নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

বিদায় প্রিয় সহকর্মী!

২২ শে মে, ২০১৯ রাত ১:৫৬

আমাদের একজন প্রিয়, অত্যন্ত নলেজেবল সহকর্মী এইমাসের শেষে রিটায়ার করে চলে যাচ্ছেন। খুব মিস করবো ওনাকে.. আমাকে খুবি স্নেহ করতেন আর ট্রেইনিং দিয়েছেন অক্লান্ত ভাবে--- ওনার কাছে বিল্ডিং কোড আর রেগুলেশন যেভাবে শিখেছি, আর কার কাছে ওরকম সহায়তা পাব, কে জানে!
আমাদের এই বিল্ডিং কোড ইন্সপেকশন গ্রুপের সবচেয়ে বয়স্ক, অভিগ্গ মানুসটি সদা হাসিমুখের, নাম তার জন (John)--আমাদের গ্রুপে আরেকটা জন আছে, সে আবার খুব চুপচাপ, গম্ভীর প্রকৃতির! আমরা এদের আলাদা করার জন্য যে জন চলে যাচ্ছে, তাকে বলি "আপটাউন জন" (সে ম্যনহাটানের আপটাউনে থাকে) এবং সেখাকনকার বাসিন্দা বলে সে স্বভাবতই খুব স্টাইলিশ, যাকে বলে একেবারে স্লিক, ভীষণ রুচীসম্পন্ন মানুষ! খুব গরমেও ইন্সপেকশনের সময় সুতীর হলেও একটা ব্লেজার গায়ে থাকবেই, ব্লেজার/স্যুট না থাকলে তার নাকি নিজেকে ন্যাংটো লাগে!..লান্চ টাইমে খাবার (অবশ্যই তা হতে হবে organic, whole food store থেকে কেনা) খেতে খেতে বেটোফেনের মিউজিক শুনবেন আর আমার সাথে বসে বাংলাদেশের গল্প শুনবেন..অনেকে তাকে প্রফেসর জন ও বলে ডাকে! তাকে শুধু দেখতে পারতনা বেশিরভাগ কন্ট্রাক্টর আর প্রজেক্ট অফিসার রা, কারন জন খুব বেশি নাকি কাজে ভুল খুঁজে বেড়াত, তার চোখ ফাঁকি দিয়ে কেউ কোডের ব্যাপারে পার পেয়ে যেতনা! একবার এক প্রজেক্ট অফিসার আমাকে বলেছিল,--- কোন একবার সে জনের সাথে ইন্সপেকশনে গিয়েছিল, এবং ইন্সপেকশন শেষে সবাই চলে গেলে জন চুপিচুপি আবার সেই বিল্ডিংয়ে ঢুকে ড্রইং মিলিয়ে আরও ভুলত্রুটি (Building Code Deficiencies) খুঁজেখুঁজে বের করেছিল!..স্বভাবতই তার ইন্সপেকশন করার বিষয়টি খুবি দীর্ঘ প্রকৃিয়া ছিল আর তাতেই অনেকের রাগ কিংবা হতাশা ছিল জনের প্রতি (এই রকম একজন ডেডিকেটেড জন আমাদের দেশের জন্য দরকার ছিল, তাহলে অনেক বিল্ডিং অনেক দূর্ঘটনা থেকে রক্ষা পেত!)
কয়েক বছর আগে জনের একটা হার্টের অপারেশন হয়েছিল, তাই উনি খুব ধীরে ধীরে হাঁটতেন, সিড়ি ভাংতেন আরও ধীরে..তবুও কাজে ফাঁকি দিতেন না, অথচ আমি ৩/৪ তলা ইন্সপেকশন করলেই ক্লান্ত হয়ে পড়ি (আসলে ভাত খাওয়া শরীর আমাদের :`> তো!) শারীরিক প্রবলেমের জন্য গাড়ীও চালাতেন না উনি,-- সাবওয়ে ব্যবহার করতেন, কত রাইড দিতে চেয়েছি গাড়ীতে, কিছুতেই উঠতে চাইতেন না---আসলে চাইতেন নিজেকে যতটুকু পারা যায়, ততটুকু আ্যক্টিভ রাখতে! মানুষ আসে, যায়..কে আর কাকে মনে রাখে? আমার কিন্তু জন কে খুব মনে থাকবে! কাজকে সম্মান করা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, রুচীশীল কাপড় পড়া, আর অতি বৈরী পরিবেশেও সদা হাসিমুখে থাকা --- এইসব গুনগুলো জনের কাছ থেকে শেখেছি এবং মেনে চলারও চেস্টা করছি!
একটা কথা না বললেই নয়, হয়ত অনেকে ভাবছেন, জন রিটায়ার করে হাওয়াই কিংবা ফ্লোরিডা চলে যাবেন (যেটা ৯০% মানুষই করে এখানে) এবং ঘুরে বেড়াবেন!..কিন্তু জন সেটা করছেন না---উনি উনার ৯০ বছর বয়স্কা মায়ের সেবা করবেন আর মাঝেমাঝে ফুরসত পেলে আমাদের এখানে কোড বিষয়ে কন্সালটেন্সি করবেন!---একটা শখ অবশ্য আছে তার, দূর্লভ আর্ট কালেকশন করা আর নিউ অরলিন্সে গিয়ে ব্লুজ/জ্যাজ শোনা! Happy Retirement John!!!!!!!!!!!

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


জন জীবনকে উপভোগ করুক, ভালো থাকুক।

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১১

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

২| ২২ শে মে, ২০১৯ ভোর ৬:৩৯

মেঘ প্রিয় বালক বলেছেন: জন এর জন্য রইলো শুভকামনা।

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১২

কাতিআশা বলেছেন: জনের জন্য শুভ কমনায় অনেক ধন্যবাদ আপনাকে...

