![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালুচুলকালে বিপদ
আসবে।
২) নতুন বউকে নরম জায়গায় বসতে দিলে মেজাজ নরম থাকবে।
৩) অনুপস্হিত কাউকে নিয়ে কথা বলার সময় , হুট করেোরেশে চলে আসলে , কেউ কেউ বলে উঠে ” তোর হায়াত আছে।” কারণ একটু আগেই তোর কথা বলছিলাম।
৪) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে।
৫)বাড়ী থেকে কোথাও জাওয়ার উদ্দেশে বেড় হলে সে সময় বাড়িরকেউ পেছন থেকে ডাকলে অমঙল হয়।
৬) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই।
৭) বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে।
৮) জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে ।
৯) ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে।
১০) ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়, এবং সঙ্গে এই
মন্ত্র বলতে শিখানো হয়, “ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত টা দে, আমার মোটা দাঁত টা নে।”
২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বুঝলাম.......
৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭
রেজা এম বলেছেন: +++++++
৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
মামুinসামু বলেছেন: নতুন বউকে নরম জায়গায় বসতে দিলে মেজাজ নরম থাকবে - বাড়ীতে একেবারেই নতুন একটা মানুষকে তুলনামূলকভাবে আরামদায়ক জায়গায় বসানোটাই কি উচিত নয়? আরামদায়ক নয় এমন জায়গায় বসালে তার মেজাজ ভাল না থাকাটাই স্বাভাবিক।
.
বাড়ী থেকে কোথাও জাওয়ার উদ্দেশে বেড় হলে সে সময় বাড়িরকেউ পেছন থেকে ডাকলে অমঙল হয় - কনসান্ট্রেশন নষ্ট হয়ে অসাবধানতাবশত এক্সিডেন্ট হতে পারে।
.
পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে - অনেকের ডিম সহ্য হয়না, পরীক্ষার টেনশনে অবস্থা আরও খারাপ হতে পারে।
.
ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে - অনেক প্রাণীই বৃষ্টি আগাম বার্তা টের পায় তাদের অতিপ্রাকিৃতিক ক্ষমতাবলে।
.
রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই - আগে বিদ্যুত না থাকায় স্বল্প আলোতে এ কাজগুলো করলে দূর্ঘটনা ঘটতে পারত।
.
তাই সবগুলোই অযৌক্তিক নয়।
৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬
মাক্স বলেছেন: মামুinসামু রকস
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: হুম।