![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
ওগো প্রিয়,
কেমন আছো ?? তোমার কাল রাতে ঘুম হয়ছে তো ?
জান আমি কদিন ধরে চিঠি দিতে পারি না !!
আমার একদম ভাল লাগে না, কিভাবে লাগবে বল
আজ কতদিন হল আমি তোমাকে দেখি না
তোমাকে একদিন না দেখলে যে আমার ভাল লাগত না।
খুব ভাব দেখাতাম কিন্তু আমার যে খুব ভাল লাগত
তুমি আমার দিকে অপলক চেয়ে থাকতে
তোমার ক্লোজ –আপ মার্কা মিষ্টি হাসিটি দেখলে
আমার বিশ্বটা বুঝি ঝলমলিয়ে উঠত।
তুমি খুব ব্যস্ত থাকো, আর রাগ করে
দেখতে আসো না আমাকে, আমি কি বেশী মোটা
হয়ে গিয়েছি, কি করব অনেক চেষ্টা করছি
শুকাবার কিন্তু কেন জানি হচ্ছে না
মানুষ নাকি ডিপ্রসনেও মোটা হয়ে যায় ।
আমার প্রতিদিন তোমাকে চিঠি পাঠাতে অনেক ভাল
লাগে, আর তা পড়ে তুমি যে খুব খুশি হও
আজ তুমি কিন্তু ঘুমিয়ো, কেমন না হলে
আমার মনটা ভাল লাগবে না, আমিও ঘুমাতে পারব না।
ইতি
তোমার একান্ত তোমার ভালবাসা
২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো!!!!!
অনেক +++++++++
৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
আর.হক বলেছেন: ++++++++++++ এর বন্যা
৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++++
৫| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা সিস ! ++++++++++++++++
৬| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++++ রইল।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০
সুমন কান্তি দাস বলেছেন: ভালোলাগা জানবেন...