নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
অনেকদিন পরে ব্লগে এসে দেখলাম ছবি প্রতিযোগীতা শুরু হয়েছে। কেন জানি, বেশ উৎসাহ পেয়ে গেলাম! আমি মোটেও ভাল ফটোগ্রাফার নই, তবুও মাঝে মাঝে শখের বসে দালান কোঠা, প্রকৃতি-গাছপালা, মানুষের অভিব্যাক্তি ইত্যাদি তুলে ফেলি। না, আমার কোন প্রফেশনাল ক্যামেরা নেই..এই আই ফোনেই যা পারি, তাই তুলে ফেলি! আমার এই ছবি গুলো বিভিন্ন সময়ে, বিভিন্ন শহরে, আর কি কিছু কিছু কাজের সুত্রে সাইট পরিদর্শনের সময়ে তোলা, দেখি আপনাদের একটু হলেও ভাল লাগে কিনা! (আমি জানি, এই ব্লগে প্রচুর ভাল ফটোগ্রাফার আছেন,... তাদের তোলা প্রফেশনাল ছবির পাশে এগুলো দিতে একটু লজ্জা লাগছে অবশ্য!)
ছবির কাহিনী: এই ছবি গুলো আমি এ বছরের জানুয়ারীর এক প্রচন্ড শীতের সকালে তুলেছিলাম আমার এক বিল্ডিং সাইটে গিয়ে-- ছাদ পরিদর্শন কালে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হঠাৎ খেয়াল করলাম,..এই কঠোর ঠান্ডা, আর ধুসর প্রকৃতিতেও কি অসম্ভব সুন্দর লাগছে ম্যানহাটানের স্কাই লাইন দেখতে, ইস্ট হাডসন রিভারের তীর ঘেষে!..দেরী না করে, হাতমোজা খুলে দ্রুত তুলে ফেললাম কিছু সেই পানি, স্থাপত্য আর আবহাওয়ার অপুর্ব সমন্বয়ের মুহূর্তটা কে!
স্থাপত্যের কাব্য: দালান কোঠা, ঘর বাড়ি সব কিছুই একজন স্থপতি হিসেবে আমাকে ভিষন আকর্ষন করে, আর সেগুলোর কাব্যিক সমন্বয় বা, কম্পোজিশন ক্যামেরার ফ্রেমে আটকাতেও খুবই ভাল লাগে! প্রথম ছবি দুটি নিউ ইয়র্ক শহরের গুগেনহাম মিউজিয়াম (Architect: Frank Lloyd Wright) এর ভেতরে তোলা, বেশ কয়েক বছর আগে। দেশ থেকে আমার কিছু আর্কিটেক্ট বন্ধু বান্ধবরা এসেছিল, ওদের নিয়ে গিয়েছিলাম ওখানে..আহা, কতই না পড়েছি বুয়েটে থাকতে এই মহান বিল্ডিং সম্পর্কে! পরের ৩ ও ৪ নং ছবিগুলো এক ইটালীয়ান রেস্তোরার ভেতরের উঠোনে তোলা..কি যে মায়াবী সেই বিলডিংয়ের আচ্ছাদন (Facade), যেন সেই ইতালীর এক মফঃস্বল পাড়ার কোন বাড়ীর শান্ত উঠোন! রাধুনী ইসাবেলার অমায়িক ব্যবহার ছিল আরেক মধুর সংযোজন!..এটিও নিউ ইয়র্কের কুইন্স শহরে তোলা।
[নারী, প্রকৃতি আর একটি খিলান: আহা, এই ছবিগুলোর স্থানটি আমার ভিষন প্রিয়!..আমার দেখা, স্থানীয় বীচগুলোর মধ্যে (মানে, আমার শহর কে বুঝিয়েছি) এই মরগ্যান মেমোরিয়াল বীচ (গ্লেন কোভ, লং আ্যাইলান্ড) টা সবচাইতে সুন্দর! আমি সময় পেলেই চলে যাই ওখানে..ছবি গুলো ২ বছর আগে তোলা..প্রকৃতির সাথে মিশে থাকা নারীটি আমার ভাগিনি, বেড়াতে এসে আমের ক্যামেরার ফ্রেমে বন্দি হয়ে গেলো!
