নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীর নাম

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

তিতাস একটি নদীর নাম

নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।

তিতাস একটি নদীর নাম › বিস্তারিত পোস্টঃ

আমার এ আয়োজন সব তোর জন্য (ছবি ব্লগ)

০২ রা মে, ২০১৩ রাত ৯:৩০

আমার ছেলেটা।

এই বিদেশ বিভুইয়ে পরিবারের অন্য মানুষগুলোকে কাছে পায় না। দাদু-দিদাকে কাছে পায় না, তাদের আদর থেকে বঞ্চিত।



ঘুরে-ফিরে শুধু বাবা-মায়ের মুখ দেখে।

ছেলেটার আজকে ৬ মাস পূর্ণ হলো।

১ মাস পার হয়ার পর ইচ্ছা ছিল ওর ঘরটা বেলুন দিয়ে সাজিয়ে দেই। হলো না। তারপর এখানকার রীতি অনুযায়ী ১০০ দিনে মজা করব-তাও হলো না। ৬ মাসে ভাবলাম একটা কেক এনে কাটি--তাও হলো না।

আজকে ওকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। সুঁই ঢুকানো দেখে ছেলের কান্নার সাথে মনটাই খারাপ হয়ে গেলো।



কিছুই যখন হলো না ভাবলাম সামুতে ওর ঘরের কিছু ছবি দেই। আশা করছি আপনাদের ভাল লাগবে।



ক'দিন আগেও আমাদের ঘর ছিল একদম সাদামাটা। ঠিক এরকম।







পায়ের কাছের দিকের দেয়াল এখন







ঘরের ছাদ এমন







হাতের ডান পাশের দেয়ালটা এরকম







ঝুনঝুনি







দেয়ালের এক পাশ







আরেকটা পাশ







দেয়ালের অন্য অংশ







আমার কম্পিউটার টেবিল দখন হয়ে গেছে। এই দখলে খারাপ লাগা নেই।







বিল্লি







রেকটা নতুন এসেছে।







বিল্লি







চায়নিজ পুতুল (ওর খেলার সাথী)



জাপানীজ পুতুল (বেশী পছন্দ করে বলে মনে হয় না)





ঝুলুনি







সবশেষে আমাদের মহারাজ







সবাই ওর জন্য দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া নিয়ে ও যেন সত্যিকারের মানুষ হতে পারে।





মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৪

কালোপরী বলেছেন: দোয়া রইল মহারাজের জন্য

০২ রা মে, ২০১৩ রাত ৯:৫২

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ মন্ত্যব্যের জন্য।
আমাদের মহারাজের নাম সৌহার্দ্য।

২| ০২ রা মে, ২০১৩ রাত ১১:০৭

রেজোওয়ানা বলেছেন: বাবুটাই তো একটা পুতুল!! '


অনেক অনেক আদর রইলো.....

০৩ রা মে, ২০১৩ ভোর ৪:৫৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা মে, ২০১৩ রাত ১১:১৩

ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো.....

০৩ রা মে, ২০১৩ ভোর ৪:৫৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।

৪| ০২ রা মে, ২০১৩ রাত ১১:১৪

আর.হক বলেছেন: তোর জন্য শুভকামনা

০৩ রা মে, ২০১৩ ভোর ৪:৫৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনার ভাতিজার পক্ষ থেকে ধন্যবাদ গ্রহণ করুন।

৫| ০২ রা মে, ২০১৩ রাত ১১:১৯

ইয়ার শরীফ বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো.....

