![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
আব্বা প্রতিবছর আমার জন্মদিনে পুজার সংখ্যার আনন্দমেলা আর দেশ দিতেন আর একটা ডায়েরী দিতেন তাতে লেখা থাকত, " মাদুলী তুমি রাজেশ্বরী হও ।" আব্বাকে শুধাতাম "রাজেশ্বরী মানে কি ?? "
আব্বা হেসে বলতেন "রাজেশ্বরী মানে সারা ভুবন জয় করা । "
," আব্বা কিভাবে ভুবন জয় করা যায়।
টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে !!! রাজা রানীদের তো অনেক টাকা থাকে।" আমি ছোটবেলায় বলতাম ।
আব্বা বলতেন , 'নাহ তোমার মেধা আর শ্রম দিয়ে ,এমন কিছু করবে যেন সারা জীবন সারা ভুবনের সকলে এক বাক্যে স্বীকার করে ,
তুমি এমন কাজ করেছ যাতে ভুবনের সকল মানুষ মোহিত হয়েছে। "
২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭
আমিনুর রহমান বলেছেন:
৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: