নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

সেইফ হলাম ফাইনালি!!!!!!!!!

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৩১

আজকের ইনস্পেকশনটা Bronx এ ছিল, খুবি ভয়াবহ এলাকাতে--মানে একটু পিছিয়ে পড়া, desolated area! ট্রেন থেকে নেমে আধা মাইলের হাটাপথ, তারপরে আমার ইনস্পেকশনের বিল্ডিংটা। রাস্তায় হাটতে যেয়ে গা ছমছম করছিল, ---চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা কাচের বোতল, ময়লা আবর্জনা আর কিছু ড্রাগে চুরচুর, ফুটপাথে পড়ে থাকা হোমলেস মানুষ!
তবে এখনো পর্যন্ত কোনো বিপদে পড়িনি, তবুও ভয় পাই...মেয়ে বলে কিছুটা হ্য়ত! এটা আমেরিকার আরেকটি চিত্র, বিশেষ করে নি্উইয়র্ক শহরের কিছু এলাকায় এমন দৃশ্য খুব পরিচিত,..Gentrification/ আধুনিকায়নের জন্য নি্উইয়র্কের অনেক এলাকার ডেমোগ্রাফি, চেহারা সব পালটে যাচ্ছে..গরীব লোকজন তাদের অতি পরিচিত এলাকা ছেড়ে চলে যাচ্ছে অন্য কোথা বিশেষ করে সাউথের স্টেট গুলোতে, কেউ কেউ মাটি কামড়ে ব্রংকসে পড়ে আছে। ব্রংকসে তুলনামুলক ভাবে কম উন্নতি হচ্ছে, ড্রাগস আর ভায়োলেন্সের জন্য! সে তুলনায় ব্রুকলীন, এমনকি হারলেমেও অনেক পরিবর্তন এসেছে।
...এই নানা রঙের, নানা পেশার মানুষের নি্উইয়র্ক শহর এক সময় শুধু ধনীদের জন্য হয়ে যাবে,----সব পাল্টে যাবে, চোখের সামনেই দেখছি এক সময়ের ভায়োলেন্ট, জাংক এলাকা (Long Island City) কিভাবে বদলে গিয়ে মিনি ম্যানহাটান হয়ে উঠছে!
Gentrification এর কবলে পড়ে পরিচিত, আদি অধিবাসীরা একসময় হারিয়ে যাবে!

আমার কাজ শুরুর প্রথম দিকের Long Island City- ২০০০ সালের মত, এখানেই ১৮ বছর কাজ করছি।
ি


এখনকার Long Island City-২০১৮। প্রতিমাসেই নতুন কিছু গজাচ্ছে! ইস্ট রিভারের পাশে নতুন রুপে লং আইল্যান্ড সিটি..

কি লিখতে কি লিখছি...বলছিলাম একটা প্রচন্ড চাপময় দিনের শেষে অফিসে ফিরে দেখলাম, সেইফ হয়েছি!!! ইস্‌ ফাইনালি!

নিন, কিছু মিস্টিমুখ করেন (না হয়, ভার্চুয়ালি! B-)




আমার অবশ্য ঝালমুড়ি, ফুচকা, জায়রো এইসব বেশী ভালো লাগে... সবাই ভালো থাকবেন!


মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগতম ! স্বাগতম ! ! স্বাগতম ! !!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমরা আনন্দিত
.................................................................................

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:১২

কাতিআশা বলেছেন: থ্যাংকস!!!!!!!!!!

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:০০

নতুন বলেছেন: হ্যাপী ব্লগিং.... :)

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:১২

কাতিআশা বলেছেন: থ্যাংকস!!!!!!!!!!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:০৪

আরোগ্য বলেছেন: অভিনন্দন। চমচমটা বেশ মজা ছিল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:১২

কাতিআশা বলেছেন: তাই? থ্যাংকস!!!!!!!!!!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:১২

কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে। লিখুন মন খোলে এবার।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:১৩

কাতিআশা বলেছেন: থ্যাংকস!!!!!!!!!! লিখবো সময় পেলে অবশ্যই!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন, লিখুন
খাবারের ছবি দেয়া মোটামুটি বেকুবী

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৫

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন। শুভ কামনা।
ভাল থাকুন।
আরো বেশী লিখুন।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল....

অভিনন্দন, এবার মন খুলে লিখে পেলুন।

অনিঃশেষ শুভকামনা

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪

ঢাবিয়ান বলেছেন: স্বাগতম। ভাল লেগেছে আপনার প্রথম পোস্ট।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২

নীল আকাশ বলেছেন: আপু, আমি গতকালকে আপনার জন্য একটা পোষ্ট ড্রাফট করেছিলাম সামু তে দেব আপনাকে সেফ করার জন্য সুপারিশ করে। আরো ভালো হয়েছে, আপনি অলরেডি সেফ। দেখে খুব ভালো লাগছে আপু। এখন থেকে দারুন দারুন লেখা চাই আপনার কাছে।
আপনার পুরানো সব লেখা আস্তে আস্তে পড়ছি।
খুব ভালো থাকবেন, সব সময়।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫০

কাতিআশা বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!!!!! খুশি হলাম পড়ার জন্য!

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: ব্লগিং হোক আনন্দময়।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

নতুন নকিব বলেছেন:



আনন্দের সংবাদ।

সামনের দিনগুলো হোক আরও আলো ঝলমলে। চলতে থাকুন। সাথে আছি। শুভকামনা সবসময়।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

খাঁজা বাবা বলেছেন: কংগ্রাচুলেশান
আপনার জন্য শূভ কামনা

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯

কাতিআশা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান হল। নিঃসন্দেহ আপনি একজন ধৈর্য্যশীল মানুষ । ব্লগে আমার মত অনেকেই এক দেড়মাসেই সেফ না হলে যেখানে হাঁফিয়ে উঠি সেখানে আপনার মত মানুষদের সময় নিয়ে এভাবে প্রতীক্ষায় থাকা রীতিমত প্রশংসনীয়।







শুভকামনা ও ভালোবাসা রইল।


০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৭

কাতিআশা বলেছেন: ধন্যবাদ!..হা, আমার অনেক ধৈর্য্য!

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: শুভ কামনা। হ্যাপি ব্লগিং

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬

কাতিআশা বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য!

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

আখেনাটেন বলেছেন: অভিনন্দন সামু ব্লগে কাতিঅাশাপা।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০

কাতিআশা বলেছেন: Thsnks!

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

মলাসইলমুইনা বলেছেন: আপনাকে আর শুভেচ্ছা স্বাগতম বললাম না |আপনিতো আমাদের সাথেই আছেন সব সময় I স্ট্যাটাসের চেঞ্জের কাৰণে দেখছি অনেকেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে ! আপনার লেখা আমরা কয়েকজনতো শুরু থেকেই পড়ি I আপনার জন্য শুভেচ্ছা আমাদের অনেক আগে থেকেই আছে তাই নিজেদের মানুষকে আর নতুন করে কি শুভেচ্ছা জানাবো ? ভালো থাকবেন |

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০

কাতিআশা বলেছেন:

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.