![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
খুব ভাল লেগেছে দেখে তোমার আন্দোলন
খুব গর্ব হচ্ছিল বিদেশের মাটিতে তুমি একজন
কিন্তু ছাত্র-রাজনীতি তখনই লোকে বুঝবে যখন
তুমি তোমার পড়ালেখা, কাজ সব ঠিক মত করে
তারপর কিছুটা আন্দোলন করবে, তাই ওদেরকে
তুমি ভুল বোঝ না সবকিছুরই নিয়ম আছে
শুনো ভাল করে আবার পড়ালেখা আর কাজে মন দাও
ওখানকার কাজ শেষ করে কাজের মাধ্যমে এমন
কিছু আন্দোলন তুলে ধরো যাতে মানবতার জয়গান থাকে
যেখানে অসুরের বিরুদ্ধে কিছু প্রতিবাদ থাকে
অসুর আর অমানবিকতা যে মানসিক রোগ
এর নির্মুলে বা এ থেকে কি করে চিহ্নিত করা
যায় সে নিয়ে কাজ শুরু কর, আর তোমার ভালত্ব
দিয়ে সকল অসুর আর খারাপের বিরিদ্ধে প্রতিনিয়ত
নিজের অসুর রিপু ও আশেপাশের অসুর রিপুর বিরুদ্ধে যুদ্ধ কর
প্রকৃত মুক্তিযোদ্ধা যে প্রাত্যহিক জীবনে রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করে।
কি যুদ্ধ যে রাজাকারকে খুন করবে, নাহ রাজাকার মনোভাবকে
নির্মুল করবে প্রত্যেকের অন্তরকে নির্মল করে এই রিপুকে খেদাবে
মানুষ মাত্রই ভুল করে তাই রাজাকারদের না রাজাকার
হওয়ার পিছনে যে রিপুগুলি থাকে তাকে ঘৃনা করতে
ও তার চর্চা না করতে উৎসাহিত কর ।
আর সপ্তাহে একদিন শুধু ২-৩ ঘন্টা
ঐখানকার বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে একসাথে
সব বাঙ্গালীরা এই যে বাংলাদেশে কি মুভমেন্ট হচ্ছে
তা ওই দেশের মানুষদের বুঝাও, কারন ওরা যদি না বুঝে
কিভাবে আমাদের পাশে দাঁড়াবে, আর শুনো কাজ কর।
হ্যা তুমি টেকনেক্যালি নিজের মুভমেন্টকে নিয়ে আস
যেন সারা বিশ্বের মানুষ প্রযুক্তির মাধ্যমে অসুরের
হাত থেকে নিজেদের বাচাতে পারে, যেন আর এরকম
রাজাকার বা বর্বর মানুষ আর না তৈরি হতে পারে।
নিজের যত্ন নিও আর বুদ্ধিমানের মত কাজ
করে বিশ্বকে চমকে দাও, প্রকৃত মুক্তিযোদ্ধা হও ।
©somewhere in net ltd.