নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

নতুন বছর..স্নো, আলসেমী, আর মায়াবী মায়ামী...

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৫২

সবাইকে নতুন বছরের শুভেচছা!..আপনারা নিশচই ভাবেন, আমার মত মহা অলস ব্লগার কেনই বা ব্লগে আসে, আর কেনই বা আচমকা ডুব মেরে যায়!..আসলে বয়স হয়ে যাচ্ছে, তাই আলসেমী টাও বেড়ে যাচ্ছে সাথে সাথে বন্ধুর মত! তবে মাঝে মাঝে উঁকি দিয়ে যাই। লগ ইন না করেই..পড়তে মজা লাগে, ঐ যে, বললাম, কমেন্ট করতেও আলসেমী!..
এ বছরের প্রথম স্নো আজকে পড়ল ভোর রাত থেকে..কাজে গেলাম না (কারন টা তো আগেই জানিয়েছি :`> )
পাশের বাসার হাইস্কুল পড়ুয়া ছেলেটা গাড়ি পরিস্কার করছিলো, ... আর আমার পুত্রধন এখনো ঘুমাচ্ছে আরাম করে (কিছু বলছিনা, কারন আর কিছুদিন পরেই ডর্মে চলে যাবে..) কিছু ছবি শেয়ার করলাম, এখনি তুললাম আমার ফোনে --দেখুন আর ঠান্ডা অনুভব করুন! তার আগে কিছুদিন আগের তোলা বাসার সামনে আর পিছনের দৃশ্য দেখুন ফোনের তলা ছবিতে (কত পার্থক্য!)





আহা কি সবুজ, কি আরাম!



মনেঝয়, সবুজ ঐ গালিচায় গিয়ে শুয়ে রোদ পোহাই!



এটা আমার প্রতিদিনের দৃশ্য ডাইনিং রুম থেক, কাজের ফাকে দেখে চোখ জুড়িয়ে যায়!

আবার আসুন ঠান্ডা ঠান্ডা বরফের রাজ্যে ঘুরে আসি..


উফ্‌ কি ঠান্ডা!




আহারে, ছেলেটা এই ঠান্ডাায় গাড়ি পরিস্কার করছে!



গাড়িটাও ডুবে গেছে বরফে!


ঠান্ডা জমে আছে প্রকৃতি, তবুও কি মায়াময়!


এবার মায়ামীর কিছু ছবি দিলাম (গত সপ্তাহে গিয়েছিলাম, দেবরের বাসা থেকে তোলা মায়াবী কিছু মুহুর্ত!










সবাই ভাল থাকবেন, নিউ ইয়র্কের শীতলতা আর ফ্লোরিডার উষনতা কেমন লাগল, জানাবেন!

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫০

শেরজা তপন বলেছেন: বহুদিনবাদে আপনার টিকিটির দেখা পেলাম! আপনি আলসে মানুষ হবার কথা নয়-
কাজের চাপের কথা বলতে শরম লাগছে :)
যাক, আরেকটু ঘন ঘন উঁকিঝুঁকি দেবার চেষ্টা করেন! ওয়েলকাম ব্যাক

আপনিতো জানেন চারিদিকে এমন বরফের স্তুপ আমাকে শীতলতা থেকে আনন্দ অনুভূতি দেয় বেশী।
ছবিগুলো চমৎকার! আমার এক্ষুনি যেতে ইচ্ছে করছে।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০৭

কাতিআশা বলেছেন: ইস্‌রে ভাইয়া! খুব স্যরি, আসল সত্যিটা ঠিকই ধরে ফেলেছেন আপনি!!!!!!!!!!..বরফের রাজ্য রুশ দেশে আপনার কত স্মৃতি রয়ে গেছে, ভালত লাগবেই..আমারও ভালই লাগে, কিনতু এই গাড়ি, লন এসব পরিস্কার করা, খুব পীড়াদায়ক!

এক্ষুনি চলে আসেন, গরুর মাংস আর বুটের ডাল রান্না করছি এও মুহুর্তে...

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩২

ইসিয়াক বলেছেন:




ছবিগুলো খুব সুন্দর।
ভালো লাগলো।
শুভকামনা জানবেন।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০৮

কাতিআশা বলেছেন: নেক ধন্যবাদ ভাইয়া ভাললাগার জন্য!, ভাল থাকবেন!

৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৪

আখেনাটেন বলেছেন: শীতের জড়তার জবুথুবু ছবিরও একটি সৌন্দর্য রয়েছে....সেটা কী শুভ্রতা.। :D

ছবিগুলো চমৎকার তুলেছেন কাতিআশাপা..... B-)

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০৯

কাতিআশা বলেছেন: ধন্যবাদ ভাইয়াছবিগুলো ভাললাগার জন্য!, ..

৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: ভেরী গুড।
ছবিগুলি দারুণ আর এখন থেকে প্রতি মাসে একটা করে পোস্ট দিয়ে সচল থাকবা। নইলে কিন্তু লিস্টে জায়গা নাই।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ২:১৪

কাতিআশা বলেছেন: আহারে আপু!.. দিবনে, তবে প্রতি মাসে না রে আপু!..ক্যামনে দিব বল আপু? তোমার এই আপুটার যে ছুটি নাই!...খালি দৌড়াচ্ছি, কাজ আর কাজ!!!!!!!!!!!!!! তবে রিটায়ার করছি খুব শীগ্রই,... তখন দেখ, আমার লেখার অত্যাচারে ব্লগ থেকে পালাবা!!!!

৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: খুবই সুন্দর দৃশ্য।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:০৩

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাললাগার জন্য...ভাল থাকবেন!

৬| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২৯

শেরজা তপন বলেছেন: ব্লগের রাস্তা কি ভুলেই গেলেন? মিস করছি আপনাকে। সময় করে ফিরে আসুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.