নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

তেজপাতার যতগুণ♦

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২০

তেজপাতা সুগন্ধি মসলা। কাঁচা পাতার রং সবুজ আর শুকনো পাতার রংবাদামি। এটি শুধু মসলা হিসেবেই পরিচিত নয়, এর

অনেক ঔষধি গুণও আছে।



♦ উপকারিতা



♦ পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধ করেসেই পানি দিয়ে গোসল করলে ত্বকেরঅ্যালার্জ

ি সমস্যা কমবে।



♦ ৭ গ্রাম তেজপাতা ৪ কাপ পানিতে সিদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গড়গড়া করুন। গলাভাঙা দ্রুত ঠিক হয়ে যাবে।



♦ প্রতিদিন রং চায়ের সঙ্গে তেজপাতা খেলে ত্বকের সতেজতা ঠিক থাকবে।



♦ চোখ ওঠা ও ফোড়া হলে তেজপাতা সিদ্ধ পানি ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া ফোড়ার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।



♦ তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তেজপাতার গুঁড়া, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন।



♦ যাঁদের সময় কম তাঁরা তেজপাতার গুঁড়া গোলাপজলে মিশিয়েও তা দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।



♦ সাবানের পরিবর্তে তেজপাতা বাটা শরীরে মে করুন। এতে ময়লাপরিষ্কার হবে।



♦ তেজপাতা চূর্ণ দিয়ে দাঁত মাজলেমাড়ির ক্ষত দ্রুত চলে যাবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

স্বপনচারিণী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। তেজপাতা প্রতিটি বাসাতেই থাকে কিন্তু এর যে এতো গুন জানা ছিলনা। অসংখ্য ধন্যবাদ উপকারিতা জানানোর জন্য।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

নূরুল আজম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.