![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই মানব দেহ নিয়ে এমন অনেক অত্যাশ্চর্য বিষয় রয়েছে যা আমাদের অজানা৷
• প্রথমে ধরা যাক মস্তিষ্কের কথা:
প্রতিটি মানুষের মস্তিষ্কের ওজন কমবেশি ৩ পাউন্ড৷ মানুষের মাথায় গড়ে প্রায় দশ হাজার চুল থাকে৷ একটা উচ্চ ৰমতাসম্পন্ন কম্পিউটার যে পরিমাণ খবর জমা রাখে মানুষের মস্তিষ্কে তার চেয়ে এক লৰ গুণ বেশি খবর ধারণ করতে পারে৷ মাথার চুল সম্পর্কে মজার তথ্য এই যে আগামী কয়েক বছরের মধ্যেই চালু হতে যাচ্ছে টিসু্য এক্সপান্ডার৷ খুলির চামড়ার নীচে বসানো এই এক্সপান্ডার ছালকে প্রসারিত করবে বেলুনের মতোই৷ ছালের টাক অংশ সরিয়ে সম্প্রসারিত ধার দুটো এক করে সেলাই করে দেয়া যাবে৷ ফলে আবারো গজাতে শুরম্ন করবে চুল৷
• এবারে ত্বক প্রসঙ্গ:
একজন পরিণত বয়সের মানুষের ত্বকের মোট ওজন ৬ পাউন্ড৷ একজন মানুষের শরীরে যে পরিমাণ ত্বক রয়েছে তার আয়তন ২০ বর্গফুট৷ আমাদের শরীরে যতো শিরা উপশিরা রয়েছে তার সবগুলো একসঙ্গে জড়িয়ে লম্বা করলে তা ষাট হাজার মাইল দীর্ঘ হবে যা দিয়ে গোটা পৃথিবী তিনবার প্রদৰিণ করা যাবে৷
• মানুষের মুখ থেকে দৈনিক ২-৩ পাইট লালা নিঃসৃত হয়৷
• মানুষের হাসির জন্য ১৭টি পেশী দায়ী এবং রাগ করার জন্য প্রয়োজন ৪৩ টি পেশী৷
• মানুষের চোয়াল এতোই শক্তিশালী যে এটি ২৭৯ কেজি ওজন বল প্রয়োগ করতে পারে৷
• মানুষের জিহ্বাতে রয়েছে ৩ হাজারের বেশি স্বাদ কুড়ি৷
• একজন মানুষের নাক দিয়ে রোজ গড়ে ১৪ কিউবিক বাতাস ফুসফুসে পৌঁছে৷
• সৃষ্টির সেরা জীব হিসাবে এই মানুষের অনুভূতি শক্তি এতই প্রবল যে কমপক্ষে সে দশ হাজার রকমের বিভিন্ন গন্ধ অনুভব করতে পারে৷
• মানুষের হাঁচির শব্দের বেগ ঘন্টায় ১৬০ কিঃমিঃ৷
• মানুষের সর্দি কাশির জন্য প্রায় ২০০ রকমের ভাইরাস দায়ী৷
• মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে সাতটি বড় মাপের কেক তৈরি করা যাবে৷
• যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে ২২০০ দিয়াশলাই জ্বালানো যাবে৷
• যে পরিমাণ বিদু্ত্ আছে তা দিয়ে ২৫৬ পাওয়ারের একটি বাল্বকে কমপৰে পাঁচ মিনিট জ্বালিয়ে রাখা যাবে৷
• যে পরিমাণ কার্বণ আছে তা দিয়ে প্রায় ৯ হাজার পেন্সিলের সীস তৈরি করা যাবে৷
• যে পরিমাণ আয়রণ আছে তা দিয়ে ৪টি পেরেক তৈরি করা যাবে৷
• পূর্ণবয়স্ক একজন মানুষের দেহে মাংসপেশী যে পরিমাণ তাপ উত্পন্ন করে তা দিয়ে ঘন্টায় ১ লিটার পানি উত্পন্ন করা যেতে পারে৷
• মানব দেহের হৃত্পিন্ডের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি৷
• মানুষের হৃত্স্পন্দন প্রতি মিনিটে ৭২ বার৷ সেই হিসাবে প্রতিদিন ১০৪,০০০ এবং এক বছরে ৩৮,০০০,০০০ বার৷ এর ফলে প্রতি হৃত্স্পন্দনে ৮২ মিলিলিটার রক্ত অর্থাত্ প্রতিদিন ৮১৯৩ লিটার রক্ত দেহে ছড়িয়ে পড়ছে৷ আমরা হৃত্পিণ্ডের এই কার্যক্রমকে যদি কাজের এককে পরিণত করি তাহলে এর পরিমাণ দাঁড়ায় ১ টন৷ যা কোন জিনিসকে ৪১ ফুট বা ১২.৫ মিটার ওপরে ওঠানোর সমান।
( সংগৃহীত )
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: