নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
অনেকদিন লেখা কিংবা পড়া হয়না এই ব্লগে, কারন টা সবারই বোধহয় জানা...এই বিশ্বজোড়া মহামরীর ভুক্তভোগী আমিও..
এপ্রিলের ২ তারিখ থেকেই আমি খুবি অসুস্থ ছিলাম--জ্বর, কাশী, পেট ঝারাপ সব ছিল..২ সপতাহ ঘরের মধ্যই কোয়ারানটিন ছিলাম..কি যে ভয়াবহ সেই দিনগুলো কেটেছে আমার!..ছেলেমেয়ে, স্বামী ওরা কি খেয়েছে, কি করেছে কিছুই জানতে পারিনি. একা একা নীচতলার ফ্যামিলী লিভিং রুমে প্রায় বন্দীর মতো দিনরাত কেটেছে!..টেলি ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধ খেয়েছি, ঘরোয়া টোটকা কিছু নিয়ম মেনে চলেছি---আলাহামদুলিল্লাহ এখন অনেক ভাল হয়ে গিয়েছি!..একটা জিনিস বুঝেছি যে, করোনা মোকাবিলা করতে খুবই মনোবল দরকার আর দরকার, পরিবারের কারো সহযোগীতা!..আমার স্বামী, মেয়ে, এমনকি আমার ননাশরা এসে খাবার দিয়ে গেছে ড্রাইভওয়েতে, পরে আমার ছেলেমেয়ে সেগুলো তুলে এনে ঘরে রেখেছে!
আমার মার্চের ৩০ তারিখ পর্যন্তও সাইটে যেয়ে কাজ করতে হয়েছে আমাকে, এবং সেটাই জন্য আমার এই পরিণতী হয়েছিল..এর জন্য আমি নি্উ ইয়র্ক সিটির প্রশাষন কে দায়ী করছি---আমরা যে সব সাইট অফিস /ট্রেইলার গুলোতে যেতাম, সেখানে নিষেধ সত্তেও বেশী মানুষ থাকত, ক্লীন/স্যানিটাইজ করত কি না ঠিকমত কে জানে!..এ সমস্ত গাফিলতীর জন্য নি্উ ইয়র্ক এর এই অবস্থা! এখন বাসা থেকে কাজ করছি টেলি ওয়ার্কের মাধ্যমে, কিনতু আবার কখন হঠাৎ করে সাইটে আবার যেতে হয়, কে জানে!
সবাই ভাল থাকুন, প্রয়োজন ছাড়া ঘরের থেকে বের হবেন না, যদি যেতেই হয় খাবার/ওষুধ কিনতে, অবশ্যই মাস্ক, গ্লাভস পরে বের হবেন..বাজার করে এসে জিনিসপত্রের ব্যাগ গুলো গ্যারাজে/ বারান্দা/পোরচে ফেলে রাখবেন মিনিমাম ২৪ ঘন্টা...পরে সব বের করে ভাল করে ধুয়ে ফ্রীজ বা, কাউন্টারে রাখবেন। ফলমুল সাবান পানি দিয়ে ধোয়ার দরকার নেই...শুধু পানি দিয়ে পরিস্কার করলেই হবে। আর একটা কথা, আপনি বাজার করে এসে জিনিসগুলো রেখে সেখানেই মাস্ক, গ্লাভস গুলো খুলে ফেলে দেবেন, এবং সাথে সাথেই সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন। তারপর শাওয়ার নেবেন। কাল কে থেকে আমাদের এখানে পবিত্র রমজান--- সবাইকে রমাদান মুবারাক!..নিজেদের ভাল রাখার পাশাপাশী প্রতিবেশী, আত্বীয়, এবং দুখী মানুষদের পারলে খোজখবর রাখবেন। সবচেয়ে বড় কথা মনোবল হাাবেন না---সময় টা বড় কঠিন যাচ্ছে এখন..যে যেভাবে আল্লাহ/ইশ্বর/গড কে বিশ্বাস করেন, সেভাবেই ডাকুন তাকে! আলো একদিন আসবেই টানেলের শেষ প্রান্তে!
কোয়ারানটাইন কালীন কিছয় খন্ডচিত্র...
