![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুডুলস রান্নার যে পদ্ধতি প্রচলিত
তা স্বাস্থ্যের জন্য খুবই বিপদজনক।
আমাদের অনেকেই নুডুলস ছাড়া চলতেই পারেন
না। ঘরে বাইরে সব জায়গাতেই নুডুলসের
জয়জয়কার। নুডুলস খাওয়া নিয়ে কিছু তথ্য
আমরা আপনাদের জানাতে যাচ্ছি যা আপনার
স্বাস্থ্য ঝুঁকি দূর করবে বলে আশা করছি।
....
পাত্রে পানি নিয়ে তাতে নুডুলস ও মসলার
গুড়া দিয়ে ২-৩ মিনিট রান্না করি এবং খাওয়ার
উপযোগী বলে ধরে নিই। কিন্তু এটি নুডুলস
রান্নার সবচাইতে ভয়ঙ্কর পদ্ধতি।
এভাবে রান্নার ফলে মসলার উপাদান
এমএসজি (মনোসোডিয়াম গ্লুকামেট) আণবিক
পর্যায়ে পৌঁছে বিষাক্ত হয়ে যায়।
এবং আরেকটি বিষয় আমরা হয়তো জানিই
না যে, নুডুলসে মোমের আবরণ
দেওয়া থাকে এবং এভাবে রান্নার ফলে সেই
মোম আমাদের দেহে ঢুকে যায়
এবং তা নিষ্কাশন করতে দেহের ৪ থেকে ৫ দিন
সময় লাগে।
নুডুলস রান্নার সঠিক পদ্ধতি :
১. একটি পাত্রে নুডুলস সিদ্ধ করুন।
২. সিদ্ধ হলে মোমযুক্ত
পানি ছেকে ফেলে দিন।
৩. আরেক পাত্রে পানি গরম করুন,
ফুটানো পানিতে সিদ্ধ করা নুডুলস ছেড়ে দিন
এবং চুলা নিভিয়ে দিন।
৪. এরপর মসলা ছিটিয়ে নেড়ে দিন, নুডুলস স্যুপ
তৈরি হয়ে যাবে।
৫. আর যদি ঝড়ঝড়া নুডুলস খেতে ভালবাসেন
তাহলে পাত্র থেকে পানি ছেকে মসলা যোগ
করুন।
তৈরি হয়ে যাবে নুডুলস। যদিও
তা তৈরি করতে দুই মিনিট নয় প্রায় ১০ মিনিট
সময় এমনিতেই লাগবে। এই পদ্ধতিতে সামান্য
একটু বেশি সময় লাগবে তবে তা স্বাস্থ্যের
জন্য নিরাপদ। বিজ্ঞাপনদাতাদের মুখরোচক
কথায় কান দিবেন না। ভাল থাকুন, সুস্থ্য
থাকুন।
২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭
নূরুল আজম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ রাত ৮:১৮
নাসরীন খান বলেছেন: সত্যি খুব দরকারী বিষয়।সাবধান হলাম।