নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

কথা ও ছবি...

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৪

দেশে এসেছি কয়েকদিন হলো, বিশেষ জরুরী কাজে। আসলে আব্বা আম্মার শরীর টা ভাল না..খুব দেখতে চাইছিল মনটা! তাই এই করোনার ঝুকির মাঝেও হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ছুটে চলে আসলাম..কত যে ঝক্কি ঝামেলা পোহাতে হল, আরকি বলব! এই করোনা টেস্ট করানো, নির্দিস্ট সময়ের মধ্যে নেগেটিভ রেজাল্টের জন্য অপেক্ষা, আবার শেষ মুহুর্তে খারাপ ওয়েদারের কারনে ফ্লাইট ক্যানসেল হয়ে পরেরদিন ফ্লাইট ধরা, কত কি! ছেলে আর তার বাবা কে রেখে মা, মেয়ে আমরা চলে আসলাম দেশে..আবার আসার পর থেকে সারাক্ষন মাস্ক পরে আছি, কারন আব্বা আম্মার বয়স হয়েছে, ওনারা বেশী ভালনেরাবল, তাই!..দেশে এসে চার দেয়ালে বন্দী হয়ে আছি..তবুও ভাল লাগছে আপনজনদের কাছে পেয়ে! মাঝে মাঝে ৯ তলা এপার্টমেন্টের দক্ষিনমুখী হাফ-মুন শেইপ বারান্দায় দাড়িয়ে সামনের ঘন সবুজে ভরা রমনা পার্ক দেখতে ভালই লাগে, কিন্তু আব্বা-আম্মার দিকে তকালে বুকটা টন টন করে ওঠে! এত খারাপ তাদের দুজনের শরীর, আর কি বলব!..আর ভাল লাগেনা আমেরিকায় পরে থাকতে! কিন্তু ছেলে আমার মাত্র ইউনিভারসিটি শুরু করল,... কিভাবে ওদের রেখে আসি একা?..আসলে এটা একটা বিশাল মানসিক পরীক্ষা! ভাবছি, মাঝে মাঝেই চলে আসব, আমাদের দেখে ওনারা কি যে খুশি! আববা কিছুই নাকি খেতে চাইতনা, আমি ওনার জন্য প্রোটিন সমৃদ্ধ Ensure নিয়ে আসলাম, ওটা আমি অনেক বলার পরে খাচ্ছে একটু একটু..দেখে খুব শান্তি লাগছে! আজ দুপুরে বারান্দার রোদে বসে আম্মা আমার মেয়ের গান শুনলেন একটার পর একটা---আহা এভাবে যদি অনেকদিন থাকতে পারতাম!
ছেলের জন্য মনটা খুব খারাপ লাগছে..সকালে ওর সাথে কথা হল, বলল নি্উ ইয়রকে নাকি অনেক ঠান্ডা পড়েছে। কিছুদিন আগে ওর ফাইনাল পরীক্ষার জন্য পড়ছিল (ফাঁকিবাজ বলে আমি একটু পাহাড়া দিচ্ছিলাম!) বাসায় এসে, এই ফাকে দ্রুত ওর একটা স্কেচ করেছিলাম ৫/৬ মিনিটের মধ্যে। আঁকা শেষ হলে ওকে দেখালাম, মুচকি হেসে বলল--" ওয়াও আমমু, ইটস আ্যমেইজিং!"
ছবি টা শেয়ার করলাম (মাঝে মাঝে মনে হয়, এখনও বোধহয় আগের মত আঁকতে পারি কিছুটা!



ছবিটা সোজা করতে পারলাম না!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাবধানে থাকবেন,খুববেশি প্রয়োজন নাহলে বাইরে বের হবেন না। বিদেশ থেকে যারা যায় তাদের সমস্যা একটু বেশি।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৪

কাতিআশা বলেছেন: না বাইরে বের হচ্ছিনা, আসলে আমি এমনিতেই দেশে আসলে বাসাতে থাকতেই ভাল লাগে..খুবি কম বের হই। পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া!

২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৯

রাজীব নুর বলেছেন: ছবিটা কি আমি সোজা করে দিবো?

২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

কাতিআশা বলেছেন: কাজী ফাতেমা ছবি আপু তো সোজা করে দিল..

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে আপি

আল্লাহ আপনার মা বাবাকে সুস্থ ও নিরাপদ রাখুন

২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি তোমাকে..তোমরাও সবাই ভাল থেক সবসময়!

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: ছবি সব সময় লেখার উপরে দিবেন। নীচে নয়।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

কাতিআশা বলেছেন: কেন বলুন তো? স্কেচ কি ভাল হয়েছে?

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

মেহেদি_হাসান. বলেছেন: আপনার পেন্সিল স্কেচটা সুন্দর হয়েছে, আপনার বাবা মায়ের সুস্থতা কামনা করি।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

কাতিআশা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল লাগার আর দোয়া করার জন্য!

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

ওমেরা বলেছেন: কত মায়া আর ভালোবাসায় জড়ানো সম্পর্ক মা, বাবা ।
আমার খুব ইচ্ছা ছিল লিখা,পড়া শেষ করে দেশে চলে যাব আব্বু আম্মুর সাথে থাকবো। লিখা পড়া শেষ হওয়ার আগেই আম্মু চলে গেল না ফেরার দেশে । এখন আর দেশে যাওয়ার টান অনুভব করি না তেমন ।
আল্লাহ আপনার বাবা, মাকে ভালো রাখুন সুস্থ্য রাখুন ।
ধন্যবাদ আপু ।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

কাতিআশা বলেছেন: ধন্যবাদ আপুনি তোমার সুন্দর মন্তব্যের জন্য..বাবা মায়ের উপরে আল্লাহ সুবহানুতায়ালা ছাড়া আর কিইবা আছে বল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.