আমার ননাশের ছেলেরা খাবার দিয়ে গেল ড্রাইভওয়েতে, মেয়ে সেগুলো তুলতে যাচ্ছে।
ব্যাকইয়ার্ডে হঠাৎ চলে আসা খরগোশটিও আমার মত একা!
আমার একাকী রাতের সাক্ষী এই চাঁদ-তারা গুলো (হিউমিডিফায়ারের আলো!)...
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:১১
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৫
রাজীব নুর বলেছেন: সুস্থ থাকুন। ভালো থাকুন এই প্রার্থনা করি।
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া! ভাল থাকবেন!
৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:১১
মা.হাসান বলেছেন: আপনি ভাগ্যবান। পক্সের মতো এই জিনিস একবার হলে দ্বিতীয় বার হবার কথা না (সামান্য কয়েকটা রিপোর্টেড কেস আছে, সন্দেহ আছে সেগুলো নিয়ে)। কাজেই এখন বীরের মতো ঘুরে বেড়ান।
আপনার পরিবারের সদস্যদের ধন্যবাদ। আসলে সহযোগিতা না থাকলে মনোবল থাকে না, মনোবল না থাকলে যুদ্ধে জেতা কঠিন।
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য! ভয় পাচ্ছি ডাক্তার/এপিডেমিওলোজিস্ট রা বলছেন এখানে যে, ২য় বারের মত আরেকবার আসতে পারে এই ভাইরাস আমেরিকাতে এই সেপটেম্বরের দিকে!
৪| ২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি এখন সুস্থ আছেন জেনে খুশি হলাম। করোনার সময়ে মানসিক সাপোর্ট প্রয়োজন। যেটা আপনি পরিবার থেকে পেয়েছেন। সাবধানে থাকবেন।
শুভকামনা রইলো ....
৫| ০৭ ই মে, ২০২০ ভোর ৪:২৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
৬| ০৭ ই মে, ২০২০ সকাল ৭:২৯
আনমোনা বলেছেন: ভালো থাকুন। আশা করি পরিবারের অন্য সদস্যরা ভালো আছে।
২১ শে মে, ২০২০ রাত ১২:৪২
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপু! হা, সবাই আললাহর রহমতে ভাল আছে এখনও পর্যন্.
৭| ১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৩৮
শোভন শামস বলেছেন: সুস্থ থাকুন। ভালো থাকুন
২১ শে মে, ২০২০ রাত ১২:৪২
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া...আপনারাও ভাল থাকুন!
৮| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:৫৭
শায়মা বলেছেন: আহারে আপুনি!
আমার এই প্রিয় আপুনিটা কতখানি কষ্টে কাটিয়েছে সে কটা দিন ভাবছি।
যদিও এই কষ্টে হয়ত কমবেশী সবাইকেই ভুগতে হবে সারা পৃথিবীতে.....
লড়তে হবে করোনার সাথে......
আপুনি ভালো হয়ে উঠেছো জেনে ভালো লাগছে।
সবাইকে নিয়ে ভালো থাকো আপুনিমনি!
১৩ ই জুন, ২০২০ ভোর ৫:০৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপু!
৯| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২২
শেরজা তপন বলেছেন: এখন সুস্থ আছেন জেনে ভাল লাগল। আমার গত চারদিন ধরে স্বাদ -গন্ধ কিছুই নাই- ব্যাস এইটুকুই আর কোন সমস্যা নেই!
ভাল থাকুন নিরন্তর
২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৮
কাতিআশা বলেছেন: আপনি অবশ্যই টেস্ট করান, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। প্রচুর ভিটানিম সি, ডি সমৃদ্ধ খাবার খান, পানি বেশী পান করুন, এবং আইসোলেটেড থাকুন। মনোবল হারাবেন না একদম, বী পজেটিভ! এগুলো মেনে চলুন (যদিও আপনি করোনা পজেটিভ কিনা জানিনা, তবুও সাবধানে থাকাই ভাল নেক্সট ২ সপ্তাহ...ভাল হয়ে যাবেন ইনশাল্লাহ!
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫২
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি সুস্থ আছেন জেনে ভালো লাগলো। রমজান মুবারক আপনাকেও।