![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
তোমার এক ঝলক প্রানে জোয়ার বইয়ে দেয়
তোমার এক পরশ মনে আবেগ ধরিয়ে দেয়
তোমায় ভেবে ভেবে দিন-রাত রাত-দিন হয়
সব ছেড়ে তোমার কাছেই বন্দী হয়ে থাকে।
তুমি তুমি তুমি চারিদিকে শুধুই তুমি
আর কিছুই চোখে পড়ে না আর কিছুই
শুনতে পাই না আর কিছুই ভাল লাগে না
তাই বুঝি তুমি আমার ফাগুনেরই দোলা ।
শীতের শেষে বসন্ত আসে আর আমার
বসন্ত মুহূর্তগুলো শুধু তোমার সাথে থাকে
তাই তোমার দূরে থাকাটা আর একদম সয় না
কোথায় আছ আস প্রানের মাঝে আস ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য...
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
স্বপনবাজ বলেছেন: এমনি হয় !
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
মায়াবী ছায়া বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ++++
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
মাক্স বলেছেন: সুন্দর! ৩য় ভালোলাগা।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
রাতুল_শাহ বলেছেন: ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
লেখোয়াড় বলেছেন:
অনেক আবেগী আর স্পর্শী কবিতা। ভাল লাগল।
সামনের বসন্ত আপনার জীবনটাকে বাসন্তী রংঙে ভরপুর করে তুলুক।
ভাল থাকুন স্বপ্নে, বিভোরে, মোহননীয়তায়।
ধন্যবাদ।