উচিত।
শুধুই কমিক্স
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
টিনটিন` বলেছেন: দেখেছি।
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
সবুজ ভীমরুল বলেছেন: এই পুস্টে পিলাস না দিলে অন্যায় হইব!!!
++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
টিনটিন` বলেছেন: অন্যায় না করে ভালই করেছেন। কইষ্যা ধন্যবাদ।
২৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০
ফালতু বালক বলেছেন: প্লাস তো দেয়া লাগবোই
প্রিয়তেও নিলাম
এসব কেউ মিস করে নাকি?
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
টিনটিন` বলেছেন: তাই তো, মিস করা তো ঠিক না।
২৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
`ইকারাস বলেছেন: উরেব্বাস, মাথা গেলুগা। কি পোষ্ট দিসেন বস? সারাজীবনের জন্য ধইন্যা।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
টিনটিন` বলেছেন: উখে, ধইন্না গ্রহন করা হইল।
২৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
মাহমুদা সোনিয়া বলেছেন: আবারো নস্টালজিক হয়ে গেলাম!! আহারে, আগে কি সুন্দর দিন কাটাইতাম
পোস্টে সুপার প্লাস, মেট
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
টিনটিন` বলেছেন: অনেক ধন্যবাদ, সোনিয়া। কেমন আছেন?
৩০| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো আছি।
শুভ নববর্ষ, মেট।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
টিনটিন` বলেছেন: শুভ নববর্ষ।
৩১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
আমি কবি নই বলেছেন: সেই ই ই স্কুল লাইফে চলে গেলাম। +++++
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
টিনটিন` বলেছেন:
৩২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
চাঁন মিঞা সরদার বলেছেন:
প্লাস ও প্রিয়তে।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
টিনটিন` বলেছেন: ধইন্যা।
৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
অনন্ত আরেফিন বলেছেন: ধন্যবাদ, ইন্দ্রজাল সিরিজের পুরো কালেকশন পড়েছিলাম। চলমান অশরীরি, বেতাল শব্দ গুলো ছোটবেলায় মনে পুরো গেথে গিয়েছিলো! পুরোনো স্মৃতি মনে করিয়ে দিলেন!
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
অনন্ত আরেফিন বলেছেন: ইন্দ্রজাল কমিক্সের ফ্যান্টম আরো থাকলে শেয়ার দেবেন প্লিজ!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১
টিনটিন` বলেছেন: খুজে দেখবো, পেলে জানাবো।
৩৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯
সোহাগ সকাল বলেছেন: পড়ার সাথে সাথে আপনার পোষ্টটা দেখতেও চরম লাগলো।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
টিনটিন` বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
উদাস যুবক বলেছেন: আইসা পরসি ভাই।
ম্যান্ড্রেক এর বাংলা কমিক্স দিতে পারবেন কিছু??
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
টিনটিন` বলেছেন: ম্যান্ড্রেক এর নামও তো শুনিনি। তবে খুজে দেখবো।
৩৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
ৈহমনতী বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
টিনটিন` বলেছেন: কই থেইক্কা, এতদিন পর?
৩৮| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:০০
রহস্যময়ী কন্যা বলেছেন: আরেহ!!!!! এই পুস্ট এতদিন পরে কেন দেখলাম??
কোন কথা নাই আর সরাসরি প্রিয়তে নিলাম
১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৬
টিনটিন` বলেছেন: তাইতো, এতদিন পন কেন দেখলেন?
ধন্যবাদ।
৩৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
ত্রিনিত্রি বলেছেন: মজার ব্যাপার হচ্ছে অনেক দিন আগে যখন ব্লগে ঢুকেছিলাম তখন আপনার কমিক্সের প্রথম পর্ব পড়েছিলাম। আজকে আবার দীর্ঘদিন পর এসে দ্বিতীয় পর্ব পেলাম!! পোস্ট পড়ে বুঝলাম আগের পর্ব এসেছিলো গত বছর।
যা হোক আছেন কেমন টিনটিন? শ্রীমতিজী দেখে আনন্দে লাফিয়ে উঠলাম। ৩০ তম ভালো লাগা আর ৬১ তম প্রিয়তে নিলাম। কাল শুরু করবো ডাউনলোড।
১৪ ই জুন, ২০১৩ রাত ১:১৬
টিনটিন` বলেছেন: যাক এতদিনে রিয়েল একজন কমিকভক্ত আসলো এই পোষ্টে। মিরাকল বলা যেতে পারে। ভালো আছি, আল্লাহর রহমতে। ডাউনলোড শুরু হয়ে গেছে নিশ্চয়ই , এতক্ষনে?
