নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
আমাদের এখানে এখন বসন্তকাল চলছে, সেই সাথে গাছে গাছে নতুন কুড়ি, ডালপালা আর ফুলের সমাগম শুরু হয়ে গেছে! তবে এখনও সব গাছে ফুল-পাতা পরোপুরি আসেনি..তাতেই মনে হচ্ছে কি রঙের বাহার চারিদিকে! আমার ব্যাকইয়ার্ডেও রঙের খেলা শুরু হয়ে গেছে..আজকে কাজ করতে করতে বাইরের এই অপরুপ দৃশ্য দেখে মনটা ভাল হয়ে গেল।
আমার খুব প্রিয় এই ফ্যামিলি লিভিং রুমের জায়গা টা..যেন একটা ফটো ফ্রেম! প্রকৃতি আমার এত কাছে, যেন কোল জুড়ে বসে আছে!
বসার রুম থেকে বের হলাম, ঘাসে পা দিতে..আমাকে দেখে খরগোষ ছানাটা পালালো!
আহা কি মায়া আর রঙ এই ঘাস, ফুল- লতা- পাতার!
মায়াবী একটা কোন!
আরেকটি ফটো ফ্রেম যেন আমার ডাইনিং রুমের জানালা!
এতো আমার আরেকটি প্রিয় ফটো ফ্রেম..লিভিং রুমের জানালা!
সব ছবি গুলো আমার আই ফোনে তোলা...আজকে দুপুরে!
০৭ ই মে, ২০২১ রাত ১২:৪০
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য!..বসন্তের শুভেচ্ছা!
২| ০৭ ই মে, ২০২১ রাত ৩:৫২
শেরজা তপন বলেছেন: দারুন- আপনার ক্যামেরার চোখে আমরাও দেখে নিলাম আপনার আংগিনার এমন দুর্দান্ত সব দৃশ্য!
০৭ ই মে, ২০২১ রাত ১০:৫২
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল লাগার জন্য!..আপনার বাবনিক সিরিজটা পড়তে হবে। বলগে বসার সমায় পাইনা একদম.।ছেলেমেয়ের ফাইনালস চলছে!..আবার কাজের চাপ..খুব ভাল থাকবেন!
৩| ০৭ ই মে, ২০২১ ভোর ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
সেই এলাকায় করোনার কি অবস্হা?
০৭ ই মে, ২০২১ রাত ১০:৫৩
কাতিআশা বলেছেন: আমাদের এখানে এখন একটু বেটার..সবাই মাস্ক পরে, টিকাও নিচ্ছে সবাই।
৪| ০৭ ই মে, ২০২১ সকাল ৭:৪৪
জটিল ভাই বলেছেন: সুন্দর ছবি তোলার হাত......
০৭ ই মে, ২০২১ রাত ১০:৫৪
কাতিআশা বলেছেন: মোটামুটি তুলি এই আর কি!..অনেক ধন্যবাদ পড়ার জন্য!
৫| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:৪৬
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ -সিরিজ চলতে থাকুক, আপনি সময় নিয়ে পড়বেন
১৮ ই মে, ২০২১ রাত ১২:১০
কাতিআশা বলেছেন: খুব ব্যস্ত সময় যাচ্ছে ভাইয়া..মেয়ের গ্রাজুয়েশন হলো..অন্য স্টেটে গেলাম, আবার নি্উ ইয়রকে এসেই কাজের চাপ!..দম ফেলতে পারছিনা, সময় করে পড়ে নিব ভাইয়া!
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর। সবচেয়ে বর কথা পরিস্কার পরিচ্ছন্ন। একদম টিপটপ।