নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
আমার বাসার সামনের পোর্চ..লিভিংরুম থেকে তোলা গতকাল।
ফল সীজন বা পাতা ঝরে পরার ঋতু এখন আমেরিকায়..বেশ ভাল লাগে দেখতে এই সময়ের প্রকৃতি! গাছগুলো যেন লাল টুকটুকে বউ সেজে থাকে, কি তার রঙের বাহার!--- গাড় লাল, মরচে লাল, খয়েরী, কমলা, হলুদ, আরও কত নাম না জানা রং! তবে আমি যেখানে কাজ করি,.. হাডসন রিভারের কাছাকাছি, সেখানে এই ফল কালারের সৌন্দর্য্যটা তেমন ধরা পরেনা..বরং আমার শহর থেকে দূরের ছোট্ট বাসা বাড়ীর আঙিনা আর তার চারপাশের দৃশ্য দেখতেই বেশী ভাল লাগে।গতকাল দুপুরে বাসায় বসে কাজ করতে করতে বাইরের দিকে তাকাতেই চোখটা জুড়িয়ে গেল,.. ফোন ক্যামেরায় তার কিছু মুহূর্ত ধরে রাখার চেস্টা করেছিলাম। আজকে আবার অফিসে এসেছি ইন-হাউজ কাজের জন্য, আর তাই লান্চ টাইমে ফাঁক পেয়ে কিছু ছবি তুললাম বাহিরের দালান কোঠা, হাডসন রিভার, আর ডাউন টাউন ম্যানহাটানের স্কাই লাইনের অপরূপ স্থীর কিছু মুহূর্তের ! আমাদের ডিপার্টমেন্ট টা ১৯ তলায়, সেজন্য ভিউটা খুব আকর্ষনীয়..আপনাদের সাথে শেয়ার করলাম, তবে বেশ তাড়াহুড়া আছে, ঘন্টা খানেক পরেই মিটিং!
ফল কালারে সেজেছে আমাদের ব্যাকইয়ার্ড..
রং আর রঙের খেলা..
প্রতিবেশীর গাছগুলোও আমাদের গাছের সাথে রঙের হোলীখেলায় মেতে উঠেছে!
ছোট্ট পাখীটা আমাদের বাসার সামনের ছোট্ট গাছটার ডালে বসে কি অবাক হয়ে এই রঙিন প্রকৃতি দেখছে!
ফল কালার এখানে নেই..তবে আকাশ, বিল্ডিং এর স্বচ্ছ কাঁচ, হাডসন নদী[র জলধারা..সবকিছু মিলে একটা নীল নীল রঙের শীতল আমেজ বইছে এখানেও!
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/tithidor/tithidor-1666892937-eb683b5_xlarge.jpg
মিডটাউন আর ডাউনটাউন ম্যানহাটানের স্কাইলাইনের ভিউ, আমাদের অফিস থেকে..
নীল পাথরের কবিতা....
(ছবি গুলো সোজা করে দিতে পারলাম না, দুর ছাই!
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৪
কাতিআশা বলেছেন: পড়া আর ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া! ..তবে দেরী তে উত্তর দেয়ার জন্য দুঃখিত!
২| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৪২
কামাল৮০ বলেছেন: এই গাছ গুলিই কয়েক দিন পর সাদা তুষারে ঢেকে অন্য রকম একটা সুন্দর রূপ নিবে।সেটা দেখতেও খারাপ লাগে না।প্রকৃতির কতো রকমের বিচিত্র সব রূপ।
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২৩
কাতিআশা বলেছেন: পড়র জন্য অনেক ধন্যবাদ ভাইয়া! ..তবে দেরী তে উত্তর দেয়ার জন্য দুঃখিত!
৩| ২৮ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৮
হাবিব বলেছেন: নিচের ছবিটি লক্ষ্য করুন। যদি আপনি কম্প্উটার থেকে ছবিগুলো ওপেন করেন তাহলে এমন বাকা চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে ছবি রোটেট করতে পারবেন। মোবাইলেও রোটেট অপশন আছে। সেক্ষেত্রে ছবি ওপেন করার পর থ্রি ডটসে ক্লীক করে রুটেট করে নিতে পারবেন।
ছবিগুলো সোজা করে দিলাম
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৮
কাতিআশা বলেছেন: ছবি সোজা করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া! কেন জানি আমার পিসি থেকে হলনা!.যা হোক, দেরী তে উত্তর দেয়ার জন্য দুঃখিত!
৪| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৪
ঢাবিয়ান বলেছেন: ভাল লাগল প্রকৃতির রং এর খেলার ছবিগুলো দেখে ।
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২৪
কাতিআশা বলেছেন: পড়া আর ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া! ..তবে দেরী তে উত্তর দেয়ার জন্য দুঃখিত!
৫| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৬
শেরজা তপন বলেছেন: দেখছেন হাবিব ভাই কত ভাল মানুষ!!
চমৎকার ছবি- কুছ পরোয়া নেহি, ভাল জিনিস ঘাড় বাঁকা করে দেখতেও সমস্যা নেই
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৯
কাতিআশা বলেছেন: মাঝে মাঝে ঘার কাত করা ভাল, গুড এক্সারসাইজ! হা হা !.. ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!
৬| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:০৪
মিরোরডডল বলেছেন:
বাসার ছবিগুলো সত্যিই চোখ জুড়ানো, কি সুন্দর কালারফুল !
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১১
কাতিআশা বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ আপুনি!!!!!!!!!!! ..তবে দেরী তে উত্তর দেয়ার জন্য দুঃখিত!
৭| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: ছবি গুলো আর একটু সুন্দর করে তুলতে চেষ্টা করবেন। এবং সোজা করে দিবেন। প্লীজ।
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২৩
কাতিআশা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৮| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০০
অপ্সরা বলেছেন: আপুনি তোমার দেশের শরৎ দেখে আমি মুগ্ধ!!!!!!!
আমার ক্লাসরুমের শরৎ দেখো..... পামকিনগুলো বাচ্চারা বানিয়েছে। আমি লিফগুলো কেটে কেটে গাছ বানিয়ে পাতা ঝরিয়ে দিয়েছি। কাকতাড়ুয়া আমি এঁকেছি আর বাচ্চারা কালার করেছে।
৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২২
কাতিআশা বলেছেন: আমার সুন্দরী, পরী (নট সিনেমার পরী!) আপুনি!!!!!!!!!!!!!!!!.। তুমি আসলেই সর্ব গুনর গুনান্বিত!!..দেরী তে উত্তর দেয়ার জন্য অনেক দুঃখিত আপুনি!
৯| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: পৃথিবী এবং প্রকৃ্তি নিত্য পরিবর্তনশীল। কখনো তা আমাদের চোখে পড়ে, কখনো পড়েনা। ঋতু পরিবর্তন পরিক্রমায় প্রকৃ্তি কখনো পাতা ঝরিয়ে, কখনো ফুল ফুটিয়ে, কখনো গাছপালাকে শুভ্র তুষারাবৃত করে এসব পরিবর্তন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
কাজের ফাঁকে সুন্দর ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১১:২৩
কাতিআশা বলেছেন: এত সুন্দর মন্তব্য আর ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!
১০| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১২:১১
ফ্রেটবোর্ড বলেছেন:
৮ নং ছবি যেটা শুধু লিঙ্ক হয়ে আছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মাইরালচে! আপনের এতো সুন্দর সুন্দর ছবি দেখতে গিয়া ঘাড় বাঁকা করন লাগতাছে!
চমৎকার ছবি ব্লগ!