নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীর নাম

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

তিতাস একটি নদীর নাম

নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।

তিতাস একটি নদীর নাম › বিস্তারিত পোস্টঃ

আজ পেপেরো ডে (১১/১১)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

দক্ষিন কোরিয়াতে কিছু দিবস পালন করা হয় যেগুলো খুবি কিউট।

পেপেরো ডে তেমনি একটি।







পেপেরো হচ্ছে এক ধরনের স্টিক যেটাতে চকলেট লাগানো থাকে। এটি দক্ষিন কোরিয়ার সবথেকে নামী ডিপার্টমেন্টাল স্টোর 'লত্তে' (lotte) উতপাদন করে থাকে।







এই দিনটি ভ্যালেন্টাইন ডে এর বিকল্প হিসেবে পালন করা হয়। ঠিক বিকল্পও নয়। ভ্যালেন্টাইনের মতো করে পালিন করে কোরিয়ানরা। নভেম্বরের ১১ তারিখে এটি পালন করা হয়ে থাকে। সাধারনতঃ ৪টি স্টিকের চকলেট এই দিনে উপহার দেওয়া হয়।







চারটি স্টিকের কারন হলো ১১/১১ মানে নভেম্বরের ১১তারিখ। সবথেকে মজার ব্যাপার হলো এই দিনে শুধুমাত্র ছেলেরা মেয়েদের চকলেট/পেপেরো ইত্যাদি দিবে। কাপলদের জন্য এটা উতসবের দিন। তবে মেয়ে সহকর্মীরাও উপহার পেয়ে থাকে।







আমাদের দেশের ভ্যালেন্টাইনের মতো নয়। আমাদের দেশে যেমন ভ্যালেন্টাইন পালন করবে কি করবে না এই নিয়ে অনেক বিতর্ক হয় এখানে এমন নয়। বাজারে চকলেটের সারি দেখা যায়। নতুন নতুন নানান ধরনের চকলেট আসতে থাকে সপিং সেন্টারগুলোতে। প্রায় ১৫/২০ দিন আগে থেকে বাজার ভরে যায় চকলেটে। ধারনা করা হয় লত্তে তাদের মোট পেপেরো'র ৫৫% এই নভেম্বরে বিক্রি করে থাকে।









কথিত আছে ১৯৯৪ সালের ১১ নভেম্বর দক্ষিন কোরিয়ার বুসানের এক স্কুলের মেয়ে তার প্রেমিককে পেপেরো উপহার দিয়ে বলেছিল--পেপেরোর মত লম্বা হও আর আমাকে ভালবাস। সেই থেকে এই দিনটি পেপেরো ডে হিসেবে আলিত হয়ে আসছে। তবে অনেকেই এই গল্পের সাথে একমত নন। তাদের বক্তব্য পেপেরো ডে তারো আগে থেকেই প্রচলিত।



আজকে আমার কিনে আনা পেপেরো আর চকলেট







বিদেশী হিসেবে ছেলে হয়েও প্রতি বছর চকলেট পাই আবার নিজের ঘরে পরিবারের জন্য কিনে নিয়েও আসি।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১

ড. জেকিল বলেছেন: উমম, মজার উৎসব তো। ভালো লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আসলেই মজার।
আমরা ভুলে যাই কিন্তু ওরা যখন চকলেট দেয় তখন মনে পরে।

২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

অথৈ সাগর বলেছেন: অন্য একটা পোস্টে পড়লাম এই দিনটা চীনের সিঙ্গেলস ডে হিসাবে পালন করে । আপনার মাধ্যমে জানলাম এই দিন পেপার ডে । জানতে জানতে জীবনটা দেখি শেষ হয়ে যাবে :P

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: হা হা হা =p~ =p~ =p~
আসলেই জানতে জানতে জীবন শেষ অয়ে যাবে কিন্তু জানা শেষ হবে না।
আসলে কোরিয়ানদের এই দিনটা বেশ কিউট। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৩

লিরিকস বলেছেন: +

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিরিকস ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.