নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
লেখার চেয়ে আঁকতে বেশি ভালো লাগে, তাই আমার আঁকা একটা হাবিজাবি স্কেচ শেয়ার করছি---
এই স্কেচটির পেছনে একটা গল্প আছে- দুপুর রোদে আমার হোম অফিস কাম ডাইনিং টেবিলের একটা ছবি লাস্ট পোস্টে দিয়েছিলাম, আজকেও তাই দিলাম, --তবে এঁকে দিলাম! সাদাকালো স্কেচের মত আমাদের জীবনও কেমন যেন বর্ণহীন হয়ে উঠছে! ভালো লাগে না কিছুই, কেমন মন মরা চারিপাশে সবকিছু---অথচ গত বছর এই সময় আমার বাসা ভরপুর আনন্দে, কত মজার খাবার দাবার, বাসাভরতি মানুষজন--আমার ছেলেমেয়ে, ভাগনা- ভাগনি, বোনেরা, আরও কত সবাই জড়াজড়ি করে এই ঠান্ডায় লেপ মুড়ি দিয়ে ফ্যামিলি লিভিং রুমে টিভি দেখছি, রান্না ঘর থেকে আসছে মনমাতানো খাদ্যের সুঘ্রান!...থ্যানক্সগিভিং উৎযাপনের আনন্দ আর কি! কিন্তু করোনা আমাদের সব আনন্দ কেড়ে নিয়েছে, সবাই ভার্চুয়ালী একে অপরকে স্বাগত জানিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে!..কেউ নেই এবার আমাদের বাসায়! অথচ এর আগে সব সময় আমার বোনের ছেলেমেয়েরা কত দূর দূরানতের স্টেট থেকে ফ্লাই করে আসতো--ওদের মায়ের একটু ছোঁয়া আমার মাঝে খুঁজে পেতে কত কস্ট করে ওরা আসত আমার ছোট্ট নীড়ে! আহারে বাচ্চারা আমার---সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেঁচে থাকলে আগামীবার দেখা হবে নিশ্চই ইনশাললাহ!
আমার হোম অফিসের হাবিজাবি একটা স্কেচ!
জানালার বাইরের পড়ন্ত বিকেলের দৃশ্য ফোন ক্যামেরায় ধরতে গিয়ে দেখলাম, একটা দূরন্ত কাঠবেড়ালী বিদ্যুতের তারে গিয়ে কেমন বসে আছে!
২৪ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:০৩
কাতিআশা বলেছেন: আপা অনেক ধন্যবাদ পড়ার জন্য! পাতা তো সব ঝড়েই গেল, ক্যামেরায় তা ধরে রাখতে পারলামনা এবার!
২| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৫৫
অজানা তীর্থ বলেছেন: দুটো ছবিই( আঁকা এবং তোলা) সুন্দর হয়েছে। ধৈর্য্য ধারণ করুন দেখবেন সৃষ্টিকর্তা সব ভালো করে দিবেন।
২৪ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:০৭
কাতিআশা বলেছেন: ইনশাললাহ, অনেক ধন্যবাদ ভাললাগার জন্য!
৩| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগলো।
কাঠবিড়ালী ছবি তোলা চারটে খানি কথা নয়। এরা এত দ্রুত দৌড়ায়।
২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগার জন্য রাজিব ভাইয়া!
৪| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
ওমেরা বলেছেন: করোনা আসলেই জীবনটাকে পুরোপুরি ভার্চুয়াল করে দিয়েছে। তবু ভালো, একবার চিন্তা করেন তো আপু এই ভার্চুয়াল জগত যদি না থাকতো আজকে এই করোনা সময়ে আমাদের কি অবস্থা হত।
স্কেচ ও ছবি দুটোই সুন্দর হয়েছে আপু।
৫| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫
কাতিআশা বলেছেন: ওমেরা মনি কেমন আছো আপু! অনেক ধন্যবাদ ভাললাগার জন্য!
৬| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সুন্দর আঁকি বুকি.......
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯
কাতিআশা বলেছেন: থ্যাংকিউ রাজকন্যা!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪৬
রাবেয়া রাহীম বলেছেন: মন খারাপের একলা সময় গুলো তে লেখালেখি , ছবি আকা , ছবি তোলা এইগুলোতে মন ভালো হয় ।
পাতা ঝরার কিছু ছবি দিলে আরও ভালো লাগতো ।