![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
স্বাধীনতার বাধ ভেঙ্গেছে মিশেল হল স্বেচ্ছাচারীতা
কাদের মোল্লা মানুষ থেকে হয়ে গেল রাজাকার,
জুটল কিছু অন্ধভক্ত তার দাপট ও সাজা না দেখে
দেশে শুধু রাজাকার আর বর্বরে করল মনুষত্ব হাহাকার।
উড়িয়ে দেয়া ফানুশ যাক হারিয়ে দূরে
মর্ত্য লোকে সে আসবে ফিরে আকাশখানা ঘুরে!!
আকাশখানা অনেক বড় তবু হয়না যে তার ঠাই
জ্বালানী পুড়ে হবে যে শেষ রইবে শুধু ছাই!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
তিথির অনুভূতি বলেছেন: প্রতিবাদ চলুক রাজপথে
প্রতিবাদ চলুক মানুষের পশুত্ব রিপুর বিরুদ্ধে
প্রতিবাদ চলুক অন্তরে নিজের সাথে নিজের
যাতে আর পশু মাথা চাড়া না দিয়ে উঠতে পারে ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
খুব সাধারন একজন বলেছেন: শাহবাগ বিপ্লবের কবিরা,
লও লও লও সালাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
তিথির অনুভূতি বলেছেন: 'তুই রাজাকার' কত আতে ঘা লাগত ,
বিপ্লব চলুক
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
তিথির অনুভূতি বলেছেন: স্লোগান শুনছি । আসলেই শুনছি । জ্বালো জ্বালো, আগুন জ্বালো । সব গলা ভেঙ্গে যাক আজকে, কালকে আরো শক্তি নিয়ে স্লোগান দেক নতুন কেউ ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
তিথির অনুভূতি বলেছেন: স্লোগান .।.।.।.।.।।
কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার।
ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।
আর কোনো দাবি নাই, কাদের মোল্লার ফাঁসি চাই।
রাজাকারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও।
এই রক্ত কোনো দিন পরাজয় মানে না।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।
মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ
(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
তিথির অনুভূতি বলেছেন: অস্থির এক সময়
আমরা আইন হাতে তুলে নেব না
কিন্তু আইনের মাধ্যমে সকল রাজাকারদের বিচার চাই
আজ থেকে দেশে বিচার-ব্যবস্থা ও গণমাধ্যমের সুস্থ ধারা চর্চিত হোক।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++++
অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।