![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
সেই দূর নীলিমায় কেন জানি শুনি,
শুনি কেউ আমাকে ডাকছে।
চমকে শোনার চেষ্টা করি,
একটানা আমার নাম নিয়ে কেউ ডেকে চলেছে
নাহ আমার মনের ভুল ভেবে ঘুমিয়ে যাই ।
আবার স্বপ্নে দেখি সেই মানুষটি আমাকে নিয়ে।
কত খেলা করছে, আমরা রান্নাবাটি খেলছি ,
আমরা একের পর এক খেলায় মাতোয়ারা।
আবার ঘুম থেকে জেগে উঠি বোঝার চেষ্টা করি
আমি কি ঠিক আছি নাকি ভুল আছি ।
সবদিকে তাকাই জুটিরা হাত ধরাধরি করে,
ঘুরে বেড়াচ্ছে, একে ওকে আইসক্রীম খাওয়াচ্ছে।
আর আমার রাজপুত্র সে কোথায় লুকিয়ে আছে ??
আমি বার বার তার ডাক শুনি সে আমাকে ডাকছে
বার বার ভাবি সে আমাকে কাছে টেনে বুকে নিয়েছে ।
সেই কাছ দীঘির তীরে ছায়া দেখি
হ্যা স্পষ্ট তোমার ছায়া
চমকে পিছনে ফিয়ে খুজি
সারাটিক্ষন আমি তোমাকে খুঁজে ফিরি
নাহ আমার মনের ভুল ,
সবই কি আমার মনের ভুল ??
তা যে আর বুঝি না
হ্যা ক্লান্ত আমি ঘুমিয়ে যাই ।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩২
তিথির অনুভূতি বলেছেন: হ্যা অনেক প্রিয় সাথে ফুসকাও
২| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: ঘুমানোর একটা উপায় পাওয়া গেল আপু !
৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
+++
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৭
রাতুল_শাহ বলেছেন: আপনার কি আইসক্রিম খুব প্রিয়?