নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

বিকেল বেলার মায়া!

০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:৪৫

এবার আমাদের এখানে খুব স্নো পড়েছিল, অন্যান্য বছরের তুলনায় অনেক বেশী। এক রকম বিরক্তিই চলে এসেছিল,..কাজ না থাকলে বরফপড়ার রুপ দেখতে ভালই লাগে! কিন্তু আমার তো প্রতিদিনই বের হতে হয়,-- রাস্তাঘাটের অবস্থা ভাল থাকেনা, পার্কিং এর বেহাল দশা! এখন একটু ভাল ওয়েদার, মোটামুটি পরিস্কার আকাশ, ঠান্ডা অবশ্য এখনোও প্রকট!
ব্লগে কম লিখি এখন, মাঝেমাঝে সবার লেখায় চোখ বুলিয়ে যাই শুধু---কি হবে লিখে? খুবি আলসেমী লাগে, সারাদিন কাজের পরে রাতে একটু অবসার পেলে নেটফ্লিক্সে কিছু দেখি..অবশ্য প্রায়দিনই সোফায় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই, গভীর রাতে ঘুম ভেংগে গেলে উপরে চলে যাই আবার ঘুমাতে---বড় নিথর, নিরব এলাকা আমাদের..যেন কোন জনমানব নেই! মেয়ে বাসায় আসলে একটু ভাল লাগে,-- ওর কথা, হইচইয়ে বাসাটা একটু ভরাভরা লাগে। বাচ্চারা হোস্টেলে চলে গেলে শুধু আমরা দুজন..পাথর সময় যেন, কাটতেই চায়না কিছুতেই!

সেদিন কাজ থেকে ফিরে নীচ তলার ফ্যামিলি রুম থেকে শেষ বিকেলের আলো দেখছিলাম,... একটা মন খারপ করা সৌন্দর্য্য নিয়ে আমার ব্যাকইয়ার্ড টা সাদা স্নো তে মায়াবতী রুপে সেজেছিলো, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার শুন্য বুক থেকে! কি ভাবে কাটিয়ে দিলাম এতগুলো বছর প্রবাসে! ..তবু কত মায়া আমার এই নিজস্ব আংগিনা টুকু ঘিরে!...এক শিকড় ছিঁড়ে আরেক শিকড়ে আবার নিজেকে কখনো গাঁথা যায়?





আমার ফোনের ক্যামেরায় তোলা শেষ বিকেলের ছবিটা!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:



টিকা নিয়েছেন?

২| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৪৯

কাতিআশা বলেছেন: হ্যা নিয়েছি, আপনি?

৩| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: এখন মানুষ ইউটিউব দেখে না। নেটোফ্লিক্স দেখে।
আমিও দেখি। প্রতিদিন একটা করে মুভি দেখি।

০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:২৮

কাতিআশা বলেছেন: খুব ভালো!

৪| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৫২

নীল আকাশ বলেছেন: কেমন আছেন আপনি? অনেক দিন পরে ব্লগে দেখলাম আপনাকে!
মানুষের জীবনে একটা সময়ে এসে শুধু দুইজন ছাড়া আর কেউই পাশে থাকে না।
এটাই নিদারুন বাস্তবতা।
ছবি নিস্তব্ধতায় ভরা।

০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:০৫

কাতিআশা বলেছেন: : অনেক ধন্যবাদ ভাইয়া!

৫| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: পাথর সময় যেন, কাটতে চায়না কিছুতেই!
বিষন্ন সুন্দর বিকেল...

০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:৫৭

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপু!

৬| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:৩২

ওমেরা বলেছেন: আপু কেমন আছেন ? স্নো আমার অনেক প্রিয় ,যদিও আমাদের এখন স্নো নেই আগামী সপ্তাহে আবার আসবে ।

জীবনটা কি এরকমই, একজন থেকে দুইজন, সেই দুইজন থেকে আবার কয়েকজন হয়। সংসারটা ভরে উঠে । কিছুদিন ব্যাস্ততা তার পর একে একে চলে যায় সেই দুইজন থেকে । সেই দুইজন থেকে যখন একজন চলে যায় চিরতরে তখন জীবন মনে হয় আর জীবন থাকবে না, এসব আমার থেকে অনেক দুরে তবু আপনার লিখাটা পড়ে ভাবতেই কেমন যেন লাগলো।

ভালো থাকবেন আপু।

০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:৩০

কাতিআশা বলেছেন: তুমিও খুব ভালো থেকো ওমেরা মনি!..পড়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.