৪০| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫৫
তামিম ইবনে আমান বলেছেন:
কেমন আছেন?
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২০
টিনটিন` বলেছেন: ভালো আছি, আল্লাহর রহমতে।
তুমি?
৪১| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪০
তামিম ইবনে আমান বলেছেন: আমিও ভালো। ঢাকা আসেন্না?
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
টিনটিন` বলেছেন: অনেকদিন যাওয়া হয়নি। সময় কোথায়, বেকার মানুষদের সময়ের বড়ই অভাব।
৪২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++++++
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
৪৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৬
সিংহ পুরুষ বলেছেন: thnku than ku
২৬ শে জুন, ২০১৩ রাত ৩:১৫
টিনটিন` বলেছেন: Welku.
৪৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৮
শ্যাম সুব্রত বলেছেন: +++++++++++++++
১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫১
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
৪৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
ভাবসাধক বলেছেন: দারুন পোস্ট !
১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫১
টিনটিন` বলেছেন: থেংকু।
৪৬| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০
বাগসবানি বলেছেন: ওহ শোকেস তো উপচায় পড়তেছে +++
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
টিনটিন` বলেছেন:
৪৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯
গেন্দু মিয়া বলেছেন: জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রাামাতে পারছিনা।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০৫
টিনটিন` বলেছেন: লিংকটা মুছে গেছে কোনভাবে। পরে নাহয় আপলোড করে দেব।
৪৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
জেমস বন্ড বলেছেন: কেমন আছেন ভাই টিং টং
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
টিনটিন` বলেছেন: ভালো আছি ভাই, বন্ড-জেমস বন্ড।
৪৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
নুরুল আফছার অপু বলেছেন: +++++++++++++++++++++++++++++++
ব্যাটম্যান সিরিজ পাওয়া যাবে ??????????????
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০
টিনটিন` বলেছেন: সব ইংলিশ, বাংলা নাই।
৫০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
দার্শনিক ফিনিক্স বলেছেন: চমৎকার পোস্ট.সম্ভব হলে আর্চি কমিকস এর ডাউনলোড লিঙ্ক দিয়েন
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
টিনটিন` বলেছেন: আর্চির বাংলা প্রায় পাওয়াই যায়না। ইংলিশও খুব কম পাওয়া যায়।
৫১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
দার্শনিক ফিনিক্স বলেছেন: ইংলিশ গুলোর লিঙ্ক দরকার.
আগে বেশ কয়েকটি ডাওনলোড করেছিলাম,কিন্তু পিসি ক্র্যাশ করায় আর পড়তে পারিনাই
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
টিনটিন` বলেছেন: Click This Link
এইগ্রুপে অনেক পাবেন।
৫২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
দার্শনিক ফিনিক্স বলেছেন: পেলামনা ভাই
১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
টিনটিন` বলেছেন: ক্লোজড মনে হয়, এখন।
৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
দার্শনিক ফিনিক্স বলেছেন: ক্লোজড + আর্চি নাই
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
টিনটিন` বলেছেন: আর্চি পাওয়াটা মনে হয় কক্টকর। খুজলাম, পেলাম না।
৫৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
xewel বলেছেন: পরের সংখ্যার জন্য অপেক্ষা করছি... আপনার কমিকসের ফ্যান হয়ে গেলাম... হী ম্যান... সী-ম্যান... ফ্যান্টম... চাচা চৌধুরীর সিরিজ গুলো খুব মজা লাগে... থ্যাঙ্কস এগেইন এন্ড থাম্বস আপ... ক্যারি অন... গুড লাক...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
টিনটিন` বলেছেন: আর সিরিজ বের করার জন্য আরো নতুন নতুন কমিকেরও তো দরকার।
৫৫| ০৬ ই মে, ২০১৪ রাত ৩:১৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
ধন্যবাদ এত্ত এত্ত কমিকসের জন্য।
২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৩১
টিনটিন` বলেছেন: ওয়েল্কাম।
৫৬| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৫৮
জুপিটার মুহাইমিন বলেছেন: ধন্যবাদ, খুবই উপকৃত হলাম
২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৩১
টিনটিন` বলেছেন: ওয়েল্কাম।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
একজন নিশাচর বলেছেন: ধইন্যা