নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

TORTURE CELL

শূন্য

তির্থক আহসান রুবেল

শূন্য

তির্থক আহসান রুবেল › বিস্তারিত পোস্টঃ

গর্ভবতী মহিলা ও পিকেটিং...........

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

আজ সকালে আমার ছোট বোন (আপন ছোট ভাই'র বউ) আর তার কলিগ (দুজনই জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত) দুজন মিলে একজন গর্ভবতী মহিলাকে নিয়ে সদর হাসপাতাল যাচ্ছিলেন। মহিলার আজই ডেলিভারি। কিছুদূর যাবার পর পিকেটাররা তাদের সিএনজি'র সামনে থাকা দুটো বাসে ভাংচুর করে এবং আগুন দেয়। তারপর তাদের চলন্ত সিএনজিতে ইটা বৃষ্টি শুরু করে..... সিএনজি উল্টে যায়। বর্তমানে কলিগ দুজন হাসপাতালে। এক্সরে তে দেখা গেছে দুজনেরই হাত ভেঙ্গে গেছে.... তবে দুজন মাঝে বসা প্র্যাগনেন্ট মহিলাকে ঘিরে রাখায় খুব একটা আহত হন নি তিনি। জেলা'র সদর হাসপাতালের ইমার্জেন্সিতে উনাকে প্রাথমিকভাবে ভর্তি করা হলেও...... সকল প্রকার টেস্ট শেষে তাকে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়... কিছুক্ষণ আগে তিনি ফুটফুটে একটি সন্তান উপহার দিয়েছেন এদেশ ও জাতিকে..... মা এবং সন্তান দুজনই সুস্থ্য আছেন। আর আমার বোন ও তার কলিগ নিজ নিজ বাসায় প্লাস্টার হাত নিয়ে একালাবাসীকে তাদের অভিজ্ঞতা বয়ান করছেন.....................

(ঘটনাটা হাসির, নাকি কান্নার, নাকি ভয়াবহতার......... বুঝতে পারছি না.... তবে একটা কথা বলতেই হবে যে, গাজীপুরে আওয়ামীগের সহযোগীতায় মৌলবাদ আর জামাতের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে... ভোট বলে কথা..............

আজকের প্রথম আলোর নিউজ

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঘটনা খুবই দুঃখজনক। ভাল হত একটা এম্বুল্যান্স এর ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে গেলে... সর্বোপরি, নিরাপত্তাই প্রথম !!!

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

তির্থক আহসান রুবেল বলেছেন: সরকারী কাম................. বুঝেনই তো..... ধন্যবাদ

২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

সাদা রং- বলেছেন: ঘটনা খুবই ভয়াবহ, ওদের উপর বড় বিপদ বয়ে গেছে, যে গর্ভবতী মহিলা যাত্রী ছিল গাড়ী এক্সিডেন্টে তার ও সন্তানের বড় বিপদ হতে পারতো, যাক তার ফুটফুটে বাচ্চার জন্য শুভকামনা।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

তির্থক আহসান রুবেল বলেছেন: আমার ছোট ভাই হাসতে হাসতে বলছে....... মহিলাটি সুস্থ্য..... আর ঐ দুইটা............ প্লাস্টার হাতে হাসপাতাল....... :) :)

৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

বোকা_ছেলে বলেছেন: নতুন অতিথিকে আমাদের সবার আব্বার ডিজিটাল দেশে ডিজিটাল ওয়েলকাম জানানা হইল আর কি।
জয় বাংলা
জয় ম খা আলমগীর

৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

হাসানুর বলেছেন: তাদের হাত থেকে এম্বুল্যান্স ও রক্ষাপায়না ! তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আজ আমার গণতন্ত্র নির্বাসিত ! বুঝলাম আ'লীগ খারাপ তবে তারা কি ভালো ?

নতুন অতিথির জন্য শুভকামনা রইলো ।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

তির্থক আহসান রুবেল বলেছেন: ধন্যবাদ............

৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

রেজোওয়ানা বলেছেন: ঘটনা ভয়াবহ রকমের ভয়াবহ!
কি ভীষন রকেমর একটা দূর্ঘটনা ঘটে যেতে পারতো।

আল্লাহ সহায় হয়েছেন.....

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

তির্থক আহসান রুবেল বলেছেন: সহমত...... মা এবং সন্তান দুজনই হয়ত মারা যেতেন.... যদি দু পাশের দুজন তাকে ঘিরে না রাখতেন..............

৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

শিপু ভাই বলেছেন:
এটা বিভিষিকা!!!

আমাদের জন্য অশনিসংকেত!!!

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

তির্থক আহসান রুবেল বলেছেন: এটা অসভ্যতার বিরাট নমুনা.........

৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

শায়েরী বলেছেন: খুবই
দুঃখজনক।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

তির্থক আহসান রুবেল বলেছেন: এবং আতঙ্কের...........

৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

ইলুসন বলেছেন: বুঝলাম না আপনি আওয়ামীলীগকে দোষারোপ কেন করলেন এখানে? হরতাল কি আওয়ামীলীগ দিয়েছে?

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

তির্থক আহসান রুবেল বলেছেন: গাজিপুরে কখনোই রাজনীতির নামে সহিংসতা হয় নি.... (আহসানউল্লাহ মাষ্টারের ঘটনাটা এখানে রাখবেন না প্লিজ। এটা সব ইতিহাসকে নষ্ট করেছে)...... এটা শুরু হয়েছে সম্প্রতি..... এবং করছে শুধুমাত্র জামাতীরা....... এবং লীগের স্বর্গভূমি এই গাজীপুরে জামাতের ব্যপকতা এবং কোথাও কোথাও মৌলবাদের আগ্রাসন..... (পুরোটাই ভোটের হিসাব করে) সবই লীগের বদন্যতায়.... কারণ স্থানীয় রাজনীতিতে এরা সব এক ঘাটের গরু................

৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

আহলান বলেছেন: গুজরাটি শব্দ এই হরতাল, যা আমাদের জীবনের তাল কেটে দেয় .... দুই নেত্রীকে মাইনাস টু ফর্মুলায় ফেলতে না পারলে এমনই হবে ....

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

তির্থক আহসান রুবেল বলেছেন: আসলে নতুন একজন নেতা প্রয়োজন..............

১০| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মাক্স বলেছেন: দুঃখজনক।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

তির্থক আহসান রুবেল বলেছেন: দু:খজনক.............

১১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

এবিসি১০ বলেছেন: .................. :(

...:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.