নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

অন্দরমহলের সাজুগুজু!

২১ শে আগস্ট, ২০২০ ভোর ৪:০৭

ব্লগার শায়মা আপুর একটা পোস্ট দেখে কেন জানি আমারও একটু শখ হল আমার অন্দরমহলের সাজুগুজুর একটা পোস্ট দেই----ইনটেরিওর ডেকোরেশন এর প্রতি আমারও একটু ঝোঁক আছে, সময় পেলে ঘর সাজাতে ভালই লাগে! এই দম বন্ধ করা, করোনার কবলে আটকে পরা বিষন্ন দিন গুলোতে ঘরে একটু সবুজের ছোঁয়া আনতে, একটু ছোটবেলার পুতুল কিংবা হাড়িপাতিল খেলার মত ঘরের কোনাকুনি সাজাতে, কেন জানি ভালো লাগে...সব কিছু ভুলে থাকার জন্য এটা একটা থেরাপীো মত কাজ করে।
শায়মা আপু!..তুমি আর তোমার মত সৌন্দর্য্য পিপাসু মানুষদের জন্য আমার অন্দরমহলের সাজুগুজুর ভাগ করে করে এই পোস্টা টা উৎসর্গ করলাম...

বাইরের সবুজের ছোঁয়া ঘরেও একটু পাওয়ার আশায়.

..

টেরেরিয়াম, ফুল বিহিন ছোট গাছটি, কেমন মায়ায় ভরা!


তিন সবুজ যেন মৌনব্রত বন্ধু !




ওরা তো চলে যাবে কিছুদিন পর..ছবিই শুধু দেখব চেয়ে...





ছোটবেলার পুতুল খেলার মত ঘর সাজাতে ইচ্ছে করে...

ছবিগুলো সব আমার মুঠোফোনে তোল..কিনতু কিছু ছবি সোজাভাবে আসল না.।চেস্টা করলাম সোজা করতে পারলাম না! /:)

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৪৬

অনল চৌধুরী বলেছেন: করোনা করে যাবে নামে লেখাটা কি আপনি দিয়েছিলেন,যেটা মুছে ফেলা হয়েছে?

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৬

কাতিআশা বলেছেন: নাহ আমি না!

২| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৭

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!..উত্তর দিতে দেরী হয়ে গেল বলে দুঃখিত!

৩| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩১

শেরজা তপন বলেছেন: ভাবছি- আমি কি সৌন্দর্য পিপাসু? না হলে মন্তব্য করা সমীচীন হবে কি না :)


না হলেও সমস্যা নেই - ভাল লেগেছে!

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৫০

কাতিআশা বলেছেন: আপনি অবশ্যই সৌন্দর্য পিপাসু!.. না হলে কি লিয়ানা কে পছনদ করতেন?..অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য

৪| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: শায়মা আপু সহ আপনাদের ইন্টেরিয়র ডেকোরেশনের ছবিগুলি দেখে ভাবি এগুলো কি কোন বাসার অন্দরমহল? নাকি কোন স্টুডিওর অন্দরমহল?
শেষ তিনটি ছবি বেঁকে গেলেও চমৎকার গৃহসজ্জার নিপুণতায় মুগ্ধতা।
শুভকামনা জানবেন আপু।

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৪

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার আর ভাললাগার জন্য !...

৫| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন:





সোজা হলো কি?

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৫

কাতিআশা বলেছেন: আহ! সোজা করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া !..কিনতু কিভাবে করলেন?

৬| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৪

রোকনুজ্জামান খান বলেছেন: অপরুপ সাঝে খুব..... সবুজের ছোয়ায়।

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৬

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

৭| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৬

জুন বলেছেন: বাহ কি চমৎকার অন্দরমহল কাতিয়াশা। মুগ্ধ হবার মতই :)
আমার অন্দরমহলের একটি ছবি দিলাম, যদিও তা আপনার ধারে কাছেও নেই #:-S

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৭

কাতিআশা বলেছেন: জুনাপু!!!!!! তোমার ঘর সাজানোও খুবি সুন্দর!..লাভ ইট!

