নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
আজকে অনেক তুষারপাত হয়েছে এখানে..বাইরে বেরোনোর কোন উপায় নেই! দেখতে তো ভাল লাগে, কিন্তু পরিস্কার করার কথা মনে হলে গায়ে জ্বর চলে আসে..আপাতত দেখতেই থাকি--পরে কিছু না হয় করা যাবে!
এটা এবছরের প্রথম তুষারপাত নিউ ইয়র্কে। এমনি তেই করোনার থাবায় মানুষের জীবন বিপর্যস্ত, কত মানুষের চাকুরী/কাজ নেই..এর মধ্যে এই তুষার সাদা সুন্দরী এবার যেন কিছুটা দানবের মত জনজীবনে হানা দিয়েছে..সৌন্দর্য্য দেখার মত কারো মনের অবস্থা নেই!
তবু আমি কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে..ঘরের ভেতর থেকে যতটুকু পারা যায়, ক্যামেরায় তা বন্দী করেছি!
আমার অবশ্য সকাল বেলায় স্নো দেখতে ভালই লাগে..রাতে আরও অপার্থীব লাগে, কেমন জোৎস্না জোৎস্না ভাব! (রাতের ছবি নেই এখানে যদিও)
কাজের ফাঁকে তোলা
চিরচেনা সবুজ পেছনের বাগানটা যেন একটা সাদা কম্বল দিয়ে মুড়িয়ে চুপচাপ ঘুমাচ্ছে!
সামনের রাস্তা টাও পরিস্কার হয়নি এখনো..বের হব কিভাবে?
দরজাও খুলতে সময় লাগবে!
আপাতত বসার ঘর থেকেই সাদার খেলা দেখি...
বাচ্চাদের মত আমারও একটু খেলতে ইচ্ছে করছে..কিনতু যে ঠান্ডা!!!!!!!!!!!!!!!
১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬
কাতিআশা বলেছেন: সরকারের লোক শুধু সামনের রাস্তা গুলো পরিস্কার করে। বাসার সামনের ড্রাইভওয়ে, আশেপাশের জায়গা লোকজন নিজেরাই পরিস্কার করে!..এখানকার লোকজন খুবই পরিশ্রমী, যতটা পারে নিজেদের কাজ নিজেরাই করে!
২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: ঢাকায়ও ক'দিন হলো শীত পড়েছে। কিন্তু আপনাদের তুলনায় তা মোটেই উল্লেখযোগ্য নয়। আপনার ছবিগুলো দেখে এখান থেকেই যেন অনুভব করতে পারছি, ওখানে কী অবস্থা!
১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৫২
কাতিআশা বলেছেন: হ্যা আসলেই খুব বাজে একটা অবস্থা, তারমধ্যে আজ রাতে ভয়াবহ ঠান্ডা পড়বে!..পড়ার জন্য অনেক ধন্যবাদ খায়রুল ভাই! সালাম জানবেন।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৭
শায়মা বলেছেন: তুষার মোড়া পৃথিবী!
দারুণ সুন্দর আপুনি....
১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০২
কাতিআশা বলেছেন: সত্যি আপুনি বেড়াছেড়া অবস্থা হলেও ভালই লাগে দেখতে..আর লেপ মুড়ি দিয়ে নেটফ্লিক্সে কোন জমজমাট কিছু দেখতে তো আরও মজা এই তুষারপাতের সময়!
তোমার জন্য আরেকটি ছবি পাঠালাম ঠিক এই মুহুর্তের..বিকেল হয়ে আসছে, তাও বরফ গলার নাম নেই!
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
ছবি সুন্দর হয়েছে ।
বিবিসির নিউজে দেখলাম বাচ্চারা তুষারপাতকে ভালই উপভোগ করতেছে ।
দোয়া করি করোনার আপদকালীন সময়ে এই তুষারপাত যেন
নিউ ইয়র্ক বাসীদের জীবনে কোন দুর্যোগ বয়ে না আনে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০৫
কাতিআশা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!..আজকে কাজে বের হলাম, রাস্তায় বিশ্রী অবস্থা!..
৫| ১৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৬
নেওয়াজ আলি বলেছেন: বেশ নয়নাভিরাম প্রকাশ ।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০৫
কাতিআশা বলেছেন: পড়া ও ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ!
৬| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৫
মিরোরডডল বলেছেন:
আমি মুলত আউটডোর পার্সন । তাই সামার অনেক ভালো লাগে ।
শীতকাল হচ্ছে ডিপ্রেসিভ, কেমন যেনো ল্যাজি আর ইনেক্টিভ
কিন্তু আপুর এই ছবিগুলো অপূর্ব সুন্দর !
এখানে উইন্টারের প্রশংসা করতেই হয় । বিউটিফুল !
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০৭
কাতিআশা বলেছেন: সামার আমারও ভাল লাগে, কিন্তু শীতকালে কাজ করার অনেক এনার্জী পাই! ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ!!!!!!!!!!
৭| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সরকারের লোক শুধু সামনের রাস্তা গুলো পরিস্কার করে। বাসার সামনের ড্রাইভওয়ে, আশেপাশের জায়গা লোকজন নিজেরাই পরিস্কার করে!..এখানকার লোকজন খুবই পরিশ্রমী, যতটা পারে নিজেদের কাজ নিজেরাই করে!
ধন্যবাদ আপনাকে মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
ছবি গুলো আরো সুন্দর করে তোলার দরকার ছিলো।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০৭
কাতিআশা বলেছেন: ধন্যবাদ।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫১
ওমেরা বলেছেন: স্নো ঝরা দেখতে আমার খুব ভালো লাগে । আমাদের একদিন অল্প এসেছিল অনেক বেশী আসার জন্য অপেক্ষা করছি।
আপু ছবি দেখে ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৮
কাতিআশা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ আপুনি!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: তুষারপাত আপনাকে পরিস্কার করতে হবে কেন? সরকার থেকে লোক এসে পরিস্কার করে দিয়ে যাবে।
আমাদের ঢাকা শহরে বৃষ্টির পানি জমলে সিটি করপোরেশন পানি অপসারনের ব্যবস্থা করে।