নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

মাথাব্যথা

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮







*মাথার ব্যথা যদি অসহনীয়

হয়ে ওঠে তবে তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে কিছুক্ষণ

পর পর কপালে আলতো করে ছোঁয়ান। এটি মাথার

ব্যথা কমাবে।



*মানুষের দেহে পানিশূন্যতার

ফলে হতে পারে মাথাব্যথা। তাই প্রচুর

পরিমাণে পানি পান করতে হবে।

(অ্যালকোহল,কফি জাতীয় পানীয় পরিহার

করতে হবে। কারণ

এগুলো পানিশূন্যতা সৃষ্টি করে)



*ভেষজ চা মানুষের মাথাব্যথার

আশঙ্কা কমাতে সাহায্য করে থাকে। তাই

আপনাকে প্রতিদিন এক কাপ ভেষজ চা পান

করতে হবে।



*নিয়মিত হাঁটা চলা,দৌড়ানো বা সাঁতার

কাটলে মানুষের দেহের রক্ত চলাচল

বৃদ্ধি পায়। এতে মাথাব্যথা হওয়ার

আশঙ্কা কমে যায়।



*বেশিরভাগ সময় আমাদের মাথাব্যথা শুরু

হয় মানসিক চাপের কারণে। আর

তা থেকে মুক্তি পেতে আপনাকে হাসতে হবে প্রাণখুলে।

তবেই ঝেড়ে ফেলতে পারবেন

দুশ্চিন্তা, থাকবেও না আর মাথা ব্যথা।



*অপরিমিত ঘুম হতে পারে প্রচণ্ড

মাথাব্যথার কারণ। তাই প্রতিদিন

ঘুমাতে হবে সময়মতো, যথেষ্ট পরিমাণে।



*ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ

খাবার মাথাব্যথা কমাতে গুরুত্বপূর্ণ

ভূমিকা রাখে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২২

বংশী নদীর পাড়ে বলেছেন: ভাল পোস্ট

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৬

নূর আদনান বলেছেন: ধন্যবাদ, ভাল প্রচেস্টা।

৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১২

রবিউল ফকির বলেছেন: আপনাকে ধন্যবাদ। তবে আমার মনে হয় এইটা কোন সংগৃহীত পোষ্ট। সংগৃহীত পোষ্ট হলে অবশ্যই লিখেদিবেন (সংগৃহীত)। আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

নূরুল আজম বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.