![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধের Memory Card যদি নষ্ট হয়ে যায়
এবং তাতে যদি গুরুত্বপূ ডাটা থাকে তাহলে কেম লাগে? Memory card ভালো রাখার কিছু টিপস যেনে নেইঃ
১) আপনার
মোবাইলে যতটুকু
পরিমাণ মেমোরি কার্ডসাপোর্ট
করে তার অর্ধেক পরিমাণ মেমোরি কার্ডআপনার
মোবাইলে ব্যাবহার
করুন।
২) মেমোরি কার্ডকে কখন পেনড্রাইভ
হিসেবে ব্যাবহার
করবেন না।
৩) কার্ড রিডার এর
বদলে ডাটা ক্যাবল
ব্যাবহার করুন। কারন, কার্ড রিডার ব্যাবহার
করলে মেমোরি কার্ডে
ওপর বেশি চাপ পরে।
৪) মোবাইলে একটানা বেশ ধরে গান শোনা অথবা ভিডিও দেখা উচিত নয়। কারন,
এতে মেমোরি কার্ড ও
মোবাইলের ব্যাটারি দুটির ওপরই বেশি চাপ পড়ে।
৫) মেমোরি কার্ড
ফরম্যাট করার
প্রয়োজন হলে কম্পিউটারের বদলে মোবাইল দিয়ে ফরম্যাট করুন। মনে রাখবেন,
মোবাইলের মেমোরি কার্ডশুধুমাত্র মোবাইলের জন্যই তৈরি করা হয়েছে।
২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৪
বটের ফল বলেছেন: কাজের জিনিস। ভালো পোষ্ট।
প্লাসায়িত।
+++++++
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ রাত ১১:২১
জাহিদ হাসান বলেছেন: ধন্যবাদ । টিপসগুলো কাজে লাগবে ।