নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা কেন পোস্ট হচ্ছেনা

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

আমার লেখা কেন পোস্ট হচ্ছেনা? কেউ দয়া করে জানাবেন কি?...এর আগে আমেরিকার দিনগুলোর ২য় পর্ব লিখলাম, ১ সপ্তাহ অপেক্ষা করলাম, তবু পোস্ট হলনা, ....কেন?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

করুণাধারা বলেছেন: এটা কি এমন হচ্ছে যে, প্রথম পাতায় প্রকাশিত হচ্ছে না কিন্তু আপনার ব্লগে হচ্ছে? তা যদি হয়, তাহলে আপনি এডিট করুন বাটন চেপে তারপর যেভাবে পোস্ট করতে হয়, সেভাবে পোস্ট করুন। আমার মাঝে মাঝে এমন হয়, তখন 3/4 বার চেষ্টার পর প্রথম পাতায় পোস্ট করতে পারি।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

কাতিআশা বলেছেন: এই লেখাটা পোস্ট হল, কিনতু আগেরটা-"আমেরিকার দিনগুলো" এর ২য় পর্ব হলনা!

২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

শায়মা বলেছেন: আপু

মনে করো তুমি একটা লেখা শুরু করলে আজকে রাত ১০টায়।

তারপর সেটা আজ হাফ ডান রেখে দিলে, আবার কাল লিখলে, পরশু পোস্ট করলে....

লেখাটা পুরাটা আবার আপডেট করে সেদিন না দিলে পরশুদিন পোস্ট করলেও সেটা আজকের ডেটে পোস্ট হবে কাজেই তুমি প্রথম পাতার অনেক পরে দেখতে পাবে....

এটা এক মহা সমস্যা ......

বাট এইসব নিয়েও আছি আমাদের প্রিয় সামুতে আমরা !

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

কাতিআশা বলেছেন: এই লেখাটা পোস্ট হল, কিনতু আগেরটা-"আমেরিকার দিনগুলো" এর ২য় পর্ব হলনা..আসলেই, এই নিয়েই আছি আমরা সামুতে!

৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি কি সেইফ থেকে সরে গেছেন বা এমন কোন সমস্যা। নাকি সেফ আছেন তবু লেখা প্রকাশ হচ্ছে না?

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

কাতিআশা বলেছেন: না, সেইফেই আছি!...এই লেখাটা পোস্ট হল, কিনতু আগেরটা-"আমেরিকার দিনগুলো" এর ২য় পর্ব হলনা!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

নজসু বলেছেন: আজব তো!
করুণাধারার পরামর্শ অনুসরণ করতে পারেন।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

কাতিআশা বলেছেন: চেস্টা করেই যাচ্ছি!..এই লেখাটা পোস্ট হল, কিনতু আগেরটা-"আমেরিকার দিনগুলো" এর ২য় পর্ব হলনা!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও দেখেছি আমার এমন হয়। আমি লেখা লেখি। দেখি প্রথম পাতায় নাই । পরে ইডিট অপশনে যাই। পরে দুই তিনবার ইডিট করার পর সে লেখা প্রথম পাতায় আসে।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

কাতিআশা বলেছেন: :(

৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৪

ওমেরা বলেছেন: আপু আপনার লিখাটা মনে হয় আগে লিখে ড্রাফটে রেখেছিলেন তাই ওটা যখন পোষ্ট করছেন সেই সময়ে পোষ্ট হচ্ছে তাই লিখাটা প্রথম পাতায় আসছে না । লিখাটা কপি করে ড্রাফট পোষ্টটা ডিলিট করে দিয়ে পোষ্ট করেন তাহলেই আপনার সমস্যার সমাধান মনে পোষ্ট প্রথম পাতায় আসবে।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৬

কাতিআশা বলেছেন: থ্যাংকস ওমেরা আপুমনি!..তোমার কথামত কাজ হয়েছে!

৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

রাজীব নুর বলেছেন: আমি জানি না।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

নীল আকাশ বলেছেন: শায়মাআপু যেটা বলেছে সেটাই হয়েছে.......। আমার বেলায় এটা অহরহ হয়েছে! একটানে লেখা না লিখলে এরকম হবেই! এজন্য আমি এখন অফলাইনে মোবাইলে এমএস ওর্য়াড এ লিখি। সব শেষ করে একবারে পোষ্ট দেই।
আপনার প্রথম পাতায় লেখা আসছে , সুতরাং কোন চিন্তা নেই।
শুভ কামনা রইল, কিতি আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.