নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীর নাম

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

তিতাস একটি নদীর নাম

নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।

তিতাস একটি নদীর নাম › বিস্তারিত পোস্টঃ

মেশিন রিডেবল পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়েছি। সহযোগিতা চাইছি।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

আমি বিদেশে থাকি।
বাংলাদেশ দূতাবাসে আমার ছেলে শিশুর এমারপি'র জন্য আবেদন করেছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল।
কিন্তু বাসায় ফিরে দেখি ছেলের জন্মসনদে ভুল আছে সে কারনে জন্মসনদের নাম্বার আবেদনপত্রে ভুল গিয়েছে।
পরে দূতাবাসের সাথে যোগাযোগ করলে তারা জানায় সমাধান সম্ভব।
নতুন জন্মসনদ করাতে হবে--সেটার জন্য জরিমানা দিতে হবে। সেটা করিয়েছি।
কিন্তু দূতাবাস থেকে বলছে--জন্মসনদ ঠিক করার পর তারা আবার আবেদন পত্র বাংলাদেশে পাঠিয়েছে কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না, কি করলে কাজ হতে পারে তার কোন সঠিক তথ্য তারা দিতে পারছে না।

কাল আবার বলেছে--নতুন করে আবেদন করার জন্য। তার মানে আমার শুরু থেকে, টাকা, সময়, কষ্ট সব আবার শুরু থেকে!!!

আসলেই কি ছু করনীয় নেই। ভুল তথ্য গেলে ঠিক করার কি কোন ব্যবস্থা নেই?? এটা কেমন কথা।

বাংলাদেশ দূতাবাস বলে তাদের কোন কথার কোন ভরসা পাচ্ছি না।

কেউ কি আমাকে কোনভাবে বা তথ্য দিয়ে সাহায্য করতে পারেন???
একান্তই বাধ্য হলে নতুন করে আবেদন করব। কিন্তু সেটাও কি গ্রহনযোগ্য??

অনেক ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

ঢাকাবাসী বলেছেন: হে হে হে এর নাম বাংলাদেশ দুতাবাস আর বাংলাদিশী আমলা! নতুন করেই করতে হবে। এত অদক্ষ দুর্ণীতিবাজ অকর্মন্য অলস অশিক্ষিত আমলা আর সরকারী অপিসার দুনিয়ার কোন দেশে নেই।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

তিতাস একটি নদীর নাম বলেছেন: তা যা বলেছেন।
চাইছি কোনমতে যেন কাজটা হয়ে যায়।
আমাদের দেশের দৈন্যদশা তাদেরকে দেখলেই বোঝা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.