নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

দূর্বলতা

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫





ইস্পাতের মত কঠিন সে মেয়েটি

কারো কথায় বা ঢঙ্গে টলে না

অনেকেই এসে বাজী ধরে না পেরে

তওবা কেটে অন্য রাস্তায় চলে গিয়েছে



কে যায় কে কি ভাবে ডেম কেয়ার

বাবার রাজেশ্বরী শুধু তার নিজের কাজেই মগ্ন

কত ঝড় গেল ঝাপটা গেল কিন্তু

রাজেশ্বরী শুধু তার রাজ্যেই ধ্যানে মগ্ন



কিন্তু একদিন এক রাজপুত্র এল

তার দ্বারগোরায় তাকে পটানোর জন্য।

হেথায় হোথায় উকি মেরে বারে বারে

তার বুকে বিশেষ জায়গাটি করে নিল



রাজেশ্বরী সব বুঝেও না বুঝার ভান

করে কাটিয়ে দিল দুটি বছর

তারপরে রাজকন্যার সন্ধানে রাজপুত্রের

জীবনে কত যে কিছু বয়ে গেল



অবস্থা যখন বেশ বিব্রত কি মনে

করে চুপি চুপি রাজেশ্বরী তার দিকে

একটু একটু করে এগুতে থাকল

কোন একদিন সে ধরা পড়ল প্রেমের কবিতাতে



কোন একদিন বুঝি ওরা ধরা পড়ল

সারা দুনিয়ার মানুষের সামনে

তারপর কি ঝামেলা বেধে রাজপুত্র

রাগ করে ফেলে রেখে চলে গেল রাজেশ্বরীকে



চোঝের জল ফেলতে ফেলতে রাজেশরী

কি যে হয়ে গেল উদ্ভট সব ভালবাসা অনুভব

করে চুপি চুপি আকাশের ঠিকানায় রাজপুত্রকে

পাঠাতে লাগল পত্রের পর পত্র যার আর উত্তর এল না



রাজকন্যা বুঝি আর কিছু বাকী রইল না

তার অহমিকা তার ব্যক্তিত্ব সব ভেঙ্গেচুড়ে

খান খান হল রাজপুত্রের কাছে, সেই থেকে

রাজেশ্বরীর সবকিছুতেই মনে কাজে চিন্তায় সেই রাজপুত্র



এখন এই মেয়েটি যেন জিম্মি রাজপুত্রের কাছে

তার মাঝে হারিয়ে নিজেকেই আর খুজে পাচ্ছে না

রাজেশ্বরী, তার সবচেয়ে বড় দূর্বলতা আর কেউ নয়

সেই রাজপুত্র যে তার হৃদয় হরন করে চলে গিয়েছে ।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

তিথির অনুভূতি বলেছেন: "আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে"
–রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

মাহবু১৫৪ বলেছেন: ++++++

ভাল হয়েছে

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

অণুজীব বলেছেন: ++++

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতাটি এত বেশি ভালো যে কি বলব! আমার রিসেন্ট একটি কবিতা তাই ইস্পাত কঠিন মেয়েটিকে ডেডিকেট করলাম!! ভালো থাকবেন, কবিকে শুভকামনা :) :) :)

♣ কবিতা: তোমার তরে ♣

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

বিষের বাঁশী বলেছেন: সুন্দর কবিতা আপ্পি! :)

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

আমিনুর রহমান বলেছেন: কবিতায় +++

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন হয়েছে।।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

স্বপনবাজ বলেছেন: বাহ !

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

রাতুল_শাহ বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.