৮| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩১

আমি সাজিদ বলেছেন: করুনাধারা কি আপনার আরেকটি নিক? বেশ সুন্দর ইনটেরিওর। আসলে ইনটেরিওর দেখেই একজন মানুষের একটা মনস্তাত্ত্বিক ম্যাপিং করে ফেলা যায়।

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৯

কাতিআশা বলেছেন: না ভাইয়া!.। আমি শুধু কাতিয়াশাই!..এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইহা!

৯| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১১

নেওয়াজ আলি বলেছেন: বাহ চমৎকার সাজানো গুছানো সব ছবি । সুন্দর রুচিসম্পন্ন ।

২২ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৯

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

১০| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!

লাভ ইউ সো মাচ!!!!!!!!!! :) :) :)

শুনো, আজকে সারাদিন রিপোর্ট কার্ডের কাজ করতে হবে। তাই এ মুখো হবোও না ভেবেছিলাম! কিন্তু হঠাৎ ফোনে এই পোস্ট দেখে লগ করতেই হলো!!!!!

আপু তোমার বাসা দেখে আমি শুধু মুগ্ধই না তুমি এক্কেবারেই এমনই পরিপাটি যেমন আর্কিটেকচার তেমনই আর্কিটাইপ সাজুগুজু। কোথাও এক রতি ভুল নেই!!!!!!!! একদম আমার প্রতিফলনের মত। যদি তাকে দেখাই দেখো আমি এই দরজায় এই গ্লাস পেইন্ট নিজেই করেছি সে বলবে আরে গোল টাইপ ডিজাইনের মাঝে ট্রায়াঙ্গাল কেনো? এই যে এই দিকটা বাকা ঐ দিকটা ওমন!

এমন রাগ লাগতো!!!!!! মনে মনে ঐ তুই বেশি জানিস!!!!! আমার যেমন ইচ্ছা তেমন সাজাবো! পরে ভেবে দেখেছি ইকাবানার মত করেই ঘরবানা সাজায় আর্কিটেকচার মানুষগুলো!


একদম নিঁখুত পরিপাটি!!!!!!!!!!

আমিও আর্কি না বটে তবে পরিপাটি করতে গিয়ে সারাদিন নষ্ট করে ফেলি মাঝে মাঝে! এত মূল্যবান সময় অপচয়ের পরেও অমূল্য ভালোলাগায় মন ভরে থাকে!!!!!!!!!!



তুমি আমার অনেকককককককককককককককককককককককককক প্রিয় মানুষ এমনিতেই!!!!!!!!

বিশেষ করে কঙ্গাবতী রাজকন্যার বোন কাতিয়াশাবতী আপু!!!!!!


লাভ ইউ সো মাচ!!!!!!!

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৩

কাতিআশা বলেছেন: লাভ ইউ সো মাচ টু!!!!!!!!!!!!!!!!...আগে আরো গুছিয়ে রাখতাম, বাচ্চারা সব ডরমে চলে যাচছে নেক্সট উইক এ..মন বড় অগোছালো, বিষনন হয়ে আছে আপুনি!..ওদের জন্য দোয়া করো!

১১| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৬

ওমেরা বলেছেন: আপু এই যে দেখেন আমার বাসা ।
১:
২:
৩:
৪:
৫:
৬:
খুব সুন্দর তাই না আপু ? হি হি হি —- না আপু এটা আমার না আপনারই বাসা খুব সুন্দর হয়েছে ।
আপু আপনি মনে হয় এখন গভীর ঘুমে আছেন ।
আপু কিছু মনে না করলে এই ছবি গুলো আপনি পোষ্টে দিতে পারেন।
আপু বাসা সাজানো গুছানো আমার খুবই পছন্দের কাজ , এই কাজে আমার কোন কষ্ট আর অলসতা লাগে না ।
বাসা খুব সুন্দর করে সাজিয়েছেন আপু । সুন্দর বাসা সুন্দর মন।
অনেক ধন্যবাদ

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৪

কাতিআশা বলেছেন: ওমেরা মনি!!!!!!!!!!!! তোমার ঘর একটু দেখাও আপু!!!!!!!!!!!!!..জানি তোমার মনের মতই সুনদর হবে!

