![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
জানি জীবন একটাই তাই যে মুহুর্ত চলে যায়
তা আর ফিরে আসে না, শুধু স্বপ্নে থেকে যায়
তুমি আসতে চুপি চুপি রোজ আমাকে দেখতে
ওমা সাহস করে প্রতিদিন আমার বাসার সামনে
গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে, হ্যা একমাস টানা
একবারও তাকিয়ে দেখেনি, আব্বা বলেছিল
তাকালে তোমার ঠ্যাং ভেঙ্গে দিবে।
তোমার এত সুন্দর লম্বা পা গুলির ক্ষতি হবে
এত ভীতু ছিলাম, সাহস হয়নি।
তুমি ভেবেছ আমি বুঝি তোমাকে ইগনোর করেছি
না কি যে কষ্ট হত, হ্যা তাই আজ এক রিপ্লে চাই
ধরো প্রথম দিন তুমি দাঁড়িয়ে আছো আমি দূরে না
গিয়ে এক্কেবারে তোমার সামনে এসে দাড়াবো
মুচকি হেসে তোমার চোখে চোখ রেখে একটা মিষ্টি
দৌড় দিব, দ্বিতীয় দিন আমি আবার সামনে আসব।
কিছুক্ষন অপেক্ষা করব, তুমি বলবে “আরে তুমি
তোমার বাসা কি এদিকে ???” আমি দুষ্টুমি মাখা
চোখে উত্তর দিব , হ্যা সামনেই “ আপনি এখানে যে
এইতো আমি তো তোমার ইউনির দিকেই যাচ্ছিলাম।
চলো একসাথে যাই। “ নাহ আমি হেটেই যাই “
লজ্জ্বা ভয়, আবার আরেকদিন আবার আরেকদিন
একদিন ঠিকই তুমি আমাকে লিফট দিবে। আর
এইভাবে আমাদের গল্পটা গেথে যাবে,
হ্যা আমার জীবনের এই রিপ্লেটা আমি চাই ।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +++++++