![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।
আমি তখন খুব ছোট। বয়স কত হবে আর---৭/৮ বছর।
আমরা ২ ভাই ঘুমাতাম একটা ঘরে। পড়ার ঘর, আড্ডার ঘর, ঘুমাবার ঘর। খাওয়া-দাওয়া বাদে বাকী সব কিছু ওই ঘরকে ঘিরেই।
আমার ভাই আবার খুব রেগুলার। সকালে উঠেন। পড়তে যান স্যারের কাছে। হাঁতরে বেরুন। কিছুই করার না থাকলে বই নিয়ে বসে থাকেন।
আর আমি!!!!!
৮ টার আগে কোনদিন ঘুম থেকে উঠেছি এমন মনে পড়ে না।
কিন্তু ব্যাপার এইটা না। ব্যাপার হলো। সকালের দিকে গড়াতে গড়াতে খাট (আমাদের খাট ছিল না, চৌকি ছিল) থেকে নীচে পড়ে যেতাম। কিন্তু আমি এতোই ঘুম কাতুরে যে পড়ে নীচেই ঘুমিয়ে পড়তাম। সকাল ৭টার দিকে আমার ঘরের অন্যারা এসে দেখে যেত ঘুম ভেঙ্গেছে কিনা! আমাকে নাকি নীচে দেখা যেত। তারপর আদর যত্ন করে উপরে তুলে দিত। যথাসময়ে মানে ৮টার পর আমার ঘুম ভাঙ্গলে মুখ হাত ধুয়ে নাস্তা করতে গেলেই কথা শুনতে হতো।
এতো বড় হয়েছে অথচ ঘুমাতে পারে না---নীচে পড়ে যায়!!!
যে যার মতো মজা নিত।
আমিও যথারীতি অস্বিকার। বলতাম আমিতো চৌকিতেই ছিলাম—কই নীচ থেকেতো উঠিনি।
কোনদিন স্বীকার করিনি।
একদিন মা’সহ বাকীরা সিদ্ধান্ত নিল আমাকে নিচে থেকে তুলে দিবে না। হাতে-নাতে ধরবে।
আগের রাতে ঘুমিয়েছি।
সকালে যথারীতি নীচে পড়ে গেছি। নীচে ঘুমাচ্ছি।
আমার মায়েরা অন্য ঘরে অপেক্ষা করে আছে আমাকে ধরবে।
আমার ঘুম ভাঙ্গল। আমি দেখলাম নীচে শুয়ে আছি। আমার বুঝতে বাকী রইল না আমার জন্য ফাঁদ পাতা হয়েছে। আস্তে আস্তে চোখ খুলে খেয়াল করলাম মা বা অন্যরা কোথায় আছে। আসে-পাশে কাউকে দেখলাম না।
টুপ করে চৌকিতে উঠে গেলাম। দিলাম ঘুম। কিছুক্ষন পর মা-খালাসহ সবাই এলো আমাকে ধরবে বলে। এসে দেখে আমি চৌকিতে আছি।
আমি আড়মোড়া ভেঙ্গে ঘুম থেকে উঠলাম।
দেখলাম সবাই দাঁড়িয়ে আছে। আমি হাত-পা নাড়াচাড়া দিতে দিতে বিজয়ীর বেশে বাইরে বেড়িয়ে গেলাম।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ।
গত বুধ বারের ঘটনা। ২ মোবাইল দিয়া এলার্ম দিয়া রাখছিলাম। সকাল বেলা ২ মোবাইলের এলার্ম বন্ধ করে আবার দিছি ঘুম। পরে ঘুম ভেঙ্গে দেখি সাড়ে ১১টা বাজে। সেদিন অফিস মিস।
২| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আমিও পড়ে যেতাম্....
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনিও আমার দলে
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
অন্ধকারের রাজপুত্র বলেছেন: আমিএ পড়তাম !
এমনও রেকর্ড আছে যে, খাট থেকে কম্বলসহ গোল হইয়া মেঝেতে পড়ছি, তারপর গড়ায়া খাটের নিচে ঢুকে গেছি...
তারপর হঠাৎ ঘুম ভেঙ্গে চারদিকে অন্ধকার দেখে ভয়ে লাফ মাইরা উঠতে চেয়েছি.. ফলাফল, মাথায় আলুর টেম্পরারি বাম্পার ফলন !
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
তিতাস একটি নদীর নাম বলেছেন:
হাসতে হাসতে না]ই হইয়া যাচ্ছি।
এমন করে বলেছেন না হেসে পারা যায় না।
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
মাহমুদ-নাইস বলেছেন: আমি এক্রাতে মাটিতে পড়ে গিয়ে কিছু সময় মাটিতে বালিশ খুঁজে না পেয়ে মনে হল, আমি তো খাটে নাই রে!