স্থাপত্য, মানুষ আর মৌনতা: স্থাপত্যের সাথে মানুষের আর তার মনের এক অদ্ভুত যোগাযোগ আছে..বৈরী, রুক্ষ দালান কোঠা মানুষ কেমন নিস্ঠুর, যোদ্ধা বানিয়ে দেয়..আবার সেই দালানই কেমন স্নিগ্ধ প্রকৃতির সাথে মিশে গিয়ে মানব মনকে এক অপার্থীব মৌনতায় ভরে তোলে! প্রথম ছবি দুটো টেক্সাসের এক পুরোনো শহরে তোলা, ২০১৬ সালে। শেষের ছবিটি আমারই গৃহকোনে,.।গত বছরের করোনাকালীন এক বিকেলে আমার মেয়ের ধ্যানী মুহূর্ত!
কেন লাগল কে জানে ছবিগুলো আপনাদের! সবাই খুব ভাল থাকুন!
২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৪৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
২| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রায় সবগুলো ছবিই ভীষণ ভালোলাগার মতো তবে ২য় এবং ১০ম, ছবি দুটো আমার দৃষ্টিতে এক কথায় অসাধারণ মনে হয়েছে। দশম ছবিতে আলো-ছায়ার অসাধারণ খেলা আপনি তুলে ধরেছেন। তবে সূর্যাস্তের প্রতিটি ছবিতে কেন বা পাশের উপরের দিকে কিছুটা অন্ধকার এসেছে তা আমার বোধগম্য নয়। খুব সম্ভবত লেন্সের কারণে এমনটা হতে পারে। অনেক শুভ কামনা থাকলো।
২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৪৬
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য!..এগুলো সব আমার আই ফোনে তোলা, তাই রেজ্যিলিউশন মোটামোটি!
৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৩২
নিয়াজ সুমন বলেছেন: তিন , দশ ও এগার নম্বর ছবি গুলো ভালো হয়েছে... শুভ কামনা
২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৪৭
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদভাল লাগার জন্য ভাইয়া!
৪| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা
ভালো থাকুন
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৩৬
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপু! তুমিও ভাল থেকো!
৫| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১০
আখেনাটেন বলেছেন: এত এত ভালো ছবি তোলেন আর বলছেন ছবি তুলতে পারেন না.......
অসাধারণ ছবি এগুলো যেকোনো বিচারে কাতিআশাপা। কয়েকটি ছবি খুবই ভালো লেগেছে।
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৩৯
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য..ইস খুব লজ্জা পাইলাম, ..এত্ত প্রশংসা?
৬| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৫
শেরজা তপন বলেছেন: স্থাপত্য মানুষ ও মৌনতা-ভাল
নারী প্রকৃতি ও খিলান- বেশী ভাল
'মামাস করোনা' দেখে মজা পাইলাম!
আপনিতো প্রচুর ছবি তোলেন- ভাবছিলাম আপনাকে আরো আগে দেখতে পাব, যাক দেরিতে আসলেওতো এসেছেন
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৪৯
কাতিআশা বলেছেন: শেরজা ভাইয়া, অনেক ধন্যবাদ!..মামাস করোনার খাবার, ওদের ব্যবহার, এত সুন্দর আউটডোর সিটিং..কি যে বলব! ভাইয়া, কাজে খুব ব্যস্ত আছি, সামার শুরু হয়ে গেছে--সব প্রজেক্ট শেষ করে দিতে হবে, একেবারে হিমসিম খাবার মত অবস্থা..ব্লগে আসাই হয়না একদম! আপনার লেখা গুলোও পড়তে পারিনি..সব জমা হয়ে আছে, এটাও একটা মজা--সব একসাথে আরাম করে পড়ব!)
