নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

কাপড়ে লেগেছে কালির দাগ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

কাপড়ে কলমের কালি লেগে যাওয়ার সমস্যায় পড়েননি, এমন মানুষ আছে? একেবারেই নেই। আর একবার কাপরে কালির দাগ লাগলো মানে শেষ, সারা জীবনের জন্য কাপড়টি নষ্ট। তাই না? আজ তাহলে জেনে নিন কাপড় থেকে কালির দাগ ওঠাবার সহজ উপায়। যতটা কঠিন ভাবছেন, ততটা কঠিন কিন্তু নয়।

১) কাজে আসবে টুথপেস্ট-



কাপড় থেকে যে কোনো কালি ওঠাবার জন্য আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন ভালো করে। তারপর কাপড়টি স্বাভাবিক ভাবেই শুকিয়ে ফেলুন। শুকিয়ে গেলে সাধারণ সাবান দিয়ে ধুয়ে নিন, ধোয়ার সময় হালকা ব্রাশ দিয়ে ঘষুন। দেখবেন কালি অনেকটাই চলে গেছে।

২) কাঁচা দুধ-



আক্রান্ত স্থান টুকুন কাঁচা দুধে চুবিয়ে রাখুন। দুধ কলমের কালি শুষে নিতে পারে। ৩০ মিনিট পর ভাল করে জায়গা টুকুন চিপে নিয়ে সাবান ঘষে ধুয়ে নিন।

৩) লেবুর রস-



সাদা কাপড় হলে আক্রান্ত স্থান লেবুর রসে ভিজিয়ে রাখুন। তারপর সাবধানে ধুয়ে নিন যেন কালি ছড়িয়ে না যায়।

মনে রাখবেন-



কালি লাগার পর যত দ্রুত সম্ভব পদ্ধতি গুলো অবলম্বন করুন।

দাগ লাগা কাপড় একবার গুঁড়ো শাবান দিয়ে ধুয়ে ফেললে ধাগ ওঠানো সম্ভব হয় না।

কালি লাগা কাপড় ইস্ত্রি করবেন না, তাতে দাগ স্থায়ী হয়ে যাবে।

আক্রান্ত স্থান ঘষাঘষি করবেন না, তাতে কালি ছড়িয়ে যাবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

ভালো পোলা বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ । :) :)

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

নূরুল আজম বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাল কাজের জিনিস, রেখে দিলাম

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গুড পোষ্ট। কাজে আসবে।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

স্বপনচারিণী বলেছেন: খুব কাজের পোস্ট দিলেন। হলুদের দাগ, ফলের রসের দাগ ওঠানোর কোন পোস্ট দিলে আমাকে একটু জানাবেন। ক্লরেক্স ব্যাবহার করেছি কিন্তু সেটা শুধু সাদা কাপড়ে কার্যকর আর কাপড়ও দুর্বল হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.