![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
লোকে বলে ভালবাসাবাসির শুরু হাত ধরাধরির পর থেকে
কেউ কেউ বলে ঠোটে চুমু একে উষ্ণ ছোয়া নেবার পর থেকে
আরও কেউ কেউ বলে চোখে চোখ রেখে নিষ্পলক তাকিয়ে থাকা
কেউ কেউ বলে দুজনে দুজনার চিরতরে হারিয়ে যাওয়া
নাহ এই একটাও বুঝি তোমার আমার মাঝে হয়নি
প্রগাঢ় চোখে তুমি যখন আমার চোখে ডূব দিবে লজ্জ্বায় চোখ বুজে নিয়েছি
যখন হাত ধরবে বলে ঘ্ন্টার পর ঘন্টার সুযোগ খুজছ তুমি
কি না কি করে বসি এই ভয়ে একদৌড়ে উলটে পালিয়ে গিয়েছি
তবে এ কেমন ভালবাসা, এ বুঝি স্বর্গের ভালবাসা
মর্তের ভূমিতে এসে উকি দিয়েছে
দু-আত্মার মিলনে ভরপুর বাক্য, শব্দ আর সুরের মূর্ছনা
দূরে আরো অনেক দূর থেকে এক অপরকে মান অভিমান জানানো
মাঝে মাঝে সিন্ডেরেলা, সুপারম্যান আরো কত কল্পলোকে ঘোরা
তুমি আর আমি বুঝি প্রতিটা সিনেমা গল্পের নায়ক- নায়িকা
প্রতিটি ভালবাসার কাহানিতে আমি-তুমি, তুমি-আমি কল্পিত হয়ে থাকা
মন হৃদয় আর স্বপ্ন শুধু এতেই আমাদের ভালবাসার আস্তানা
কত যে নির্ঘুম রাত আর দিন শুধু তোমার আমার কথা ভেবে ভেবে সাড়া
ঘুরে ফিরে মন হৃদয় আর স্বপ্ন শুধু একে অপরের গান গাওয়া
তবে এ কেমন ভালবাসা, এ বুঝি স্বর্গের ভালবাসা
মর্তের ভূমিতে এসে উকি দিয়েছে
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৩
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++