নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
অনেক দিন ব্লগে লেখা দেয়া হচ্ছেনা আমার..খুব ব্যস্ত থাকি--সময়ের বড় অভাব! ছেলের ইউনিভারসিটি আ্যডমিশন নিয়ে কি যে গেল দিন গুলো!..আল্লাহর অশেষ রহমতে ও ওর বোনের মত বস্টন ইউনিভারসিটিতে চান্স পেল কম্পিউটার সায়েন্সে। স্কলারশীপও পেয়েছে ভালই..ওকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ ছিলনা, খুবই ভিডিও গেমে আসক্ত!..এখনও খেলেই যাচ্ছে, পড়াশোনা যেন সেকেন্ডারি ওর কাছে!
দেখা যাক, ভারসিটি তে যাওয়ার পরে একটু পরিবর্তন হয় কি না! দোয়া করবেন..
আসলে বাচ্চারা জনমের পর থেকেই ফুল টাইম কাজ করেছি, বেবি সীটারদের কাছেই বড় হল ওরা! রাতেই পেত শুধু আমাকে, কি ভাবে যেন বড় হয়ে গেল ওরা..খুব মিস করব ছেলেকে আগামী বছর থেকে যখন বাসা ছেড়ে ডরমে চলে যাবে!... কত সময় পাব তখন, কিন্তু সময় যে কাটবেই না---অথচ এখন একটু সময়, একটু অবসর ও যেন দূর্লভ কিছু একটা! এত বড় বাসায় শুঢু দুটো প্রাণী থাকব আমরা, ভাবতেও ভয়ভয়, হাহাকার লাগে। সারা বাড়ীতে, বিশেষ করে, বেইসমেন্টে, গ্যারেজে ওদের দুই ভাইবোনের কত খেলনা ছোটবেলার! কত গল্পের বই! কত স্ম্ৃতি!..এখনও সব গোছানো আছে আগের মতই, যেন এখনই কেউ স্কুল থেকে ফিরে, দৌড়ে ব্যাগ ফেলে রেখে খেলতে বসে যাবে! ..মাঝেমাঝে মনে হয়, এখন নীড়ে ফেরার সময় হয়ে গেছে, সেই আমার দেশ, সেই উত্তর বঙের কোন অখ্যাত মফঃসল শহরে আমাদের সেই আম, কাঠাল গাছ ছাওয়া বাড়ীতে আম্মা বসে আছেন বারান্দাতে, আব্বা শুয়ে আছেন পাশের জলচৌকিটা তে!..বাচ্চারা তো চলে গেল পড়তে, শেষ হলে চাকুরী করবে হয়ত এই দেশেরই অন্য কোন স্টেটে..তাহলে আমি এখন চলে যাই আমাদের সেই বাড়ীটাতে? ..আমার তো দ্বায়িত্ব শেষ, আর কত কাজ, কত কস্ট করব এই বিদেশ বিভুয়ে?..দেশ যে ডাকছে আমায়..
গত বছর আমাদের বাসাটা, আমরা বোনরা সবাই মিলে রেনোভেট (ডিজাইনে ছিলাম আমি আর আমার এক স্থপতী কাজিন) করে আব্বা আম্মা কে উপহার দিলাম!..বড় বড় ছুটিতে ছেলেমেয়ে, নাতিপুতি এসে ভরে যায় এই বাড়ী, আর সেই সাথে আনন্দে ভরে ওঠে আব্বা, আম্মার হৃদয়!...
২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৭
কাতিআশা বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা আর পড়ার জন্য ধন্যবাদ!
২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৩
আকতার আর হোসাইন বলেছেন: আপনার সন্তানদের জন্য শুভকামনা রইল
২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৬
কাতিআশা বলেছেন: ধন্যবাদ আপনাকে!
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১
শের শায়রী বলেছেন: আমারো এই এক জ্বালা আপা, বড় ছেলে স্কুলে পড়ে এত বলি বাবা গেম না খেলে দু এক পাতা বই পড় কে শোনে কার কথা অথচ আমার হাজার পাছে বই আর পত্রিকা আছে, শেষে মার্শাল ল জারি করে তাকে কিছু সময় বিভিন্ন বই পড়তে বাধ্য করি। আমি আজকে আমার মফস্বলঃ শহরে চলে এসেছি ঢাকা ছেড়ে। বড় শান্তি!
ভালো থাকুন আপা।।
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৯
কাতিআশা বলেছেন: খুব ভাল করেছেন! এরকম ক্ষেত্রে কড়া হওয়ার দরকার আছে..আমি তো বেশী বকা দিতে পারিনি, আমেরিকাতে বাচ্চাদের কিছুই বলা যায়না- অদ্ভুত!
পরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: বাড়িটা সুন্দর লাগছে।
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬
কাতিআশা বলেছেন: তাই?..বেড়াতে আসেন একবার সুরভী ভাবি আর পরীকে নিয়ে!
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: বাড়িটার মতোই সুন্দর লেখা!
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া!!
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
নীল আকাশ বলেছেন: অনেক দিন পরে আপনাকে পেলাম আপু। কেমন আছেন?
উত্তরবঙ্গের কথা লিখলেন? কোন জেলা?
ছেলেমেয়েরা বড় হবার পর সব বাবা-মা'রাই নিঃসঙ্গ হয়ে যায়।
ভালো থাকুন এবং শুভ কামনা রইল।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৯
কাতিআশা বলেছেন: সিরাজগন্জ এ...অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য!!
৭| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেকদিন আপনি নাই !!
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৭
কাতিআশা বলেছেন: খুবি ব্যস্ত কাজ নিয়ে...ব্লগে আসি শুধু পড়তে!
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক দিন পর দেখলাম
........................................................
বিজয় দিবস আর ব্লগ ডের শুভেচ্ছা থাকল ।