![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
আকাশের পরে আকাশ, ছাদের পরে ছাদ,
এই শহরে তবু আমাদের সুখের ছোট্ট কুড়েঘর।
দুয়ার পেরিয়ে দু'পা এগোলেই পথ,
এক পা পিছালেই বাহুডোর।
আমরা কষ্টগুলো দুজন মিলে খাই,
হরতাল করি, বিচ্ছেদ হয়, ভাংচুর চলে,
অহংকার, রাগ, ক্ষোভ জ্বালিয়ে পুড়িয়ে,
আবার পাতি ভালবাসার সংসার,
ফিসফিস করে চলে রাতের আলাপ।
তোমাকে পেলে,
এভাবে সুখে-দুঃখে একটা জীবন পার করে দেয়া যায়,
একটা জীবন পার করে দেয়া যায় অভাব অনটনে, কখনো বিলাসে,
শুধু ভালোবাসা পেলে ।
তোমাকে পেলে-
পারি মনকে মসজিদ বানিয়ে আমৃত্যু সেজদায় থাকতে ,
পারি শয্যায় কামনার দেবীকে অন্জ্ঞলি দিতে,
রাতের আঁধারে মুঠো ভরে বেলী
এনে দিতে।
পারি আঁধারের ঘ্রাণে মাতাল
হয়ে উত্তাল হয়ে উঠতে।
সব পারি যদি ভালবাসা পাই,
একজীবনে অভিমানী মন আর
কিবা বেশি চাই ?
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
তিথির অনুভূতি বলেছেন: A loved one is not the
person
who understands your happiness.
But,Is the person
who can guess your
sadness before your eyes
feel .......