নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
আমার প্রিয় আর্কিটেক্টদের ডিজাইন করা অনেক কাজের মধ্যে মিস ভানডার রো (Ludwig Mies van der Rohe) এর করা বার্সেলোনা প্যাভিলীয়ন খুবই প্রিয়! ১৯২৯ সালের আন্তর্জাতিক স্থাপত্য এক্সপোজিশনে জার্মানদের এটা প্যাভিলীয়ন ছিল। স্পেন এর বার্সেলোনা তে এই প্যাভিলীয়নটি প্রকৃতিকে এত সুন্দর ভাবে টেনে এনেছে!... এর উপাদান- প্রাকিতিক পাথর, কাঁচ, আর খোলামেলা ডিজাইন, পানির উপরে ভাসমান নারীমুর্তি, খোলা আকাশ---এক কথায় অপূর্ব! এখনও স্বচক্ষে না দেখার দুঃখ গেলোনা!
তাই মন খারাপ থাকলে বার্সেলোনা প্যাভিলীয়ন এর ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে, কি সাধারন ডিজাইন, অথচ তার মধ্য ভবন আর প্রকৃতির অসাধারণ যোগাযোগ!
কিছু ছবি দিলাম বার্সেলোনা প্যাভিলীয়ন এর (গুগল থেকে অবশ্যই)...আর নিচের টা আমার আঁকা
পানি, প্রকৃতি, কাঁচ, পাথর, খোলা আকাশের নীচে পানিতে দোদুল্যমান নৃত্যরতা নারী!..একেই বলে প্রকৃত স্থপতী, প্রকৃত শিল্পী!
চেস্টা করলাম আর কি!..না, প্রকৃত স্থপতী, প্রকৃত শিল্পী- কোনটাই ভালভাবে হইনি আমি!...
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ!
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০
ওমেরা বলেছেন: আপু আপনার টাও সুন্দর হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ!
৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ!
৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
করুণাধারা বলেছেন: গুগোলের ছবিগুলো দেখে খুব ভালো লাগলো। আপনার আঁকা ছবিটাও ভালো হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপা!..আমার মন খারাপ থাকলে ছবি আঁকি মাঝেমধ্যে...
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫১
মলাসইলমুইনা বলেছেন: বার্সিলোনার সব ব্যাপারেই আমার ফেভারিটিজম ...টিকিটাকা ফুটবল,মেসি তারও আগে ফুটবলের স্বপ্নের নায়ক ক্রুয়েফ সবাইকেই নিয়েই আমার ফেভারিটিজম I কিন্তু আপনার আঁকা নিয়ে কোনো ফেভারিটিজম ছাড়াই বলছি ওটা খুব সুন্দর I খুব সুন্দর I
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০২
কাতিআশা বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!..
৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জায়গাটি মনে হচ্ছে খুব সুন্দর।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
কাতিআশা বলেছেন: আসলেই সুন্দর জায়গাটা! ধন্যবাদ ফারিহা!
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭
কাতিআশা বলেছেন: দিলাম তো আজকে..দেখুন!
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে
৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: জার্মান স্থপতি নির্মিত বার্সেলোনা প্যাভিলীয়ন এর স্থাপত্য সৌন্দর্য দেখে মুগ্ধ হ'লাম। সেই সাথে বলতেই হয়, আপনার আঁকা ছবিটাও খুব সুন্দর হয়েছে।
পোস্টে প্লাস + + এবং ইংরেজী ২০১৯ নববর্ষের শুভেচ্ছা!
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৪
কাতিআশা বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ আর নববর্ষের শুভেচ্ছা আপনাকেও!
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:২৩
কালীদাস বলেছেন: শেয়ারের জন্য থ্যাংকস! নেক্সট টাইম বার্সেলোনায় গেলে অবশ্যই ট্রাই করব
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ!
১১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬
শোভন শামস বলেছেন: স্পেন ভ্রমন নিয়ে আর ও কিছু লিখুন
সুন্দর পোস্ট
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৮
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ!... তবে স্পেনে এখনও যাওয়া হয়নি, আর্কিটেকচার পড়ার সময় এই স্থাপনা নিয়ে পড়েছিলাম!
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
সনেট কবি বলেছেন: খুব সুন্দর