৩| ২২ শে মে, ২০১৯ ভোর ৬:৫০

বলেছেন: তবুও যেতে হয়,,,,,
কেউ কেউ চলে যায় বড় অবেলায়,,,,
কেউ কেউ কাঁদায়.....
সময়ের ভেলায় ভাসবো তুমি আমি সহসাই,,,,


জনের জন্য শুভ কামনা,,, আপনি আরো ভালো রিপ্লেস মেন্ট সহকর্মী পান এটাই চাওয়া।।।।

ভালো থাকুন সবসময়।।।

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১৩

কাতিআশা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে!

৪| ২২ শে মে, ২০১৯ সকাল ৮:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জনের জন্য শুভকামনা রলো :)

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১৪

কাতিআশা বলেছেন: থ্যাংকস ভাইয়!

৫| ২২ শে মে, ২০১৯ সকাল ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: কাতিআশা,



একটা "জীবন" প্রত্যাশী মানুষের গল্প , যেখানে তেমন করে বেঁচে থাকার বাসনা আছে তেমন একটা গল্পই বলে গেলেন।

জীবনের ঘাটে ঘাটে আমরা তো শুধু থেকেই যাই... বেঁচে নয়!!

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১৫

কাতিআশা বলেছেন: দারুন মন্তব্য ...পড়ার জন্য অনেক ধন্যবাদ !

৬| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আপনি ভাগ্যবান আপনার সহকর্মী ভালো। বেশির সহকর্মী হয় বদ।

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১৬

কাতিআশা বলেছেন: নিজেকে ভাল রাখতে হবে আর ধৈর্য বাড়াতে হবে..পড়ার জন্য অনেক ধন্যবাদ

৭| ২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৫১

নীল আকাশ বলেছেন: আপু ভালো আছেন? অনেক দিন পড়ে আপনার লেখা পড়লাম।
কিছু মানুষ থাকে যাদের আচরন এবং স্বভাবের জন্য সবাই পছন্দ এবং শ্রদ্ধা করে। আপনি খুব সৌভাগ্যবতী জনের মতো একজনের সাথে অনেকদিন থাকতে এবং মিশতে পেরেছেন।
জন এবং আপু ২ জনের জন্যই শুভেচ্ছা এবং শুভ কামনা রইল!

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১৭

কাতিআশা বলেছেন: ভালো আছি ভাইয়া আপনাদের দোয়ায়!..শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ !

৮| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৯ রাত ১০:১৭

কাতিআশা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!

৯| ২২ শে মে, ২০১৯ রাত ৮:০৪

করুণাধারা বলেছেন: ভালো সহকর্মী পাওয়া ভাগ্যের ব্যাপার। জন এর সম্পর্কে জেনে ভালো লাগলো, দীর্ঘশ্বাস ফেললাম এই ভেবে, আমাদের যদি রাজউকে এমন কিছু মানুষ থাকতেন...

২৩ শে মে, ২০১৯ রাত ১০:২১

কাতিআশা বলেছেন: আসলেই আপু আমি খুবি ভাগ্যবতী... কম সময়ের জন্য হলেও তার মত একজন প্রচন্ড work ethics মেনে চলা মানুষের সাক্ষাত পেয়েছিলাম!..অনেক ধন্যবাদ পড়ার জন্য !

১০| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: এইটুকু একটা লেখার মধ্যে কতটা অন্তর নিঙরানো ভালবাসা আর শ্রদ্ধা জড়িয়ে আছে, পড়ে তা বেশ অনুভব করতে পারলাম। খুব ভাল লাগলো।
আশাকরি ভাল আছেন। ঈদের শুভেচ্ছা... ঈদ মুবারক!!!

০৬ ই জুন, ২০১৯ রাত ২:০০

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য খায়রুল ভাই! আপনাকেও ঈদের শুভেচ্ছা!

১১| ০৭ ই জুন, ২০১৯ রাত ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কর্মজীবনে মিস্টার জন সাহেবের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক পোস্টের পরোতে পরোতে ফুটে উঠেছে। পোস্ট থেকেই একটা বিষয় পরিষ্কার যে এমন সহকর্মী পাওয়া নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার বিশেষত বিদেশ-বিভুঁইয়ে। কর্মরতদের মধ্যেও কেউ না কেউ মিস্টার জনের মত হয়ে আপনার অনুভুতিকে পরিপূর্ণতায় ভরিয়ে দিক এবং বাকি কর্ম জীবন আরও উপভোগ্য হয়ে উঠুক কামনা করি।
পবিত্র ঈদুল ফিতরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

০৮ ই জুন, ২০১৯ রাত ১:০৯

কাতিআশা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আর আপনাকেও ঈদের শুভেচ্ছা!

১২| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৬

মাহের ইসলাম বলেছেন: আর দশটা মানুষের চেয়ে ভিন্ন ভাবে তিনি অবসর জীবন কাটাতে পারবেন?

তবে, মায়ের সেবা করার ইচ্ছেটা খুব পছন্দ হয়েছে।
আল্লাহ্‌ উনার সহায় হউন।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৬

কাতিআশা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ!

১৩| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৯

শায়মা বলেছেন: আপু! কতদিন পরে দেখলাম!

জনের রিটায়ার্ড লাইফ নিশ্চয় অনেক সুন্দর এখন!

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫০

কাতিআশা বলেছেন: হা, খুব ব্যস্ত ছিলাম অনেকদিন---পরিবারের মাথা, মানে শ্বাশুড়ির মৃত্যুতে সবাই ভেঙে পড়েছি..লিখতে মন চায়না!

১৪| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৭

শায়মা বলেছেন: সবাইকেই একদিন চলে যেতে হয় আপুনি! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.