নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

ছেড়ে যাওয়া রদ্দুর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২





বিষন্ন এ প্রহর, ছেড়ে যাওয়া রদ্দুর

পিছে ডাকে বার বার কিন্তু নিজের না

কেমন করে এ অধিকার রাখি যা কোনদিন

বুঝিবা নিজের ছিলই না, যাযাবর একটা



ভালবাসার আধাআধি স্বাদ দিয়ে চলে গেল

আবার বারে বারে খালি উকিই মারে

কিন্তু যেই সাড়া দিলাম সবার সামনে

নাচিয়ে কোন মুল্লুকে চলে গেল,



কত অনুতাপ, কত কান্নাকাটি কত ক্ষমা আর্জি

যতবার না খোদাকে ডাকি তারচেয়ে বেশি

আমি তারেই ভালবাসি, তাকে সব দিলাম

দুনিয়ার সব ভাল ভাল জিনিস শিখালাম।



কতকিছু জানালাম, কত কিছু বুঝালাম

যা বলি লক্ষ্মী ছেলের মত তাই করে বুঝি

এত্ত ভাল লাগে, যখন সে সব ছেড়ে দিনরাত

আমার নামই জপে,দুষ্টু তারা মিষ্টি পাখি



কিন্তু সব ফাইজলামির একটা সীমা আছে

অন্য এক অস্তিত্বের মাঝে আমাকে খুজে ফিরে

আমার পাঠানো রোমান্স তার সাথেই মাতে

আর কি কিছু বাকী রইল, ... কোথাকার।



থাক ওই বানানো কল্পিত পুতুল নিয়ে

মাত ওই উদ্ভট তোমার বানানো জগতে

আর কি দরকার আমাকে, আমি নেই

ভালবাসার সব ম্যাজিক আর সুর রেখে গেলাম।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

খুব সাধারন একজন বলেছেন: দেখা হয়েছে আপনার সাথে,
দেখেছি হাজার মুখ-
জানি পথে আছি নেই বিপথে,
বুকটা ভর্তি সুখ।

দেখা হয়েছে, হচ্ছে, হবে,
পথেঘাটে প্রান্তরে-
আপনি আমি একই মানুষ,
শাহবাগে, রোদ্দুরে।

আপনি আমি একই মানুষ,
রোদ্দুরে বা ছায়ায়-
আপনি আমি উড়াই ফানুস,
ভয় ধরানো কায়ায়।

একাত্তরে আপনি ছিলেন,
আমিও ছিলাম, সে-ও-
মা বলেছে, সময় করে
দেশ বাঁচাতে যেও।

দেশ বাঁচাতে নামছি পথে,
অপবাদ দেয় কে?
মিথ্যাবাদীর মুথে দলা
থুতু মেরে দে।

ভাই,
লক্ষ্য রাখুন তো,

মানুষের জাগরণের বিপক্ষে কথা বলছে কে কে?
দৃষ্টি সরাচ্ছে কে কে?
ভয় তৈরি করছে কে কে?
কুৎসা রটাচ্ছে কে কে?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.