নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
আমেরিকার শীত প্রধান জায়গা গুলোতে এখন ফল সীজন বা পাতা ঝরা ঝতু শুরু হয়েছে..সেই সাথে প্রকৃতিতে যেন আগুন ধরে গেছে! সে কি রঙের বাহার!---লাল, গাড় লাল, মরচে লাল, কমলা, সরষে হলুদ হল্দে-সবুজ,..আরও কত নাম না জানা রং! অলপ ঠান্ডা, শীত শীত ভাব, গায়ে হালকা জ্যাকেটে দুচোখ ভরে শুধু বাইরের দৃশ্যই দেখছি আর মুগ্ধ হচ্ছি..মুঠোফোনে যতটুকু পারা যায়, চলন্ত প্রকৃতির ততটুকু ধরে রাখতে চাচ্ছিলাম... হ্যা, গাড়ী থেকেই তোলা ছবিগুলো-হাইওয়ে I-95, I-91 এ ছুটে চলাকালীন বিভিন্ন মুহুর্তের! গত সপ্তাহে মেয়েকে আনতে গিয়েছিলাম বোস্টনে, যাওয়ার পথের সেই অপরূপ দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ না করে পারলাম না!---আগেই বলেছি ছবি গুলো আমার দুর্বল হাতের মুঠোফোনে তোলা!
পথটি যেন দিগন্তে গিয়ে আকাশ ছুঁয়েছে..
রংভরা প্রকৃতি, পেছনে ছোট নদী..কি মায়া!
এই পথ যেন শেষ না হয়...
যেন জলরঙে আঁকা কোন ছবি!
এই পথ আমার খুব চেনা! আমার মেয়ে আমাকে যেন ডাকছে!
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে...
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ..না, না, রাঙা পথ নয়,---আগুন ছড়ানো বনের মায়াময় হাতছানি..
কেউ কি কোন রঙের গোলা ছড়িয়ে দিয়েছে ঐ বনে?
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!..হা, সামনে একটা পাহাড় ছিল। জায়গাটাই এমনি, উঁচু নীচু..।
২| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:০৭
মুক্তা নীল বলেছেন:
আপা ,
ফাগুন রঙে রঙিন হয়েছে প্রকৃতি আপনার তোলা ছবি দেখে ভালো লাগলো ++
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৬
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ মুক্তা নীল আপনাকে ভালো লাগার জন্য!
৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৫৮
মা.হাসান বলেছেন: ছবিগুলো ফাটাফাটি হয়েছে। আমার ধারণা ছিল শুধু ঢাকার মতো শহরে -যেখানে গাড়িগুলো কচ্ছপের গতিতে যায় -সেখানে চলন্ত গাড়ি থেকে এরকম ছবি তোলা সম্ভব। ট্রাম্পের দেশেও এটা সম্ভব ভাবতেই অবাক লাগে ।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৭
কাতিআশা বলেছেন: হ্যা, গাড়ীতো ৭০ মাইল/ঘন্টায় চলছিল..ওভাবেই তুলছিলাম
৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চীনে আজকাল এমন দৃশ্য দেখা যায়
............................................................
প্রকৃতির এরুপ সৌন্দর্য আমাদের দেশেও কাম্য ।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৯
কাতিআশা বলেছেন: আমাদের দেশের সৌন্দর্য এর সাথে কোনকিছুর তুলনা নেই ভাইয়া!..অনেক ধন্যবাদ পড়ার জন্য!
৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর!
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:২১
আনমোনা বলেছেন: ছবিগুলো, এবং ছবির বর্ণনাও খুব সুন্দর।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপু!
৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫০
ল বলেছেন: দূর্বল হাতের সবল কারুকার্য।।।
এই পথে আমার চেনা যেন আম্মু আম্মু বলে আবেশ জুড়ানো অনুভবে কাছে ডাকছে৷।।।
বিমুগ্ধ হলাম।।।
বোস্টন দেখা হয়ে গেলো।।।
আগামী বছর নর্থ-ক্যারোলািনা আসবো।।।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫২
কাতিআশা বলেছেন: ইস, এটাতো বোস্টন যাওয়ার পথ ভাইয়া, শহর টাতো দেখাইনি!...নর্থ-ক্যারোলিনা আসলে পরে নিউ ইয়রক ঘুরে যাবেন কিন্তু, আগাম দাওয়াত রইল!
৮| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৭
রাজীব নুর বলেছেন: ছবি ব্লগ পোষ্টটি ভালো লাগলো।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া!
৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৬
ইসিয়াক বলেছেন: ছবিগুলো ফাটাফাটি হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪
কাতিআশা বলেছেন: একটু বেশী হয়ে গেলনা? ..অনেক ধন্যবাদ ভাইয়া!
১০| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব ছবি !!
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস ভাইয়া ভালো লগার জন্য!
১১| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৫
আখেনাটেন বলেছেন: অপূর্ব।
রাস্তাও শিল্পীর আঁকা ক্যানভাসের মতো মনে হচ্ছে।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৬
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!..দৃশ্যগুলো শিল্পীর ক্যানভাসের মতোই লাগছিল!
১২| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: কাতিআশা ,
বাহারী পথে ছুটে চলা এক রঙিন মনের কাব্য মুঠোফোনে বন্দি!
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৭
কাতিআশা বলেছেন: ইস কি সুন্দর কাব্যিক মন্তব্যটা!.অনেক ধন্যবাদ ভাইয়া!..
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫
ইসিয়াক বলেছেন: অবশ্যই আমার দৃষ্টিতে ছবিগুলো ফাটাফাটি হয়েছে , একটুও মিথ্যে নয় ।
শুভকামনা রইলো।
১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৫৫
কাতিআশা বলেছেন:
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৫
করুণাধারা বলেছেন: চমৎকার ছবি তুলেছেন। সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৫৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপা ভালো লাগার জন্য!
১৫| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অপূর্ব ছবি ব্লগ !!
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!..
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫২
ওমেরা বলেছেন: ছবি গুলো খুব সুন্দর মন ভরে গেল।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৬
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ওমেরা আপুনি!
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৩
মলাসইলমুইনা বলেছেন: গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে (আসলে বিশ তারিখে) বড় ভাইয়া এসেছিলেন নিউইয়র্ক ।ওকে নিয়ে নিউইয়র্ক থেকে বোস্টন গেলাম ড্রাইভ করে I-95, I-91 দিয়েই। তখন কিছু কিছু জায়গায় মাত্র ফল কালার আসি আসি করছে । আপনার জার্নির সময়ের মতো এতো কালারফুল না । অল্প কিছু জায়গা অবশ্য তখনও খুব চমৎকার, খুব কালারফুল । সে সময় আমার ড্রাইভ করা ওহাইও ভ্যালি আর পেন্সিলভ্যানিয়ার নিবিড় পাহাড়ের মধ্যকার কয়েকশত মাইলেও আপনার তোলা ফটোর মতো রঙের বাহার ছিল না । এবার আসলে আমাদের এদিকে ফলটা খুব বেশি বোঝাই যায়নি। শীতটা শুরু থেকেই অনেক। স্নো ফলও শুরু হয়েছে আগে । তাই এবার আমাদের ফল নেই। আপনার ফল কালারের পাহাড়ের ফটোগুলো খুব ভালো লাগলো। নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন।
১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৮
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার আর ভাললাগার জন্য!
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৩৭
রাকু হাসান বলেছেন:
অপূর্ব ! প্রথম ছবিটি কি পাহাড়েরর উপর দিয়ে গেছে ? ধন্যবাদ ।