নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

TORTURE CELL

শূন্য

তির্থক আহসান রুবেল

শূন্য

তির্থক আহসান রুবেল › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকার প্রেমে পড়ে বছর ৮ আগে লিখেছিলাম..... (বি.দ্র. সেদিন সকালের পত্রিকার একটি শিরোনামে ছিল জামাতের মিছিলের ছবি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে)

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

বেজন্মার গল্প এবং ভালবাসা





আজ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে

এক মহা সমাবেশ ছিল।

বিশ্বাস কর অপর্ণা

বাপের জন্মে একসঙ্গে এত বেজন্মা আমি দেখিনি।

বিশ্বাস করো তুমি

এরা সবাই বেজন্মা, সবারই রক্তে দোষ

অথচ কি সুন্দর নাদুস নুদুস

সবারই মুখে প্রশান্তির শান্তি।

কারণ তারা সবাই আজ পেয়েছে

পিতার স্বীকৃতি ।



কারা তাদের জন্মদাতা জানো তুমি?

কে, না বলে কেন কারা বললাম জানো তুমি?

কারণ তাদের জন্মদাতা আবার একজন নয়।

কিছু নরপিশাচ ৭১’এর আগে ও পরে

তাদের মায়ের যৌনাঙ্গে ঠেসে দিয়েছিল

বীর্যের শক্ত সে নল,

এতেই জন্ম তাদের।

আর তাই আজ রক্তের টানে

তারা সবাই এক হয়েছে

তাদের পিতাদের মহাবেশে।



বিশ্বাস কর অপর্ণা

তাদের পিতারাও ছিল বেজন্মা

আর তাইতো ৭১’এ বাংলা মায়ের

এই বেজন্মা সন্তানেরা দালাল

হয়ে

তাদের মাকে তুলে দিতে চেয়েছিল

ভিনদেশী খদ্দেরের হাতে।

আর ব্যর্থ হয়ে আজ তারা

সব বেজন্মাকে এক করে

নতুন করে শুরু করছে।



কিন্তু বাংলা মায়ের

সূর্য সন্তানেরা কি চুপ করে

বসে থাকতে পারে,

তাই তো আমি

তোমা হতে দুরে।

বিশ্বাস করো অপর্ণা

বেজন্মা মুক্ত দেশ গড়ে

তবেই তোমার

ভালবাসায় সাড়া দেবো।

আর একটু সময় দাও

প্লিজ অপর্ণা

আর একটু সাহস

আর একটু ভালবাসা দাও।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

সংকেত মাহমুদ বলেছেন: ৭১ এ ২ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করসে যে রাজাকার বাহিনী, সেই রাজাকার বাহিনীর লিডার গোলাম আজম গং দের কৃতকর্মের কথা মনে করলেই স্পষ্ট হয়ে যায় জামাত- শিবির একটা ধর্ম বেচে খাওয়া মিথ্যাচারের চর্চা করা একটা দল ।জামাত- শিবির মুখে ইসলাম কায়েমের কথা কয় আবার আদালতে মিথ্যাচারও করে ।ইসলামের ইতিহাসে খেলাফত কায়েমকারী কাউরে কখনো দেখছেন মিথ্যাচারের চর্চা করতে ??

জামাত-শিবির হল ইসলামের প্রকৃত শত্রু, যারা মুখে খেলাফত কায়েমের কথা কয় আবার মিথ্যাচারের চর্চাও করে ।যেমনঃআদালতে কাদের মোল্লার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ঘটনাস্হল ঢাকার মিরপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ।অথচ এ প্রসঙ্গে আদালতে কাদের মোল্লার পক্ষের সাক্ষী হাফেজ এ আই এম লোকমান আদালতে মিথ্যা জবানবন্দী দিয়ে বলেছেঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন। হানাদার বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন সম্পর্কই ছিল না !!!!!!! দৈনিক সংগ্রামও কাদের মোল্লার পক্ষের ঐ সাক্ষীর এই মিথ্যা জবানবন্দীটি রিপোর্ট ফলাও করে নিখছে কাদের মোল্লার পক্ষের সাক্ষী লোকমান যে আদালতে মিথ্যা জবানবন্দী দিয়েছে তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনী সেনাপতি ঘাতক নিয়াজীর সঙ্গে







৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

তির্থক আহসান রুবেল বলেছেন: ধন্যবাদ......

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

সংকেত মাহমুদ বলেছেন: বাপের জন্মে একসঙ্গে এত বেজন্মা আমি দেখিনি।

শিবিরের জন্মপরিচয়টাই তুইলা ধরছেন ।অসাধারণ ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

তির্থক আহসান রুবেল বলেছেন: ভাই এটা কিন্তু প্রেমে পড়ে লিখেছিলাম.....

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

মুহাম্মদ ফয়সল বলেছেন: এদের ডাকা হরতালও আমাদের সহ্য করতে হবে.... আমরা আজ কত অসহায়!

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

তির্থক আহসান রুবেল বলেছেন: সব সরকারের সাথে গোপন লিয়াজু বলে মনে হয়.... এখন তো পিপার ব্যবহৃত হচ্ছে না....

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

কাজের কথা বলেছেন: অসম্ভব রকমের জটিল হইছে। ++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

তির্থক আহসান রুবেল বলেছেন: ধন্যবাদ......

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

অপরিচিত অতিথি বলেছেন: valo laglo.+++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

তির্থক আহসান রুবেল বলেছেন: ধন্যবাদ......

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

রাফা বলেছেন: বেজন্মাদের সমাবেশে বেজন্মারাই থাকে।

ধন্যবাদ, তিব্র ঘৃণা প্রকাশের জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

তির্থক আহসান রুবেল বলেছেন: ধন্যবাদ......

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আরিফ রুবেল বলেছেন: ফেসবুকের একটি পেইজ থেকে আগেই পড়েছি, ভালো লাগা জানাতে এলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

তির্থক আহসান রুবেল বলেছেন: ধন্যবাদ ভাই..... ভাল থাকবেন..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.