নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

জীবনের ধাঁধায়!

৩১ শে মে, ২০১৩ রাত ১১:১২

তারার মিটিমিটি নিভু আলো,

ঐখানে স্পষ্ট দেখি তোমার ছায়া

সে তেমন কিছু নয়, চোখ বুঝলেই তারারা

নিভে যাবে,

সে যেমন বৃষ্টির রিনিঝিনি, সে যেমন

অলিখিত চিঠি



সমুদ্রের এক কোণে ইশারা

দিয়ে সে কাকে বিদায় জানালো

বুকে ঢিপঢিপ শব্দ, কপালে

বিস্তর ভাজ

ও যে দিগন্তহীন,



ঢূলু অন্ধকারে ডোবে বিশ্বাস মন্থর

ওখানে কী করে যাবো, কী করে তাঁকে

খুঁজে পাবো?



কম্পিউটারবৃত্তের মধ্যে তুমি থাকো,

তোমাকে মানায়

যন্ত্রকাজ, রিসার্চ পেপার, এমনকি কর

কনফারেন্স,

দিতে পারি, অনেক সরল

সুখের যে-টুকু পরিধি তুমি তাও তুচ্ছ

করে



যদি যাও, সে , তুমি মসজিদে

জায়নামাযে তসবি হয়ে , তুমি সহাস্য

তরঙ্গের

ধবনিতে ধবনিতে মিশে থাকো,



সে যে দূরত্বের চেয়ে বহুদূর

তোমার হৃদয়ের কাছে বীনা, এ কেমন

খেলা,



অতুলনীয়, অতুলনীয়, এখন

আমাকে সাথে করে কোন বিহঙ্গ

নিয়ে এলি মন-কাড়ানো জীবনের

ধাঁধায়!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:১৭

কাজী দিদার বলেছেন: বুজলাম না ভাই ,ভাবতে হবে

২| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ লিখেছেন ! +

৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৪

তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ,
এ হাই ইথিক্যাল কথা ,সবাই এর মর্মাথ বুঝতে পারবে না

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:০২

রাতুল_শাহ বলেছেন: কম্পিউটার ভেঙে ফেলেন আপু।

যাহোক আল্লাহ আপনাদের সবাইকে কেমন রাখছেন?

০১ লা জুন, ২০১৩ রাত ১২:০৪

তিথির অনুভূতি বলেছেন: মাঝে মাঝে সত্যি সত্যি ভেঙ্গে ফেলতে ইচ্ছে করে
আছি আল্লাহর রহমতে মোটামুটি ,
তুমি কেমন আছো ভাইয়া ??

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২২

রাতুল_শাহ বলেছেন: আল্লাহ ভাল রাখছেন, তবে ইদানিং ব্যস্ততা দিয়েছেন।

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৯

তিথির অনুভূতি বলেছেন: শুনে অনেক ভাল লাগল , ব্যস্ত থাকা ভাল

৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

অবচেতনমন বলেছেন: তারার মিটিমিটি নিভু আলো,
ঐখানে স্পষ্ট দেখি তোমার ছায়া



তুমি কি সেই , তিথীর নিল তোয়ালে
ভালবাসা রেখ যা বয়ে যাবে সার্থহীন স্রোতধারায় পৌছে যাবে অফুরন্ত ঠিকানায়, নিমন্ত্রন রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.