নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

TORTURE CELL

শূন্য

তির্থক আহসান রুবেল

শূন্য

তির্থক আহসান রুবেল › বিস্তারিত পোস্টঃ

মদিনা সনদ এবং ভন্ড মুসলমান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

মদিনা সনদ মনোযোগ দিয়ে পড়লাম। ধর্ম ভিত্তিক রাজনীতির স্থান ইসলামে নেই।জামাত-শিবিরসহ যারা ধর্ম ভিত্তিক রাজনীতি করে তারা কতটা মুসলমান তা সন্দেহের বিষয়, ওরা ভন্ড মুসলমান। পড়ুন এবং Share করুন।

(কোন ভুল থাকলে সেটা জানাবেন। সংশোধনী এবং নিজের জানার জন্য)



ঐতিহাসিক মদিনা সনদঃ



১) মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও মুসলমান সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং তারা একটি সাধারণ জাতি গঠন করবে।

২) হযরত মোহাম্মদ (সা.) নবগঠিত প্রজাতন্ত্রের সভাপতি হবেন এবং পদাধিকারবলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন।

৩) পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে; মুসলমান ও অমুসলমান সম্প্রদায় বিনা দ্বিধায় নিজ নিজ ধর্ম পালন করবে; কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না।

৪) স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায়ের লোকেরা সমবেত প্রচেষ্টায় বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করবে।

৫) বহিঃশত্রুর আক্রমণে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো স্ব-স্ব যুদ্ধ-ব্যয়ভার বহন করবে।

৬) স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই গণ্য করা হবে; এর জন্য অপরাধীর সম্প্রদায়কে দোষী করা চলবে না।

৭) মদিনা শহরকে পবিত্র হিসেবে ঘোষণা করা হলো এবং রক্তপাত, হত্যা, বলাৎকার এবং অপরাপর অপরাধমূলক কার্যকলাপ একেবারেই নিষিদ্ধ করা হলো।

৮) অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সর্বপ্রকার পাপী বা অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে।

৯) মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে। নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না।

১০) ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে।

১১) দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য ও রক্ষা করতে হবে।

১২) রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে।

১৩) মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

ফজলুলহক কিরন বলেছেন: হেডিং দিয়ে কি বুজাইলেন ঠিক বুজলাম না??

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

তির্থক আহসান রুবেল বলেছেন: হেডিং দিয়া কিছুই বুঝাই নাই........... একটা নাম দিসি মাত্র

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ.......ভন্ড শিবিরের হাত থেকে মুসলমানদের বাঁচাও

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

তির্থক আহসান রুবেল বলেছেন: সহমত

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

খেজুরে আলাপ বলেছেন: ভাইজান, জামাত শিবির বিরোধীতা করেন ভাল কথা।ইসলাম বিরোধীতা করেন কেন?ইসলাম নিজেই তো একটি পুর্নাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা।আপনার কাছ থেকে কী নুতন করে মদিনার সনদ বুঝতে হবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

তির্থক আহসান রুবেল বলেছেন: ইসলামের বিরোধীতা দেখলেন কোথায়?????
আমি তো যারা ইসলামের অপব্যবহার এবং অপব্যাখ্যা করে তাদেরকে দেখাচ্ছি?????
আমার কাছ থেকে বুঝার দরকার নাই.....
মওদুদী মাদার..... আমার চেয়ে ভাল বুঝেন....!!!!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

মাসুমডুয়েট বলেছেন: এগুলো প্রকাশ করে লাভ নেই ভাই। খানকির বাচ্চাদের মগজ ধোলাই দেওয়া হয়েছে। অতএব তারা পতাকা পোড়াবে, মসজিদে জুতা নিয়ে প্রবেশ করবে, জায়নামাজ পোড়াবে। সবই করবে। কারন এরা জারজ। এদের কোন ধর্মনেই, রাষ্ট্র নেই, পরিবার নেই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

তির্থক আহসান রুবেল বলেছেন: কঠিন সহমত...............

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

খেজুরে আলাপ বলেছেন: আপনি যে সমাজের কোন স্তর থেকে এসেছেন তা আপনার বাচনভঙ্গি থেকেই বুঝা যায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

তির্থক আহসান রুবেল বলেছেন: সহমত....................

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: নাস্তিকরা তো এইটাতে সাক্ষর করে নাই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

তির্থক আহসান রুবেল বলেছেন: তাতে কি!!! আস্তিকরা তো করেছে...........

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বাঁশ বাগান বলেছেন:
এখানে ধর্ম ভিত্তিক রাজনীতির স্থান ইসলামে নেই কোথায় দেখলেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

তির্থক আহসান রুবেল বলেছেন: কারণ প্রত্যেকটা পয়েন্টে সম অধিকার ও অসাম্প্রদায়িক চেতনার কথা বলা আছে। কারণ ইসলাম একটি সর্বাধুনিক ও অসাম্প্রদায়িক চেতনা....

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

তালহা শামীম বলেছেন: এখানে ধর্ম ভিত্তিক রাজনীতির স্থান ইসলামে নেই কোথায় দেখলেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

তির্থক আহসান রুবেল বলেছেন: আছে সেটা কোথায় দেখলেন???? সব জায়গায় বলা আছে সকল ধর্মের সমান অবস্থান................

৯| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯

পাগলাগরু বলেছেন: হেডিং দিয়া চুলকানি দেয়ার চেষ্টা। থাপ্পড় দিয়া এগুলার দাত ফালায় দেওন দরকার

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

তির্থক আহসান রুবেল বলেছেন: ঠিক..... সহমত....
হেডিং দেইখাই যারা ঝাপাইয়া পড়ে........ :!>
আর কাইলকা কিনব চটি এইডা ভাইবা যারা আইজকাই হস্থ....
..... :-P
কাজেই জানতে হলে পড়তে হবে............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.