..দ্যাখেন কি অবস্থা, কাজের ফাঁকে ব্লগ দেখছি!
৭| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৭
শেরজা তপন বলেছেন: ছবি পোস্টের টাইমিং ঠিক হয় নাই
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৫০
কাতিআশা বলেছেন: মানে ভাইয়া?!
৮| ২৩ শে জুন, ২০২১ রাত ৮:২৫
কামাল১৮ বলেছেন: এতো পুরনো ব্লগার আর এতো কম লেখা।ছবিগুলো খুবই খালো হয়েছে।আশাকরি এরপর নিয়মিত লিখবেন।আপনাদের কাছ থেকেই আমরা নতুনরা শিখবো।
২৩ শে জুন, ২০২১ রাত ৯:৫৫
কাতিআশা বলেছেন: এত্ত সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!..সময় পাইনা ভাইয়া একদম, উপরে শেরজা ভাইয়ার কমেনট সেকশনে দেখ সব লিখেছি!..ভাল থেকো!
৯| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:১৭
ঢুকিচেপা বলেছেন: শুধু ছবি নয় আয়োজনটাও দারুণ হয়েছে।
প্রতিটি ছবি আমার কাছে ভালো লেগেছে।
শুভকামনা রইল।
২৩ শে জুন, ২০২১ রাত ১১:৪৬
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগার জন্য!..ভালো থাকবেন!
১০| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন: ছবি গুলো দেখে মুগ্ধ হলাম । আমি নিশ্চিত যে আপনার পিসিতে আরও অনেক ছবি রয়েছে যেগুলো দিয়ে আরও বেশ কয়েকটা ছবি ব্লগ পোস্ট করা যাবে । দেরি না করে আরও কয়েকটা ছবি ব্লগ দিয়ে ফেলুন !
২৯ শে জুন, ২০২১ রাত ১২:১৪
কাতিআশা বলেছেন: অপু ভাইয়া অনেক ধন্যবাদ ভাললাগার জন্য!..কাজের ব্যস্ততার জন্য সময়ই পাইনা একদম!
১১| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:১২
মলাসইলমুইনা বলেছেন: আপনার বাসা চেঞ্জ করার ঝামেলা কি শেষ হয়নি এখনো ? এতো কম কম ব্লগ কেন ?আর্কিটেক্টের কাছ থেকে এ'রকম ফটো ব্লগ পেলেতো হবে না । আরো দুটা ব্লগ করে ফেলুন দ্রুত । সাগর পারে নিউইয়র্ক সব সময়ই আমার সুন্দর লাগে যেই এঙ্গেল থেকেই ফটো তুলি না কেন । আপনার ফটোও তার চেয়ে আলাদা না । সুন্দর ।
২৯ শে জুন, ২০২১ রাত ১২:১৩
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগার জন্য ভাইয়া!...বাসা বদল আপাতত স্থগিত আছে, কাজের ব্যস্ততার জন্য..আমাদের সব প্রজেক্টের এখন টার্নওভার চলছে, খুবি চাপের মাঝে আছি!
১২| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২২
খায়রুল আহসান বলেছেন: প্রত্যেকটি ছবিতে চোখের মায়া ছড়িয়ে আছে!
আর আপনার কথাগুলো হয়েছে আরও মায়াময়!
ছবি ও কথার কম্পোজিশন ও সমন্বয় অত্যন্ত চমৎকার হয়েছে।
পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পোস্টে সপ্তম প্লাস রেখে গেলাম।
শুভকামনা + +
০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫৪
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্যখায়রুল ভাই!..কেমন আছেন? আমার একেবারেই ব্লগে আসা হয়না, ..নতুন বছরের শুভেচ্ছা নিবেন আর ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২১ সকাল ৭:৩৯
হাবিব বলেছেন: সুন্দর সব ছবি। শুভকামনা রইলো।