১২| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৮

শায়মা বলেছেন: জুন আপু!!!

তোমার অন্দরমহলের ছবিও এক্সসেলেন্টো!!!!!!

আরও আরও ছবি চাই!!!!! :)

তোমার গাছেদের ছবি। পাখিদের ছবি!!!!!!

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৫

কাতিআশা বলেছেন: হা..চাই ই চাই জুনাপু!!!!!!!!!!!

১৩| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৯

ওমেরা বলেছেন: ওহ্ আরেকটা কথা আপু ,পোষ্টের প্রথমে একটা ছবি এ্যাড করবেন আপু প্লিজ।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৫

কাতিআশা বলেছেন: ওকে...এরপরে থেকে করব!

১৪| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৭

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর এবং সুসজ্জিত আপনার "অন্দরমহলের সাজুগুজু!"
আপনি এবং শায়মা, উভয়েই এ ব্যাপারে স্পেশালিস্ট, আপনাদের অনুপম রুচির প্রশংসা করতেই হয়।

বাঁকা ছবিগুলোও এত সুন্দর যে ঘাড় বাঁকিয়ে ছবিগুলো দেখতেও বিরক্ত বোধ করলাম না।

সোজা হলো কি? - @বিদ্রোহী ভৃগু, শুধু সোজা করে দিলেই হবে না, কিভাবে এমন সোজা করতে হয়, তার চেয়ে বড় কথা, ভবিষ্যতে ছবিগুলো আর কখনো যেন এমন বেঁকে না যায়, সে ব্যাপারে করণীয় কি, তাও বলতে হবে।

ইনটেরিওর দেখেই একজন মানুষের একটা মনস্তাত্ত্বিক ম্যাপিং করে ফেলা যায় - আমি সাজিদ এর এ কথাটা শুনে রীতিমত ভয় পেয়ে গেলাম। কারণ, আমার চেয়ে অগোছালো ব্যক্তি এ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই বলে মনে হয়!

পোস্টে ভাল লাগা + +।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৮

কাতিআশা বলেছেন: ইস এত সুন্দর মন্তব্যে মনটা ভরে গেল...ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ খায়রুল ভাইয়া!

১৫| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৮

ওমেরা বলেছেন: অনল চৌধুরী ও আমি সাজিদ ভাইয়া আপনারা একথা কেন বলছেন কাতিআশা আপু কেন করুনাধারা আপু হবে !
ওনারা দুইজনই আলাদা সন্মানিত ব্লগার ।

১৬| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩২

শায়মা বলেছেন: ওমেরা আপুনি তোমার অন্দরমহলের সাজুগুজু দাও!!!!!!

আর সাজিদভাইয়ু!!!!!!! তোমার মনস্তত্ব মানে তোমার বাসার আইসোলেশন ঘরটার ছবি দেখাও ভাইয়ু!!!!!!!!!

১৭| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪

শায়মা বলেছেন: খায়রুলভাইয়া
তোমার মনস্তত্ব বলি-

কথা বার্তায় চলনে বলনে তুমি ভীষণ পরিপাটি। এক্কেবারেই নিয়ম মানা ক্যাডেট বালক আজও আছো!


কিন্তু আজ শুনলাম তুমি দারুণ অগোছালো। মানে মনে মনে তুমি চিত্রকর বা উদাসী বাউলদের মতই দারুণ এলোমেলো হা হা হা


ঠিক বুঝেছি না বলো!!!!!!!!