তারাতারি বাট জ্বালিয়ে খাটে উঠে আবার ঘুমাইলাম...
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১২
তিতাস একটি নদীর নাম বলেছেন: ঘটনা দেহি প্রায় একই রকম!!!
৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
রমনা টেক বলেছেন: আমিতো এখনো কোলবালিশ সহই বিছানা থেকে পড়ে যাই।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
তিতাস একটি নদীর নাম বলেছেন: হে হে হে ভালইতো
৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮
বোকামানুষ বলেছেন: আমিও ২-৩ বার পড়ে গেছি বিছানা থেকে ছোটবেলায় :#>
ছোটবেলায় ঘুমের ভিতর সারা বিছানা দাবড়ে বেড়াতাম ফলাফল মাঝে মাঝেই ধপাস
আবার দেখা যেত ঘুমিয়েছি একপাশে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করতাম বিছানার আরেক মাথায়
আবার মাঝে মাঝে আমার চাচাত ফুফুরা মজা করে কপালে টিপ এঁকে দিত ঘুমের ভিতর টেরই পেতাম না :!>
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
তিতাস একটি নদীর নাম বলেছেন: আবার দেখা যেত ঘুমিয়েছি একপাশে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করতাম বিছানার আরেক মাথায়
এটা আমারো হয়েছে অসংখ্যবার।
আমি প্রায় দিলই দেখতাম অন্যদের পায়ের কাছ থেকে ঘুম থেকে উঠছি।
আমার বেলায় করত কি কাঁথা বা লেপ সরিয়ে দিত। আমি টেরই পেতাম না।
সেদিন আমি ঘুমাচ্ছি---আমার ৫ মাস বয়সী ছেলে আমার দিকে তাকিয়ে দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে কান্না শুরু করে দিয়েছে!!!!
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
আমিভূত বলেছেন: আমি পড়তাম না তবে আমার সাথে আমার বোন থাকতো ,সে প্রায়ই পড়ে যেতো
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
তিতাস একটি নদীর নাম বলেছেন: ঝগড়া হলে বলত না যে আপনি ঠেলা দিয়ে ফেলে দিয়েছেন!!!
আমাদেরতো এরকমও হতো।
৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
কস্কি বলেছেন: কোনকালেই তো পড়িনাইক্কা!!
.
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনে মা-বাবা'র ভাল সন্তান
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
সোহাগ সকাল বলেছেন: আমি তো একদিন খাটের তলে না পড়লে ঘুমই হইতো না।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনি একটু বেশি বেশি--এতো বেশি পড়া ভাল না
১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
আমিও!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
তিতাস একটি নদীর নাম বলেছেন:
১১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
বিডি আমিনুর বলেছেন: আমিতো অনেক বার পড়ছি ,অনেক সময় বালিস-কাথা পেচাইয়া নিয়ে পড়ে যেতাম
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
তিতাস একটি নদীর নাম বলেছেন:
আমি বালিশ-কাঁথাসহ পড়েছি বলে মনে করতে পারছি না। ২/১ বার হতেও পারে!!
১২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫
আমি শুধুই পাঠক বলেছেন: এইরকম ঘটত যেদিন আমি আর আমার ভাই একসাথে থাকতাম। হয় আমি না হয় আমার ভাই, নীচে থাকতাম।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
তিতাস একটি নদীর নাম বলেছেন: হা হা প্রায় সবার জীবনেই দেখি এরকম অনেক ঘটনা আছে
১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১
আরজু পনি বলেছেন:
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
তিতাস একটি নদীর নাম বলেছেন:
১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
স্বাধীনচেতা মানবী বলেছেন:
ভাই আমিও খাট থেকে বহুবার পড়েছি কিন্তু আপনার মত রেগুলার টাইপ ছিলাম না ।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
তিতাস একটি নদীর নাম বলেছেন: রেগুলার ছিলেন না বলেইতো হাত-পা ঠিক আছে!!
রেগুলার কি আর ইচ্ছে করে হয়েছিলাম!!
এর জন্যতো অনেক কথাও শুনতে হতো
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
ফজলে রাব্বি চৌধুরী বলেছেন: । কিন্তু আমি এতোই ঘুম কাতুরে যে পড়ে নীচেই ঘুমিয়ে পড়তাম। সকাল ৭টার দিকে আমার ঘরের অন্যারা এসে দেখে যেত ঘুম ভেঙ্গেছে কিনা!
ভাই আমি ও এইরকমই ছিলাম । এখনো আছি !