![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
ভালোবাসা প্রকাশ
করার মত কোন
ভাষা আজো আবিষ্কার
হয়নি, তাই
নীরবতাকেই
বেছে নিলাম । কতটুকু
ভালোবাসি তা প্রকাশ
করার জন্য কোন
স্কেল আবিস্কার
হয়নি, তাই
হৃদয়
জুড়ে ভালবাসলাম ।
কেন শুধু
তোমাকেই ...
ভালোবাসি,কারন
জানি না বলে কিছু
বোলো না, অকারন
কে দোষ
দিয়ে দিতে পার ।।
গতকালের
চেয়ে অনেক
বেশি ভালোবাসি আজ,
কাল
ভালবাসবো অনেক
বেশি আরও ।
ভুলে যেতে বলেছিলে তোমায়,
হুম্মম...এ
জীবনে তো আর
সম্ভব না, আর
একবার
জন্ম
নিলে চেষ্টা করে দেখতে পারি ।
যদি প্রশ্ন করো কেন
এতোটা ভালোবাসি !!!
যা প্রকাশ করার
ভাষা ,পরিমাপ করার
স্কেল
অথবা কোন
কারন আজো পাইনি ।
উত্তর
একটাই ..."ভালবাসতে ভালোবাসি"..
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তর একটাই ..."ভালবাসতে ভালোবাসি"...
সত্যি কি তাই
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: এটা কেমন , ভাল + বাসা
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
লেখোয়াড় বলেছেন:
সবকিছু অত সহজ হলে ভালই হতো।
আমাকে তাদের দলে ভিড়িয়ে নিবেন??
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর হইছে।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
স্বপনবাজ বলেছেন: ভাল লাগল !
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
তিথির অনুভূতি বলেছেন: দুষ্টু তারা, অনেক অনেক ভালবাসি