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:১০

কাতিআশা বলেছেন: ক্যাডেটরা সারা জীবন নিয়ম মানতে মানতে নিজের ঘরে এসে তখন হাল ছেড়ে দেয়..হা হা ..নিজের ঘরের মানুষকে দিয়েই জানি আপুনি!

১৮| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪১

ভুয়া মফিজ বলেছেন: শায়মার বাসা তো কয়দিন পর পরই দেখি। আপনার কয়েকটা বাকা হয়ে দেখতে গিয়ে কোমরে ব্যাথা লাগলো, পরে ভৃগুদার সোজা ছবি দেখে ব্যাথা কমালাম। আর এই চান্সে বোনাস হিসাবে জুন আপার বাড়ির কিয়দংশও দেখা হলো।

বড়লোকদের বাড়িঘর দেখলেও শান্তি!!! =p~

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:১২

কাতিআশা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া..তবে আপনার কোমড়ে ব্যাথা লাগায় খুবি স্যরি!!!!!!!!!!!!!!!!!!!

১৯| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: আমার ঘরের কিছু ছবি তুলে কি আপনাদের দেখাবো?

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৩

কাতিআশা বলেছেন: প্লিজ ভাইয়া প্লিজ!..ছবি দেন আপনার ঘরের!!!!!!!!!!!!!!!!

২০| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: ১৯. ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০১০

রাজীব নুর বলেছেন: আমার ঘরের কিছু ছবি তুলে কি আপনাদের দেখাবো?


অবশ্যই দেখাও ভাইয়া!!!!!!

সুরভীভাবী লক্ষীমনি কেমনে পুতুলের বাড়ি সাজায় দেখি !!!!!!!!

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৫

কাতিআশা বলেছেন: উফ খুবি অপেক্ষায় আছি আমাদের প্রিয় রাজীব ভাইয়া-সুরভী ভাবির সাজানো গোছানো ঘরের একটু ছোঁয়ার জন্য!!!!!!!!!!!!

২১| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৩

শায়মা বলেছেন: ১৮. ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪১১

ভুয়া মফিজ বলেছেন: শায়মার বাসা তো কয়দিন পর পরই দেখি। আপনার কয়েকটা বাকা হয়ে দেখতে গিয়ে কোমরে ব্যাথা লাগলো, পরে ভৃগুদার সোজা ছবি দেখে ব্যাথা কমালাম। আর এই চান্সে বোনাস হিসাবে জুন আপার বাড়ির কিয়দংশও দেখা হলো।

বড়লোকদের বাড়িঘর দেখলেও শান্তি!!! =p~


রাজপুত্রভাইয়া তোমার রাজপ্রাসাদের ছবিও দেখাও ঢং ঢাং ছেড়ে!!!!!!!

২২| ২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩০

আমি সাজিদ বলেছেন: না, এতোটা জোর দিয়ে কথাটা বলা উচিত হয়নি বোধহয়। সবসময় ইনটেরিয়র আর মনের ব্যাপারটা একসাথে যায় না। আমার আইসোলেশন রুমের বেহাল অবস্থা।

২৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৫

ঘরহীন বলেছেন: নাহ, ইন্টেরিয়র ডিজাইন করা আমার বাসার ছবি না দিলে আর হচ্ছে না!

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৬

কাতিআশা বলেছেন: ইস ভাইয়া প্লিজ দাও ছবি দাও এখুনি!!!!!!!

২৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৫২

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: কোনো একদিন, নিজের বাসা হলে পরে, আমিও...

২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৭

কাতিআশা বলেছেন: অপেক্ষা করছি ভাইয়া!!!!

২৫| ২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৬

শেরজা তপন বলেছেন: :) লিয়েনার ছবি দিলে অন্য কারো পছন্দ নাও হতে পারে-
'প্রথম যৌবনের চোখে সৌন্দর্যের সংজ্ঞা ভিন্নতর হয়'

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০২

কাতিআশা বলেছেন: That's true...but I can imagine she was very pretty!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.