নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি - ১

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

প্রতিদিনের মত আজকেও সকালে সেই ব্যস্ততা। নাকেমুখে কিছু গুজে, ছেলেকে স্কুলে নামিয়ে আমাদের পোনে দু ঘন্টার জার্নি অফিসের মুখে, ফিরতেও একি সময়..কিংবা তার চেয়েও বেশী! মোট ৪ ঘন্টার যাতায়াত কাজ থেকে বাসা। নিউ ইয়র্ক শহরের infrastructure মনে হয় ভেংগে পরছে দিনদিন! ব্রীজের কাজ সেই ২ বছর আগে এই অফিসে জয়েন করার পর থেকেই দেখছি..এখনও শেষ হওয়া তো দুরের কথা, মনে আগের চেয়েও বাজে অবস্থা! কি আর করা, দেশের প্রতি বেইমানী করে এখানে পড়ে আছি..সেটার টোল দিচ্ছি প্রতিনিয়ত..
কাজ শেষে বাড়ী ফিরতে রাত হয়ে যায়,সোজা গাড়ী পার্ক করে হুড়মুড় করে ঘরে ঢুকি..সেদিন ঘরে ঢোকার আগে পূর্ণীমার চা্ঁদ দেখে থমকে দাড়ালাম..না রাত, না ভোর! ফোনে তার রূপ টা তুলে রাখতে চাইলাম..

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৬

ওমেরা বলেছেন: জীবন মানেই যুদ্ধ ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

কাতিআশা বলেছেন: সত্যিই তাই..তার মাঝেও টিকে থাকার কত প্রয়াস!..কত অভিনয়!

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপনার ছেলেও আছে? আমি তো ভেবেছিলাম আপনি পিচ্চি।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

কাতিআশা বলেছেন: ইস্‌রে! বয়সটা বুঝে ফেললেন!..আপনার অনুমানের থেকেও বয়স্ক আমি..বড় মেয়ে কলেজে যাচ্ছে..আন্ডার গ্র্যাড করছে। কাতিয়া নাম দেখে খুব ছোট, আদুরে মেয়ে মনে হয়েছিল না?..sorry Rajkonna!

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপা কেউ কেউ সারাজীবনই ছোট্ট আদুরে থাকে। আপনিও থাকবেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২

কাতিআশা বলেছেন: Love you!

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৭

কালীদাস বলেছেন: মজা তো। ইদানিং সকালে চাঁদ দেখে দিন শুরু করি আমিও। সুর্য চোখে পড়ে উইকেন্ডে, যদি ওয়েদার ভাল থাকে :|

ব্লগে স্বাগতম :)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১২

কাতিআশা বলেছেন: থ্যাংকস!

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

অন্তরন্তর বলেছেন: দিনলিপি ভাল লিখেছেন। বাংলাদেশের মত ২ বছর যাবত কাজ চলছে শুনে মনে মনে হাসলাম। শুভ কামনা।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: অল্প ক'টা লাইনে দিনলিপির চিত্রটা ভালই তুলে ধরেছেন। ছবিটাও খুব সুন্দর তুলেছেন।
নিউ ইয়র্কের মত শহরে দুই বছরেও রাস্তার কাজ শেষ হয় নাই জেনে অবাকই হ'লাম বটে!
পোস্টে ভাল লাগা + +

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

কাতিআশা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম..।মাঝে মাঝে এখানেও কাজে গাফিলতি দেখা যায় খুব!

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: দিনলিপি-১ এও একটা মন্তব্য রেখে এসেছি।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: এত ছোট দিনলিপি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.