নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
সবাই কেমন আছেন?..লিখতে না পারলেও মাঝেমাঝে সবার লেখা পড়ি। কাজের চাপ আগের থেকে এখন আরও বেশি! সারাদিন কনস্টরাকশন সাইটে ইনসপেকশনে থাকি, বাসায় ফিরে ঘরের কাজ...
মেয়ে ডরমে চলে গেছে ৩ সপ্তাহ যাবত, বস্টন ইউনিভারসিটি তে পড়তে। বাসা খালি একেবারে, ছেলে ওর জগতে আছে---সময় পাই একটু রাতে, কিন্তু মন বসে না লিখতে ..
রুশো ভাই চলে গেলেন আমাদের ছেড়ে, আমার বরের খুব কাছের মানুষ ছিলেন উনি...বড় ভালো মনের মানুষ ছিলেন, সময় আমাদের কাউকে ছাড়বেনা! আমাদের পালা করে চলে যেতে হবে একদিন..
জানালা দিয়ে একাকি প্রকৃতি দেখে মনটা উদাস হয়ে গেলো!
------------কাতিয়াশা
সেপ্টেমবার ২০, ২০১৮
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
কাতিআশা বলেছেন: ভালো আছি আলহামদুলিললাহ!..এতদিনে সবাই্ আমাকে ভুলে গেছে..এখনও সেফ হলাম না!
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
খায়রুল আহসান বলেছেন: জানালা দিয়ে দেখা প্রকৃতির ছবিটা দেখলে পোস্টের শিরোনামের বিষয়টা এমনিতেই মনে হয় পাঠকের মনে চলে আসে। এ নিয়ে ভাবছি বেশ কিছুকাল ধরেই। কতই ক্ষণিক আমাদের জীবন এ ধূলির ধরায়!
সম্প্রতি অনেকে একসাথে সেফ হলেন। আপনিও একটু নড়াচড়া দিয়ে উঠুন। আশাকরি ব্লগ মডারেটরগণ আপনার প্রতি সদয় হবেন।
রুশোকে গত প্রায় বছর পাঁচেক ধরে বেশ নিকট থেকে দেখে এসেছি। ওর প্রতি ভীষণ একটা মায়া জন্মেছিল। খুব ভাল মনের মানুষ ছিল। কখনো ভাবতেই পারিনি ও এত আগে চলে যেতে পারে। ওকে নিয়ে একটা পোস্ট লিখেছি, সেই মায়া থেকেই। আপনিও সেটা পড়েছেন এবং সেখানে মন্তব্য করেছেন। ওর তিরোধানের পর আরো বেশী করে ওর প্রতি স্নেহানুভূতি আমাকে আচ্ছন্ন করে রেখেছে।
ভাল থাকুন সপরিবারে---
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
আখেনাটেন বলেছেন: সময় আমাদের কাউকে ছাড়বেনা! আমাদের পালা করে চলে যেতে হবে একদিন.. -- নির্মম সত্য।
অাপনি নতুন কিছু লিখুন আমরা পড়ি।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২
কাতিআশা বলেছেন: লিখব ইনশাল্লাহ!
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
মলাসইলমুইনা বলেছেন: আপনাকে অনেক দিন পরে ব্লগে ফিরতে দেখে ভালো লাগলো I আপনাকে মনে আছে কিন্তু আমাদের I ভুলবো কেন ? বুয়েট স্মৃতি-৩ লিখে ফেলেন একটু একটু করে আমাদের জন্য I আপনার ব্যস্ততা বুঝতে পারছি I নিজের কাজের ঝামেলার জন্য মাঝে মাঝে আমারও মনে হয় দূর কি হবে এতো ব্লগ লেখাজোখা করে I ইচ্ছে করে সব ছেড়ে দেই ! ভালো থাকবেন I
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭
কাতিআশা বলেছেন: বহুদিন আপেক্ষা করে সেফ হলাম শেষে!...ভালো আছেন?
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১
নীল আকাশ বলেছেন: আহ, আর্কি আপু, আপনি এক্স বুয়েট আগে বলবেন তো? দুর। এটা কথা হলো, এত দিন পরে জানলাম! আমি মেকা থেকে বের হয়েছি। আপনার অনেক জুনিয়ার হবো। তীতুমির হল, উত্তর দিক। আর্কি নিয়ে কত মজার মজার স্মৃতি আছে.......হা হা...দুস্টামি করার জায়গাই তো ওটা.........।
অনেক কথা হবে, আপু........।
ভালো থাকবেন, সব সময়।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬
কাতিআশা বলেছেন: খুব ভালো লাগলো আপনিও এক্স বুয়েট জেনে!..আজকে সেফ হলাম!
৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩
প্রামানিক বলেছেন: আমরা অনেকেই এখন চলে যাওয়ার সিরিয়ালেই পড়েছি, জানালা দিয়ে উদাস চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিইবা করার আছে।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭
কাতিআশা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৬
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! ভাল আছি আপু । আপনি কেমন আছেন আপু।