০৩ রা মে, ২০১৩ ভোর ৪:৫৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৩২

খেয়া ঘাট বলেছেন: আদরের বাবুটির জন্য অনেক অনেক প্রাণভরা, মায়াভরা ভালোবাসা আর আদর।

০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
দোয়া করবেন মানুষের মত মানুষ যেন হতে পারে।

৭| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৫১

কষ্টসখা বলেছেন: দোয়া রইলো যেন সত্যিকারের ভাল মানুষ হয়।

০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: ঠিক এমনটাই চাওয়া আমাদের।
অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৪

শাকিল ১৭০৫ বলেছেন: বাচ্চা মহারাজ

০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: বাচ্চা মহারাজের জন্য দোয়া করবেন

৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৭

বাঘ মামা বলেছেন: কিউটা বাবুটার জন্য অনেক অনেক দোয়া, আদর।

সুস্থ্যতায় বেড়ে উঠুক,

শুভ কামনা সব সময়

০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনাদের শুভকামনায় ভালভাবে বেড়ে উঠুক এইটাই চাওয়া আমাদেরও।

১০| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কিউট বাবু দেখতে ভাল
বাবা মার ঘর করছে আলো।

ব্লগে আছে অনেক খালা
দোয়া দিতে নেইকো হেলা।
আরো আছে ব্লগের মামা
তারাও দিবে নতুন জামা।

মহারাজের পোয়া বারো
দাদা দাদী বলছে - হিরো !!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, অনেক অনেক শুভকামনা,,,,,,মহারাজ ! ভাল থেক, সুন্দর থেক, সুস্থ্ থেক আর সেই সাথে নিরাপদে থেক,,,,,,,,,,,,,,,,,,,,

২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: বাহ বাহ বেশ বেশ

এতো সুন্দর করে লিখলেন।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, অনেক অনেক শুভকামনা,,,,,,মহারাজ ! ভাল থেক, সুন্দর থেক, সুস্থ্ থেক আর সেই সাথে নিরাপদে থেক,,,,,,,,,,,,,,,,,,,,

আপনার কথার মতো ভাল যেন থাকে।

১১| ২৬ শে জুন, ২০১৩ ভোর ৪:২৭

কাকঁন বলেছেন: অনেক অনেক ভালবাসা ও দোয়া রইল।

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৩০

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আমার ব্লগ বাড়িতে অনেক দিন পরে এলেন। ভাল ছিলেন নিশ্চয়ই?

১২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:

সময় কিভাবে যায় তা আপনার ব্লগে না এলে বুঝতেই পারতাম না !
আমি কতোদিন আসি নি তা আজকে অবাক হয়ে লক্ষ্য করলাম !

আসলে ২৪ ঘন্টার সময়কে একদিনের জন্যে ইদানিং বড্ড কম মনে হচ্ছে !

সামুতে ঢুকতেও অনেক কষ্ট হয়েছে...বার বার রিফ্রেশ দিয়েও সুবিধে করতে পাচ্ছি না ।

ছবিগুলো স্লো নেটের জন্যে একটাও দেখতে পারলাম না !
তবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এই ভেবে যে আমাদের জীবনটা কতো সীমাবদ্ধ !

তবুও ভালো যে, আপনি সামুতে ছবি দিয়ে মন হালকা করতে চাইছেন। কিন্তু আমি ভাবছি বাবুর মায়ের কথা, সে কিভাবে তার মনটাকে হালকা করবে, কিভাবে হালকা করে ?!

আমি ছবিগুলো দেখতে আবার আসবো ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে সময় করে আসবার জন্য। আমি এমন কোন ব্লগার না যে না আসলে কিছু মিস হয়ে যাবে।
তাও অনেক কৃতজ্ঞ।

যাক সময় আসলেই বয়ে চলে---বুঝতে পারি না---কখন সে আমাদের রেখে চলে যায়।

আমাদের জীবনটা সীমাবদ্ধ বলেই বেশি সুন্দর হয়তঃ।

হুম বাবুর মায়েরা কখনই তাদের মন হালকা করার সুযোগ পায় না। এই ক্ষেত্রে তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার।

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২১

আরজু পনি বলেছেন:

আমি আরো কয়েকবার অফ লাইনে ঘুরে গেছি। ছবি দেখা যায় না কেন ?! :||

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯

শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগলো ভাই :)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে
আপনি কোন শহরে আগন্তুক!! =p~ :P =p~ :P =p~

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

শহুরে আগন্তুক বলেছেন: নারায়ণগঞ্জ :!> :#>

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫১

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এমনিতেই জিজ্ঞেস করেছিলাম।
আমারো অনেক চেনা শহর নারায়নগঞ্জ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.